এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > ভগবানের এমনই খেলা যে এখন পায়ে ধরতে হচ্ছে! মুখ্যমন্ত্রীকে তীব্র কটাক্ষ দিলীপ ঘোষের

ভগবানের এমনই খেলা যে এখন পায়ে ধরতে হচ্ছে! মুখ্যমন্ত্রীকে তীব্র কটাক্ষ দিলীপ ঘোষের


সম্প্রতি বিভিন্ন ব্যাপার নিয়ে রাজ্য কেন্দ্র সংঘাত শুরু হয়েছে। সম্প্রতি কাশ্মীরে আপেল শ্রমিকদের নিহত হওয়ার ঘটনায় রাজ্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষের মন্তব্যকে ঘিরে দলীয় বিরোধ আরো একধাপ এগিয়ে যায় যেন। সম্প্রতি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পোস্তায় জগদ্ধাত্রী পুজোর উদ্বোধনে গিয়ে বিজেপির বিরুদ্ধে তীব্র ক্ষোভ প্রকাশ করেন।

এমনিতেই ছট পুজো সংক্রান্ত ব্যাপারে পরিবেশ আদালতের নিষেধাজ্ঞা নিয়ে কেন্দ্রীয় সরকারের সাথে রাজ্যের বিরোধ তুঙ্গে। তবে মুখ্যমন্ত্রীর বক্তব্যকে উড়িয়ে দিয়ে রাজ্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষ এদিন মুখ্যমন্ত্রীকে তীব্র কটাক্ষ করেন।

এদিন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ মুখ্যমন্ত্রী সম্পর্কে বলেন, তিনি তীব্র হতাশা থেকেই যাবতীয় কথা বলছেন। বৃহস্পতিবার পোস্তায় মুখ্যমন্ত্রী নাম না করে বিজেপিকে ‘শকুন’ বলে কটাক্ষ করেছিলেন। তারই জবাব দিতে গিয়ে রাজ্য বিজেপি সভাপতি এ কথা বলেন।

এদিন বিরাটি তে বিজেপির জনসংযোগ কর্মসূচি চায় পে চর্চায় দীলিপবাবু বলেন, ‘আমাদের মুখ্যমন্ত্রী এর আগেও এমন অনেক ভালো ভালো কথা বলেছেন। লোকসভা নির্বাচনের আগে বলেছেন মোদিকে প্রধানমন্ত্রী মানিনা। মোদী কোন হরিদাস পাল। অমিত শাহ গুন্ডা। আর ভগবানের এমনই খেলা যে এখন পায়ে ধরতে হচ্ছে। দেখা করার জন্য বাড়ির সামনে ধর্না দিতে হচ্ছে। জনসমর্থন চলে গিয়েছে বুঝে হতাশা থেকে এসব বলছেন তিনি।’

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

অন্যদিকে, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও পোস্তায় পুজো উদ্বোধন এর আসর থেকে বিজেপিকে কড়া ভাষায় আক্রমণ করেন বৃহস্পতিবার। মুখ্যমন্ত্রী এদিন বলেন, ‘এখন আর ডাক্তারবাবুদের ডেথ সার্টিফিকেট দেওয়ার দরকার পড়ে না। বিজেপিই তাদের সমর্থক বলে ঘোষণা করে ডেথ সার্টিফিকেট দিয়ে দেয়। শকুনি জানেন তো? ওঁত পেতে বসে থাকে। কখন কে মরবে, আর খাবে। কেউ বোমে মারা গেল, কেউ ব্যক্তিগত শত্রুতায় মারা গেল, সবাইকে বলে দিচ্ছে বিজেপি সমর্থক। মিথ্যা কথা ছাড়া সত্যি কথা বলে না।’

সম্প্রতি বিভিন্ন ঘটনাবলী থেকে দেখা যাচ্ছে, কেন্দ্র বিরোধী সুর মুখ্যমন্ত্রী একধাপ চড়িয়ে দিয়েছেন। তবে ঘটনার পরিপ্রেক্ষিতে রাজনৈতিক বিশেষজ্ঞদের দাবি, সামনেই উপনির্বাচন এবং তারপর বিধানসভা নির্বাচন। সবকিছুকে লক্ষ্য রেখেই এখন রাজনীতি আসরে দু’পক্ষই কেউ কাউকে ছেড়ে কথা বলছেন না। আপাতত সমগ্র পরিস্থিতির দিকে নজর রেখেছে রাজ্যের ওয়াকিবহাল মহল।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!