এখন পড়ছেন
হোম > বিশেষ খবর > ভোটমুখী বাংলা কি এবার হতে চলেছে করোনামুখী? ২৪ ঘন্টায় রেকর্ড সংক্রমণে মাথায় হাত স্বাস্থ্য দপ্তরের

ভোটমুখী বাংলা কি এবার হতে চলেছে করোনামুখী? ২৪ ঘন্টায় রেকর্ড সংক্রমণে মাথায় হাত স্বাস্থ্য দপ্তরের


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – গত ২৪ ঘন্টায় রেকর্ড সংখ্যায় করোনা সংক্রমণ দেখা দিল। গত ২৪ ঘন্টায় পশ্চিমবঙ্গে ১২০০ জনেরও বেশি মানুষ করোনা আক্রান্ত হয়েছেন। গতকাল ছিল নন্দীগ্রামে হাইভোল্টেজ নির্বাচন। সকলের দৃষ্টি ছিল নির্বাচনের দিকে। একাধিক রোমহর্ষক পরিস্থিতিরও সৃষ্টি হয়েছিল নির্বাচনে। কিন্তু তার মধ্যেই সবার অলক্ষে তীব্র ভাবে ছড়িয়ে পড়ল মারণব্যাধি করোনা।

গত বুধবার রাজ্যের দৈনিক মোট করোনা আক্রান্তের সংখ্যা ছিল ৯৮২ জন। কিন্তু গত ২৪ ঘন্টায় করোনা আক্রান্ত হয়েছেন ১২৭৪ জন। গত ২৪ ঘন্টায় করোনায় মৃত্যু হয়েছে মোট ২ জন মানুষের। শুধু মাত্র কলকাতাতেই নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন ৩৯৯ জন, উত্তর ২৪ পরগনায় আক্রান্ত ৩৪৪ জন। করোনার সংক্রমণ বৃদ্ধির সঙ্গে সঙ্গে সুস্থতার হারও নিম্নমুখী হয়ে পড়েছে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

একদিনে এত সংখ্যক মানুষের করোনা সংক্রমণ, উদ্বেগ তীব্র করেছে স্বাস্থ্য দপ্তরের। নির্বাচনের পর সংক্রমণ আরো বাড়তে পারে বলে আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা। এই পরিস্থিতিতে রাজ্যের স্বাস্থ্যসচিব নারায়ণস্বরূপ নিগম এক বিশেষ মৌখিক নির্দেশ দিয়েছেন। তিনি জানিয়েছেন, এখন থেকে রাজ্যের সমস্ত মেডিকেল কলেজে করোনার চিকিৎসা চলবে। এখন থেকে রাজ্যের সমস্ত মেডিকেল কলেজে করোনা রোগীদের জন্য আলাদা ওয়ার্ড চালু করা হবে। সেইসঙ্গে বাড়ানো হচ্ছে করোনার টেস্টিং।

 

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!