এখন পড়ছেন
হোম > জাতীয় > ভোটের মাঝেই মুখ্য নির্বাচন কমিশনার বদল, তীব্র জল্পনা রাজনীতি মহলে

ভোটের মাঝেই মুখ্য নির্বাচন কমিশনার বদল, তীব্র জল্পনা রাজনীতি মহলে


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – আগামী বিধানসভা নির্বাচন শেষ হওয়ার পূর্বেই বদল হচ্ছেন মুখ্য নির্বাচন কমিশনার। গতকাল মুখ্য নির্বাচন কমিশনার সুনীল অরোরা পশ্চিমবঙ্গ সহ ৫ রাজ্যের বিধানসভা নির্বাচনের দিনক্ষণ ঘোষণা করেছেন। কিন্তু, রাজ্যগুলির নির্বাচনের ফলাফল ঘোষণা তিনি আর করতে পারবেন না। কারণ, তার পূর্বেই তিনি অবসর নিতে চলেছেন। নির্বাচনের মাঝপথেই আগামী ১৩ ই এপ্রিল তিনি অবসর নিতে চলেছেন। তাঁর স্থলে আসার সম্ভাবনা নির্বাচন কমিশনার সুশীল চন্দ্রর।

এভাবে এবার একটি নজিরবিহীন ঘটনার সাক্ষী হতে চলেছে দেশ। কারণ, সাধারণত ভোট ঘোষণা ও ভোট ফলাফলের দিন আনুষ্ঠানিকভাবে সাংবাদিক সম্মেলন করে ফলাফল ঘোষণা করে থাকেন মুখ্য নির্বাচন কমিশনার। কিন্তু, এবার তার বদল দেখা যাচ্ছে। প্রসঙ্গত, গতকালই মুখ্য নির্বাচন কমিশনার হিসেবে তাঁর শেষ সাংবাদিক বৈঠকে যোগদান করেছিলেন মুখ্য নির্বাচন কমিশনার সুনীল অরোরা। এভাবে নির্বাচনের মধ্যেই মুখ্য নির্বাচন কমিশনার অবসর নিলে, নির্বাচনে কোনো সমস্যা আসতে পারে কি? এমন প্রশ্ন উঠেছে নানা মহল থেকে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

তবে, এ প্রসঙ্গে নির্বাচন কমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে যে, মুখ্য নির্বাচন কমিশনার সুনীল অরোরা যে অবসর নিতে চলেছেন, সে বিষয়টি মাথায় রেখেই সমস্ত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। সমস্ত প্রস্তুতি নেয়া হয়েছে। এর ফলে নির্বাচনে কোনো সমস্যা হবার সম্ভাবনা নেই। নির্বাচনের ধারাবাহিকতায় কোন ছেদ পড়বে না।

বর্তমান নির্বাচন কমিশনার সুশীল চন্দ্রকে মুখ্য নির্বাচন কমিশনারের দায়িত্ব দেবার সম্ভাবনা রয়েছে। প্রসঙ্গত, ১৯৮০ সালের ক্যাডার, ইন্ডিয়ান রেভিনিউ সার্ভিসের অফিসার হলেন বর্তমান নির্বাচন কমিশনার সুশীল চন্দ্র। তবে আগামী বছরই তিনি অবসর নিতে চলেছেন। এবার তাঁরই আগামী বিধানসভা নির্বাচনের ফলাফলের আনুষ্ঠানিক ভাবে ঘোষণার সম্ভাবনা আছে।

 

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!