এখন পড়ছেন
হোম > রাজ্য > উত্তরবঙ্গ > ভোট মিটতেই বিজেপিতে যোগ দেওয়ায় তিন প্রভাবশালী নেতানেত্রীর বিরুদ্ধে আইনি ব্যবস্থা তৃণমূলের!

ভোট মিটতেই বিজেপিতে যোগ দেওয়ায় তিন প্রভাবশালী নেতানেত্রীর বিরুদ্ধে আইনি ব্যবস্থা তৃণমূলের!


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – শেষ হলো একুশের মহাযুদ্ধ, জয়লাভ করলো তৃণমূল। ২০০টি আসনের লক্ষ্যমাত্রা রেখেও ১০০ টি আসনের গণ্ডিও পার করা সম্ভব হলো না বিজেপির। ক্ষমতায় আসার পর তৃণমূল ছেড়ে বিজেপিতে যাওয়া দলত্যাগী নেতা-নেত্রীদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপের সিদ্ধান্ত নিল রাজ্যের শাসক দল তৃণমূল। উত্তরবঙ্গের আলিপুরদুয়ার জেলায় তৃণমূলের তিন জেলা পরিষদ সদস্য মোহন শর্মা, পদ্মা রায়, পাশাং ডিকি শেরপা নির্বাচনের পূর্বে যোগদান করেছিলেন বিজেপিতে। এবার, এই তিন সদস্যের বিরুদ্ধে কঠোর আইনী পদক্ষেপ নিতে চলেছে রাজ্যের শাসক দল তৃণমূল।

গত পঞ্চায়েত নির্বাচনে আলিপুরদুয়ার জেলায় অভূতপূর্ব ফল লাভ করেছিল রাজ্যের শাসক দল তৃণমূল। আলিপুরদুয়ার পরিষদের ১৮ টি আসনের মধ্যে ১৭ টি আসনই তৃণমূলের দখলে চলে যায়, একটি থাকে বিজেপির দখলে। সভাধিপতি হয়েছিলেন শীলা দাস সরকার, সহকারি সভাধিপতি হয়েছিলেন মনোরঞ্জন দে, জেলা পরিষদের মেন্টর করা হয়েছিল মোহন শর্মাকে। তবে গতবছর করোনা আক্রান্ত হয়ে তৃণমূলের জনৈক জেলা পরিষদ সদস্যর মৃত্যু ঘটেছে। ফলে তৃণমূলের জেলা পরিষদ সদস্য সংখ্যা ১৭ থেকে কমে ১৬ তে দাঁড়ায়।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

এই ১৬ জন সদস্যের মধ্যে ৩ জন সদস্য মোহন শর্মা, পাশাং ডিকি শেরপা, পদ্মা রায় নির্বাচনের আগে তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদান করেছেন। নির্বাচনের পর দলের মধ্যে থেকে দাবি উঠেছে যে, দলত্যাগ বিরোধী আইনের দ্বারা এদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হোক। তাঁদের সদস্যপদ খারিজ করে দেয়া হোক। জেলা তৃণমূল নেতৃত্ব এই সিদ্ধান্ত নিয়েছে। এই তিন সদস্যের সদস্যপদ খারিজ করার অনুমতি নিতে দলের রাজ্য কমিটির কাছে সুপারিশ করতে চলেছে।

রাজ্য কমিটির অনুমোদন দেওয়ার পরেই এই তিন সদস্যের বিরুদ্ধে আইনি পদক্ষেপ গ্রহণ করার সিদ্ধান্ত নেয়া হয়েছে। এই তিন সদস্যের বিরুদ্ধে দলত্যাগ বিরোধী আইন ভঙ্গের অভিযোগ করা হয়েছে জেলা তৃণমূলের পক্ষ থেকে। এ প্রসঙ্গে আলিপুরদুয়ার জেলা তৃণমূল সভাপতি মৃদুল গোস্বামী জানিয়েছেন যে, নির্বাচনের আগে তাঁরা সংবাদপত্রে দেখেছেন, এই তিন সদস্য তৃণমূল ছেড়ে যোগদান করেছেন বিজেপিতে।

যার মাধ্যমে তাঁরা দলত্যাগ বিরোধী আইন ভঙ্গ করেছেন। তাই এই তিন সদস্যের সদস্যপদ খারিজ করতে আইনি পদক্ষেপ নেওয়ার পরিকল্পনা করেছে তৃণমূল। এ কাজ করতে গেলে রাজ্য কমিটির অনুমোদনের প্রয়োজন হবে। তাই দলের রাজ্য কমিটির কাছে আর্জি জানিয়েছেন তাঁরা।

তবে, তৃণমূলত্যাগী মোহন শর্মা এখনো পর্যন্ত এ বিষয়ে কোনো প্রতিক্রিয়া জানান নি। সাংবাদিকরা তাঁকে ফোন করে জিজ্ঞাসা করবার চেষ্টা করলেও, তিনি ফোন ধরেননি। তবে, এ প্রসঙ্গে জেলা পরিষদ সদস্য পদ্মা রায় জানিয়েছেন যে, তিনি এ বিষয়ে কোনো বক্তব্য রাখতে চান না। এ বিষয়ে সময়মতো বক্তব্য রাখবেন মোহন শর্মা। রাজনৈতিক বিশ্লেষকদের দাবি, তৃণমূলের এই পদক্ষেপ গেরুয়া শিবিরের সঙ্গে ঘাসফুল শিবিরের সংঘাতকে অনেকাংশে বাড়িয়ে দেবে।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!