এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > ভোটারদের মন পেতে দূর্গা-ছট পুজোয় বাড়ি বাড়ি ঘুরে মিষ্টি-শাড়ির প্যাকেট বিলি শুরু তৃণমূলের

ভোটারদের মন পেতে দূর্গা-ছট পুজোয় বাড়ি বাড়ি ঘুরে মিষ্টি-শাড়ির প্যাকেট বিলি শুরু তৃণমূলের


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – আগামী ২০২১ এর বিধানসভা নির্বাচনটি রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসের পক্ষে একটি সম্মানের লড়াই হয়ে দাঁড়িয়েছে। গত ২০১৬ সালের বিধানসভা নির্বাচনের মতো আগামী বছরের বিধানসভা নির্বাচন যে ততটা সহজ সাধ্য হবে না এটা অস্বীকার করার কোন উপায় নেই শাসকদল তৃণমূলের পক্ষে। আগামী নির্বাচনের লক্ষ্যে দলের জনসংযোগ বাড়াতে বিভিন্ন রকম প্রচেষ্টা গ্রহণ করতে দেখা যাচ্ছে শাসকদল তৃণমূলকে। এবার দলের জনসংযোগ বাড়াতে এক বিচিত্র কর্মসূচি গ্রহণ করতে দেখা গেল পশ্চিম বর্ধমান জেলা তৃণমূল নেতৃত্বকে।

পশ্চিম বর্ধমান জেলার পাণ্ডবেশ্বর বিধানসভায় এলাকাবাসীকে বিজয়ার শুভেচ্ছা জানাতে এই বিধানসভার প্রায় ৬০ হাজার বাড়িতে নাড়ু ও শোনপাপড়ির প্যাকেট নিয়ে উপস্থিত হচ্ছেন তৃণমূল কর্মীরা। গতকাল বৃহস্পতিবার দুর্গাপুর-ফরিদপুর ব্লকের ইছাপুর গ্রামের গড়াইপাড়ায় বাসিন্দাদের হাতে মিষ্টির প্যাকেট তুলে দিয়ে সর্বপ্রথম এই কর্মসূচির সূচনা করলেন তৃণমূল বিধায়ক তথা পশ্চিম বর্ধমান জেলা তৃণমূল সভাপতি জিতেন্দ্র তিওয়ারি। বিরোধীদের বক্তব্য, তৃণমূলের এই কর্মসূচির পুরোটাই রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত।

গতকাল বৃহস্পতিবার থেকে বিজয়ার শুভেচ্ছা জানাতে দুর্গাপুর-ফরিদপুর ব্লক ও পাণ্ডবেশ্বর ব্লকের মোট ৩০০০০ করে বাড়িতে পৌঁছানোর কর্মসূচি গ্রহণ করল তৃণমূল। এই মিষ্টি বিলির কাজটি করবেন বুথ স্তরের তৃণমূল কর্মীরা। এ কাজের উদ্দেশ্যে বুথ স্তরের তৃণমূল কর্মীদের কয়েকটি দলে ভাগ করে কাজে লাগানো হয়েছে। প্রতিদিন প্রতিটি দল ৫০০ – ৬০০ টি করে বাড়িতে গিয়ে এই মিষ্টির প্যাকেট বিলি করবে বলে নির্দেশ দেওয়া হয়েছে। আবার, এর সঙ্গে সঙ্গেই দুর্গাপূজা থেকে শুরু করে ছট পূজা পর্যন্ত ৬০০০০ শাড়ী বিতরনেরও কর্মসূচী গ্রহণ করেছেন বিধায়ক ও জেলা সভাপতি জিতেন্দ্র তিওয়ারি। এমনটাই তৃণমূল সূত্র থেকে জানা যাচ্ছে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

বিজয়ের শুভেচ্ছা জ্ঞাপনের এই কর্মসূচি প্রসঙ্গে জেলা তৃণমূল সভাপতি জিতেন্দ্র তিওয়ারি জানিয়েছেন যে, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে বিধানসভা এলাকায় জনগণের হাতে মিষ্টির প্যাকেট তুলে দিয়ে বিজয়ার শুভেচ্ছা জানানোর কাজ শুরু হলো। তবে, তৃণমূলের স্থানীয় নেতাকর্মীদের একাংশ জানালেন যে, আগামী ২০২১ এর বিধানসভা নির্বাচনের আগে জনসংযোগ বাড়াতেই এমন কর্মসূচি গ্রহণ করা হয়েছে তৃণমূলের পক্ষ থেকে। তৃণমূলের এই কর্মসূচিকে বিভিন্ন ভাবে কটাক্ষ করেছে বিরোধী শিবির।

তৃণমূলের এই কর্মসূচি প্রসঙ্গে পশ্চিম বর্ধমান জেলার বিজেপি সভাপতির লক্ষ্মণ ঘোড়ুই জানিয়েছেন যে, এভাবে শাড়ি ও মিষ্টি বিতরণ করেও মানুষের মন পাবে না তৃণমূল। অন্যদিকে, সিপিএমের জেলা সম্পাদক মন্ডলীর সদস্য পঙ্কজ রায় সরকার এ বিষয়ে প্রশ্ন করেছেন যে, এভাবে শাড়ি ও মিষ্টি বিতরনের টাকা কোথা থেকে তৃণমূল?

গতকাল বৃহস্পতিবার থেকে আরম্ভ হল তৃণমূলের এই কর্মসূচি। গতকাল বিধায়ক ও জেলা সভাপতি জিতেন্দ্র তিওয়ারির সঙ্গে উপস্থিত ছিলেন জেলা পরিষদের কর্মাধ্যক্ষ সেইসঙ্গে ব্লক তৃণমূল সভাপতি সুজিত মুখোপাধ্যায়। গতকাল বিরোধীদের প্রশ্নের জবাবে সুজিত মুখোপাধ্যায় জানালেন যে, তৃণমূল দলের কর্মীরা এই আর্থিক সহযোগিতা দিয়ে এই কর্মসূচির উদ্যোগ গ্রহণ করেছেন। এই কর্মসূচিতে দলের কর্মীরা সমস্ত বাড়ি গিয়ে প্রবীনদের প্রণাম করবেন ও বিজয়ার শুভেচ্ছা জ্ঞাপন করবেন বিধায়কের পক্ষ থেকে ও তাদের হাতে মিষ্টির প্যাকেট তুলে দেবেন। এভাবেই আগামী বিধানসভা নির্বাচনের পূর্বে দলের জনসংযোগ তথা গণভিত্তি বাড়াতে, ভোটারদের মন পেতে বিশেষ পরিকল্পনা জেলা তৃণমূল নেতৃত্বের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!