এখন পড়ছেন
হোম > রাজ্য > বর্ধমান > ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে নিজের অভিমত স্পষ্ট করলেন বাবুল, বাড়ছে জল্পনা!

ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে নিজের অভিমত স্পষ্ট করলেন বাবুল, বাড়ছে জল্পনা!


প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট- ইতিমধ্যেই রাজনীতি থেকে নিজেকে সরিয়ে নেওয়ার কথা জানিয়ে দিয়েছেন আসানসোলের সাংসদ বাবুল সুপ্রিয়। কোনো রাজনৈতিক দলের সঙ্গে যে তিনি যুক্ত থাকবেন না, তা স্পষ্ট করে দিয়েছেন বিজেপির প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী। তবে সাংসদ হিসেবে তিনি তার দায়িত্ব পালন করবেন, সেই কথা জানিয়ে দিয়েছেন তিনি। তবে বাবুল সুপ্রিয় এই কথা বলার পর থেকেই তাকে নিয়ে জল্পনা আরও বাড়তে শুরু করেছিল। অনেকেই বলছিলেন, কিছুদিন হয়তো বা বাবুল সুপ্রিয় রাজনীতি থেকে দূরে থাকবেন। পরবর্তীতে আবার তিনি রাজনীতির সঙ্গে যুক্ত হবেন।

এক্ষেত্রে তিনি পরবর্তীতে তৃণমূল কংগ্রেসের সঙ্গে ঘনিষ্ঠ হতে পারেন বলেও দাবি করতে শুরু করেছিলেন একাংশ। আর এই পরিস্থিতিতে তিনি যে কোনভাবেই আর কোনো রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত হতে চাইছেন না, তা জানিয়ে দিলেন আসানসোলের সাংসদ বাবুল সুপ্রিয়। পাশাপাশি তার তৃণমূল যোগের জল্পনা তৈরি হলেও নিজের বক্তব্যের মধ্য দিয়ে তৃণমূল কংগ্রেসের বিরোধিতা করে সেই বিষয়েকেও উড়িয়ে দেওয়ার চেষ্টা করলেন প্রাক্তন এই কেন্দ্রীয় মন্ত্রী।

সূত্রের খবর, এদিন একটি সাক্ষাৎকারে তিনি যে অন্য কোনো দলে যাচ্ছেন না, সেই অবস্থান স্পষ্ট করেন বাবুল সুপ্রিয়। তিনি বলেন, “আমি অন্য কোনো দলে যাচ্ছি না। অরাজনৈতিক সাংসদ হিসেবে মানুষের কাজ করতে চাই। আসানসোলের উন্নয়ন করতে চাই। এভাবেও যে কাজ করা যায়, তা প্রমাণ করে দেব।” অনেকের প্রশ্ন, কেন্দ্রীয় মন্ত্রীপদ হারানোর পরই বাবুল সুপ্রিয় রাজনীতি থেকে নিজেকে সরিয়ে নেওয়ার কথা জানিয়ে দিয়েছেন।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

ফলে তিনি পরবর্তীতে তৃণমূল কংগ্রেসে যোগ দিলেও দিতে পারেন বলে দাবি করা হচ্ছে। আর এই পরিস্থিতিতে তৃণমূলের বিরুদ্ধেও সরব হতে দেখা যায় বাবুল সুপ্রিয়কে। তিনি বলেন, “ভোট গণনা কেন্দ্রে অসভব্যতা হয়েছিল। পরিস্থিতি আমরা সামলাতে পারিনি। আর তার পরেই ভেবেছিলাম, রাজনীতি থেকে সরে যাব।” অর্থাৎ তার তৃণমূল যোগ নিয়ে জল্পনা তৈরি হলেও, তিনি যে নিজের অবস্থানে অনড় থাকছেন, তা বুঝিয়ে দিলেন বিশিষ্ট এই সংগীতশিল্পী।

পর্যবেক্ষকদের মতে, 2014 সালে প্রথম বিজেপির টিকিটে আসানসোল লোকসভা কেন্দ্রে লড়াই করে সাংসদ হিসেবে নির্বাচিত হয়েছিলেন বাবুল সুপ্রিয়। তারপর কেন্দ্রীয় মন্ত্রিসভায় জায়গা পেয়েছিলেন তিনি‌। সঙ্গীতজগত থেকে রাজনৈতিক জগতে এসে তার উত্থান ছিল চোখে পড়ার মত। কিন্তু 2021 সালের বিধানসভা নির্বাচনে বাংলায় বিজেপির ফলাফল ভালো না হওয়ার পরেই সেই বাবুল সুপ্রিয়কে কেন্দ্রীয় মন্ত্রিসভা থেকে সরিয়ে দেওয়া হয়। আর সম্প্রতি বেশ কিছুদিন আগে তিনি রাজনীতি থেকে নিজেকে সরিয়ে নেওয়ার কথা ঘোষণা করেন। পাশাপাশি সাংসদ পদ থেকেও পদত্যাগের কথা জানিয়ে দেন।

কিন্তু এর মাঝেই বিজেপি শীর্ষ নেতৃত্বের সঙ্গে আলোচনার পর রাজনীতি থেকে নিজে সরে আসলেও এই সাংসদ পদ রাখবেন বলে জানিয়ে দিয়েছেন বাবুল সুপ্রিয়। তবে তারপরেও তাকে নিয়ে জল্পনা ক্রমশ বাড়তে শুরু করেছিল। তিনি অন্য কোনো দলে যোগ দিতে পারেন বলে গুঞ্জন তৈরি হয়েছিল। আর এর মাঝেই নিজের অবস্থান স্পষ্ট করে তিনি যে কোনোভাবেই আর রাজনীতির সঙ্গে যুক্ত হচ্ছেন না, তা জানিয়ে দিলেন বাবুল সুপ্রিয়। সব মিলিয়ে গোটা পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়ায়, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!