এখন পড়ছেন
হোম > রাজ্য > বর্ধমান > ভোটার তালিকা নিয়ে অভিযোগে জেরবার কমিশন? জল্পনা বাড়িয়ে এবার নিতে চলেছে নজিরবিহীন পদক্ষেপ?

ভোটার তালিকা নিয়ে অভিযোগে জেরবার কমিশন? জল্পনা বাড়িয়ে এবার নিতে চলেছে নজিরবিহীন পদক্ষেপ?


আপনাদের সুবিধার্থে খবরের শেষে বিধানসভা ২০২১ উপলক্ষে আমাদের করা সর্বশেষ সমীক্ষার প্রতিটির লিঙ্ক দেওয়া আছে।

আপনার মতামত জানান -

প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট –  সামনেই আছে রাজ্যের বিধানসভা নির্বাচন। নির্বাচন উপলক্ষে জোরকদমে শুরু হল ভোটার তালিকা সংশোধনের কাজ। ভোটার তালিকায় গলদ থাকলে, তার প্রতিবাদে মুখরিত হয় বিভিন্ন রাজনৈতিক দল। এদিকে আগামী বিধানসভা নির্বাচনের হতে চলেছে জোরদার প্রতিদ্বন্দ্বীতা। এই আবহে ভোটার তালিকা নিয়ে যাতে কোনরকম বিতর্ক না তৈরি হয় সে বিষয়ে বিশেষ উদ্যোগী হলো প্রশাসন। এদিকে, ভোটার তালিকা নিয়ে বারবার নানা অভিযোগ ওঠায় বিপাকে পড়তে হয়েছে নির্বাচন কমিশনকে।

এবার থেকে যতদিন ভোটার তালিকা সংশোধন চলবে ততদিন প্রতি বৃহস্পতিবার দুপুর তিনটায় সর্বদল বৈঠকের সিদ্ধান্ত নেয়া হলো। গত, ১৮ ই নভেম্বর থেকে শুরু হয়ে ১৫ ই ডিসেম্বর পর্যন্ত ভোটার তালিকা সংশোধনের কাজ চলবে। গতকাল পশ্চিম বর্ধমানে ভোটার তালিকা সংশোধন নিয়ে সর্বদল বৈঠকের আয়োজন করা হলো। নির্বাচনের দায়িত্বে থাকা জেলার উচ্চপদস্থ আধিকারিকরা এই বিশেষ উদ্যোগ নিলেন।

এদিকে, ভোটার তালিকা নিয়ে বিভিন্ন রাজনৈতিক দলের বিভিন্ন অভিযোগ আছে। আবার, ভোটার তালিকা নিয়ে যদি সর্বদল বৈঠক না ডাকা হয় তবে বহু রাজনৈতিক দলের বহু অভিযোগ প্রশাসনের শীর্ষস্তরে পৌঁছাতে পারে না। যা নিয়ে পরবর্তীতে ব্যাপক উত্তেজনা ছড়ায়। এই সমস্ত উত্তেজনা রুখতে বিশেষ উদ্যোগ নেওয়া হলো। জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে যে, এই বৈঠকে সমস্ত রাজনৈতিক দলের কাছ থেকে তাদের অভিযোগ শোনা হবে, তাদের মতামত জানা হবে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

আবার, এর সঙ্গেই জেলার কতজন বাসিন্দা কি কি ফর্মের জন্য আবেদন করেছেন, তার তথ্য জানানো হবে। এ প্রসঙ্গে পশ্চিম বর্ধমানের অতিরিক্ত জেলাশাসক(নির্বাচন) অভিজিৎ শেভালে জানালেন, ” আমরা ত্রুটিমুক্ত ভোটার তালিকা প্রস্তুত করতে বধ্যপরিকর। প্রতি সপ্তাহের বৃহস্পতিবার দুপুরে সর্বদল বৈঠক করা হচ্ছে। যাতে রাজনৈতিক দলগুলির কোনও অভিযোগ বা মতামত থাকলে দ্রুত পদক্ষেপ নেওয়া যায়। ”

এদিকে আগামী বিধানসভা নির্বাচনে রাজ্যজুড়ে হাড্ডাহাড্ডি লড়াই হতে চলেছে। সম্প্রতি বিহারের নির্বাচনে জয়লাভ, বিজেপির আত্মবিশ্বাসকে বহুগুণে বাড়িয়ে দিয়েছে। আগামী বিধানসভা নির্বাচনের নিরিখে কেন্দ্রীয় বিজেপি নেতারা ইতিমধ্যেই রাজ্যে আসতে শুরু করেছেন। স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, বিজেপির সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডা বঙ্গ সফর করে গেছেন। এদিকে বাম কংগ্রেসের সঙ্গে জোটবদ্ধ হয়ে নির্বাচনে লড়াইয়ের সিদ্ধান্ত নিয়েছে। এদিকে রাজ্যের ক্ষমতা ধরে রাখতে সমস্ত শক্তি নিয়ে ঝাঁপিয়ে পড়েছে রাজ্যের শাসক দল তৃণমূল। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জেলা সফর করতে শুরু করেছেন।

এই পরিস্থিতিতে ভোটার তালিকায় যদি কোন গলদ, অভিযোগ থেকে যায়? তা নিয়ে যথেষ্ট বিপাকে পড়তে হবে প্রশাসনকে। এ কারণে বিশেষ প্রস্তুতি শুরু হল। এইজন্যই প্রতি সপ্তাহের সমস্ত দলের নেতাদের নিয়ে বৈঠক করবেন অতিরিক্ত জেলা শাসক ও ওসি ইলেকশন বুদ্ধদেব পান প্রমুখরা। শাসক, বিরোধী দলের সমস্ত অভিযোগকে গুরুত্ব দিয়েছেন শুনছেন তারা। এদিকে গতকাল প্রশাসনের তথ্য অনুযায়ী ১৮ থেকে ৩০ সে নভেম্বর পর্যন্ত নতুন নাম তুলতে (ফর্ম ৬) আবেদন করেছেন ৯৬৯২ জন, নাম সংশোধনের (ফর্ম ৮) জন্য আবেদন করেছেন ৫৩৫৯ জন, নাম বাদ দেওয়ার জন্য‌(ফর্ম ৭) আবেদন করেছেন ৩২৬ জন। একই বিধানসভা এলাকায় পোলিং স্টেশন বদলের(ফর্ম ৮ এ) আবেদন ৯২১ জন করেছেন।

আপনার মতামত জানান -

গতকাল বিভিন্ন দলের বিভিন্ন নেতারা তাদের অভিযোগের কথা জানালেন। সিপিএম নেতা মনোজ দত্ত জানিয়েছেন যে, ৮০ বছরের বেশি বয়সের ভোটারদের ব্যালটে ভোট বাধ্যতামূলক না করতে। তিনি প্রশ্ন করেছেন, শংসাপত্র না থাকলে কি বাড়িতে বসে ভোট দিতে পারবেন না প্রতিবন্ধীরা। প্রশাসন জানায়, প্রতিবন্ধীদের জন্য শংসাপত্র দেয়া হবে ক্যাম্প থেকে।

কংগ্রেসের জেলা সভাপতি দেবেশ চক্রবর্তী জানিয়েছেন যে, অনেকের বয়েসের ভুল আছে। ৮০ বছরের বেশি বয়স্ক ভোটারদের বয়স সংশোধন করতে যদি বুথে যেতে হয়, তাহলে বাড়িতে বসে পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট দেওয়ার সুবিধা অর্থহীন হয়ে পড়ে। অনেকে অভিযোগ করেছেন যে, ঠিক সময় মতো কাজে আসছেন না বিএলওরা। অন্যদিকে তৃণমূল নেতা রবিউল ইসলাম জানিয়েছেন যে, শাসকদল প্রশাসনকে সমস্তরকম সহযোগিতা করার প্রতিশ্রুতি দিয়েছে। এভাবে গতকালের বৈঠকে একাধিক অভিযোগ উঠে এলো।

একনজরে দেখে নিন আমাদের সর্বশেষ বিধানসভা ২০২১ ওপিনিয়ন পোল –

# মুর্শিদাবাদ জেলার ওপিনিয়ন পোল – দ্বিতীয় পর্ব – 

# মুর্শিদাবাদ জেলার ওপিনিয়ন পোল – প্রথম পর্ব – 

# মালদহ জেলার ওপিনিয়ন পোল –

# দক্ষিণ দিনাজপুর জেলার ওপিনিয়ন পোল –

# উত্তর দিনাজপুরে জেলার ওপিনিয়ন পোল –

# জলপাইগুড়ি ও কালিম্পঙ জেলার ওপিনিয়ন পোল –

# আলিপুরদুয়ার ও দার্জিলিং জেলার ওপিনিয়ন পোল –

# কুচবিহার জেলার ওপিনিয়ন পোল –

আপনার মতামত জানান -
আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!