এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > ভোট বড় বালাই তৃণমূল বিজেপি এখন মানুষের দুয়ারে দুয়ারে

ভোট বড় বালাই তৃণমূল বিজেপি এখন মানুষের দুয়ারে দুয়ারে


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট –আগামী বিধানসভা নির্বাচনের প্রাক্কালে রাজ্যবাসীকে তৃণমূলমুখী করতে রাজ্য সরকার দুয়ারে দুয়ারে সরকার কর্মসূচি পালন করছে। অন্যদিকে তার পাল্টা হিসেবে বিজেপি পালন করছে আর নয় অন্যায় কর্মসূচি। এই কর্মসূচিতেই গ্রাম থেকে শহরে বাড়ি বাড়ি ঘুরতে দেখা যাচ্ছে শাসকদল তৃণমূল ও বিরোধী দল বিজেপির নেতা কর্মীদের। কিন্তু, এবারে আশ্চর্যজনক ভাবে তৃণমূলের দুয়ারে সরকার কর্মসূচির প্রচার করতে রামনগরে বিভিন্ন বাড়িতে যেতে দেখা গেল বিরোধীদলের নেতা ও পঞ্চায়েত সদস্যদের। যে ঘটনায় বিস্মিত হলেন অনেকে।

একেবারেই আলাদা রকম ছবি দেখা যাচ্ছে পূর্ব মেদিনীপুর জেলার রামনগর ১ ব্লকের তালগাছাড়ী ১ গ্রাম পঞ্চায়েতে। প্রসঙ্গত গত পঞ্চায়েত নির্বাচনে পূর্ব মেদিনীপুর জেলার ২২৩ টি গ্রাম পঞ্চায়েতের মধ্যে একমাত্র তালগাছাড়ী ১ গ্রাম পঞ্চায়েত বিজেপি অন্যান্য বিরোধী দলের প্রভাবে আসে। এই গ্রাম পঞ্চায়েতের বিজেপি ও নির্দল পঞ্চায়েত সদস্যরা নিজেদের বুথে সকলের বাড়ি গিয়ে দুয়ারে দুয়ারে সরকার কর্মসূচির প্রচার করছেন।

তালগাছাড়ী ১ গ্রাম পঞ্চায়েতের নহরিয়া বুথের সিপিএম পঞ্চায়েত সদস্য রাজকুমার ভূঁইয়া জানালেন যে, রাজ্য সরকারের নানা সুযোগ-সুবিধা পেতে পেতে গেলে তার আবেদনের জন্য ফর্ম পঞ্চায়েত অফিস থেকে সংগ্রহ করতে হয়। এই ফর্ম কবে দেওয়া হবে? সে ব্যাপারে নিজের এলাকার ভোটারদের জানাচ্ছেন তিনি।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

তালগাছাড়ী ১ গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত বাড় সোলেমানপুর গ্রামে অনেকের বাড়িতেই দুয়ারে দুয়ারে সরকার কর্মসূচির ফর্ম স্থানীয়ভাবে পৌঁছে দিচ্ছে স্থানীয় বিজেপি নেতৃত্ব ও বিজেপির পঞ্চায়েত সদস্যরা। বিজেপির পঞ্চায়েত সদস্য বাসুদেব তলা জানালেন যে, এলাকায় মাইকে করে এই কর্মসূচির প্রচার করা হচ্ছে। সাধারণ মানুষ যাতে কোনো প্রকল্প থেকে বঞ্চিত না হয়, সে জন্য সকলের সঙ্গে যোগাযোগ রেখে চলেছেন তাঁরা।

গত পঞ্চায়েত নির্বাচনে ১৩ জন সদস্য বিশিষ্ট তালগাছাড়ী ১ গ্রাম পঞ্চায়েতে তৃণমূল ৬ টি আসন পেয়েছিল, ৪ টি আসন পায় বিজেপি, ২ টি পায় নির্দল, ও ১ টি আসন পায় সিপিএম। কিছুদিন আগে রাজ্য সরকারের পক্ষ থেকে যখন দুয়ারে দুয়ারে সরকার কর্মসূচি গ্রহণ করা হয়েছিল। সেসময় এই কর্মসূচিকে যথেষ্টভাবে কটাক্ষ করেছিল রাজ্যের বিরোধী শিবির। এবার বিরোধী শিবির এই কর্মসূচির প্রচার করছে বলে, তা অনেকেই বিস্মিত করেছে।

এই প্রচারের ব্যাপারে নির্দল প্রার্থী হিসেবে জয়লাভ করা তালগাছাড়ী ১ গ্রাম পঞ্চায়েতের প্রধান তৃপ্তি পুষ্টি জানালেন যে, এই এলাকার সকলে যাতে রাজ্য সরকারের প্রকল্প গুলি ঠিকমত ভোগ করতে পারেন, তা দেখার মূল দায়িত্ব হল পঞ্চায়েত সদস্যদের। পঞ্চায়েত তার কাজ করছে। এর মধ্যে কোন রাজনীতি নেই। আবার বিজেপি সদস্যদের দুয়ারে সরকার কর্মসূচিতে অংশগ্রহণকে সমর্থন জানাল বিজেপির কাঁথি সাংগঠনিক জেলা নেতৃত্ব।

এ প্রসঙ্গে বিজেপির কাঁথি সাংগঠনিক জেলা সভাপতি অনুপ চক্রবর্তী জানান যে, রাজ্য সরকার যেসব প্রকল্পের কথা এই কর্মসূচিতে প্রচার করছে, তার সমস্ত প্রকল্পেই অর্থ দেয় কেন্দ্র। তাই সরকারের এই সব প্রকল্প নিয়ে পঞ্চায়েত সদস্যরা প্রশাসনিক দৃষ্টিভঙ্গি থেকে সাধারণ মানুষের কাছে পৌঁছাতেই পারেন। তিনি দাবি করেছেন, বিজেপি সাধারণ মানুষের উন্নয়ন চায়। তৃণমূল চায় প্রচার ও সরকারি প্রকল্প থেকে কাটমানি গ্রহণ। এভাবে তালগাছাড়ী ১ গ্রাম পঞ্চায়েতে ভোটের আগে দুয়ারে দুয়ারে সব দল।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!