এখন পড়ছেন
হোম > রাজ্য > উত্তরবঙ্গ > ভোটের মুখে উদ্ধার বিপুল পরিমাণ মাদক সহ নগদ অর্থ, চাঞ্চল্য এলাকাজুড়ে

ভোটের মুখে উদ্ধার বিপুল পরিমাণ মাদক সহ নগদ অর্থ, চাঞ্চল্য এলাকাজুড়ে


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – নির্বাচনের প্রাক্কালে একদিকে যেমন নানা স্থান থেকে বারবার বোমা, বন্দুক, বারুদ উদ্ধার করছে পুলিশ। তেমনি মাদক কারবারিরাও বারবার ধরা পড়ছে পুলিশের জালে। গতকাল রাতে শিলিগুড়ি থেকে এক মাদক পাচারকারীকে পুলিশ গ্রেফতার করেছে। বিপুল পরিমান মাদক ছাড়াও, তার কাছে পাওয়া গেছে নগদ অর্থ।

গোপন সূত্রে খবর পেয়ে গতকাল রাতে শিলিগুড়ি মহকুমার ফাঁসিদেওয়া ব্লকের বিধান নগর বাজারে পুলিশের তল্লাশি চলে। গতকাল বিধান নগর থানার পুলিশ সন্দেহজনক এক ব্যক্তির বাড়িতে হঠাৎ উপস্থিত হয়। পুলিশের অভিযানে বিপুল পরিমাণে ব্রাউন সুগার উদ্ধার হয়েছে। সন্দেহজনক এই ব্যক্তিকে পুলিশ গ্রেপ্তার করেছে।

বিধান নগর পুলিশের হাতে গতকাল রাতে গ্রেফতার হয়েছে মহম্মদ আজিজুল রহমান নামে এক ব্যক্তি। পুলিশ সূত্রের খবর, ধৃত আজিজুলের বাড়ি শেরশাহি কালিয়াচক। এই সন্দেহভাজন বেশ কিছু সময় ধরে বিধান নগর বাজার এলাকায় এক বাড়ি ভাড়া নিয়েছিল। তবে, তার সম্পর্কে এলাকার মানুষের কাছে বিশেষ কোনো খবর নেই। গতকাল তার কাছ থেকে ৫০০ গ্রাম ব্রাউন সুগার পুলিশ উদ্ধার করেছে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

যার বাজার মূল্য ২৫ লক্ষ টাকারও বেশি। এছাড়া তার কাছ থেকে নগদ ১০ হাজার টাকা, ৫০০ টাকা ছাড়াও বেশকিছু নথিপত্র পুলিশের হাতে এসেছে।এই ব্যক্তি কোথায় মাদকের কারবার করত? এই বিপুল পরিমাণ মাদক কোথা থেকে তার কাছে এসেছিল? কোথায় এই মাদক নিয়ে যাবার পরিকল্পনা ছিল? এ বিষয়গুলি জানবার চেষ্টা করছে পুলিশ। এই কারবারে তার সঙ্গে আরো কোন ব্যক্তি জড়িত আছে কিনা? তারও তদন্ত করছে পুলিশ। আজ শিলিগুড়ি মহকুমা আদালতে তাকে তোলা হবে বলে, পুলিশ সূত্রের খবর।

আবার, গত শনিবার রাতে শিলিগুড়ির মাটিগাড়া থানা এলাকা থেকে বিপুল পরিমাণ মাদক পুলিশ উদ্ধার করেছে। গোপন সূত্রে খবর পেয়ে সেদিন মাটিগাড়া থানার পুলিশ অভিযান চালায় পালপাড়া এলাকাতে। দুজন সন্দেহভাজনের কথা পুলিশের খবরে ছিল। অভিযানে এই দুজনকেই ধরতে পেরেছে পুলিশ। সেদিন ধৃত মুর্শিদাবাদ জেলার ফারাক্কার বাসিন্দা নেজাউল শেখ, শাহজাহান শেখ বেশ কিছুটা সময় ধরে মাদকের কারবারের সঙ্গে যুক্ত ছিল। তাদের কাছ থেকে ৫০ লক্ষ টাকারও বেশি মূল্যের ব্রাউন সুগার পুলিশ উদ্ধার করেছে। জানা গেছে, পাল পাড়া এলাকায় তারা এই মাদক বিক্রির জন্য এসেছিল।

 

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!