এখন পড়ছেন
হোম > জাতীয় > ভোট-পরবর্তী হিংসা সহ একাধিক ইস্যুতে সরব দিলীপ ঘোষ, করলেন একাধিক বিস্ফোরক অভিযোগ

ভোট-পরবর্তী হিংসা সহ একাধিক ইস্যুতে সরব দিলীপ ঘোষ, করলেন একাধিক বিস্ফোরক অভিযোগ


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – রাজ্যের ভোট পরবর্তী হিংসা সহ একাধিক ইস্যু নিয়ে রাজ্য সরকারের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ করলেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। পূর্ব বর্ধমানে গিয়ে রাজ্যের শাসক দল তৃণমূলের বিরুদ্ধে একাধিক বিস্ফোরক অভিযোগ করলেন তিনি। বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ জানান, নির্বাচনের ফলাফলের পর থেকেই একাধিক জায়গায় বিজেপির নেতা, কর্মীদের উপর মারধর, হেনস্থা করা হচ্ছে। কিছুস্থানে বিজেপির নেতা, কর্মীরা ফিরে এসেছেন, কিন্তু অনেক স্থানেই ঘরছাড়া হয়েছেন বিজেপির বহু নেতা,কর্মী। তিনি অভিযোগ করেছেন, ভোট-পরবর্তী সন্ত্রাস বন্ধ করতে কোন রকম চেষ্টা করতে দেখা যাচ্ছে না মুখ্যমন্ত্রীকে।

সম্প্রতি, বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ও তাঁর ভাই সৌমেন্দু অধিকারীর নামে সরকারি ত্রাণের ত্রিপল চুরির অভিযোগে এফআইআর দায়ের করা হয়েছে। এ প্রসঙ্গে বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ জানান, যারা তৃণমূল ছেড়ে বিজেপিতে এসেছেন, তাঁদের বদনাম করা হচ্ছে। শীতলকুচির ঘটনা নিয়ে তৃণমূলের বিরুদ্ধে রাজনীতির অভিযোগ করলেন তিনি। তিনি জানালেন, নির্বাচন কমিশন ও কেন্দ্রীয় বাহিনীকে বদনাম করতে অফিসারদের এভাবে তলব করা হচ্ছে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

আবার, গতকাল চলতি বছরের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষা বাতিল বলে ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রীর এই ঘোষণা প্রসঙ্গে বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ জানান যে, এ বিষয়ে কেন্দ্রীয় সরকার আগেই সিদ্ধান্ত ঘোষণা করেছিল। কিন্তু সে সময়ে রাজ্য সরকার কারও সঙ্গে কোনো আলোচনা ছাড়াই পরীক্ষা নেওয়ার কথা জানিয়েছিল।

অন্যদিকে, দলের কেন্দ্রীয় নেতৃত্বের ডাকে গতকাল বিকেলে দিল্লি গিয়েছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। আজ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে বৈঠক করেছেন তিনি। বিজেপির সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডার সঙ্গেও তাঁর বৈঠক হওয়ার কথা। আবার আগামী কাল প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক হওয়ার কথা শোনা যাচ্ছে তাঁর।

আজ দিল্লি থেকে শুভেন্দু অধিকারী জানিয়েছেন যে, পশ্চিমবঙ্গ হলো ভারতের একটি প্রদেশ। ভারতীয় সংবিধান দ্বারা সকলে নিয়ন্ত্রিত। কোন একটি রাজ্য বা তার শাসকদল নিজের রাজ্যকে একটি স্বাধীন দেশ বা নিজেদেরকে রাজা বলে কখনোই মনে করতে পারেন না। এটি বেশিদিন চলতে দেওয়া যায় না। ভারতে কেন্দ্রীয় সরকার শক্তিশালী। পশ্চিমবঙ্গের শাসন ব্যবস্থা অত্যন্ত খারাপ। পশ্চিমবঙ্গের সরকার প্রধানমন্ত্রীকে মানেনা, প্রধানমন্ত্রীকে অপমান করে। তিনি আরো জানিয়েছেন, যারা এ কাজ করছেন তাঁদের সামনে বিপদ আছে।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!