এখন পড়ছেন
হোম > রাজনীতি > “ভোটের নামে কুড়ি থেকে ত্রিশ কোটি টাকা তুলেছো!” এবার ‘ভাইপোর’ বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ!

“ভোটের নামে কুড়ি থেকে ত্রিশ কোটি টাকা তুলেছো!” এবার ‘ভাইপোর’ বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ!


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – ফুরফুরা শরীফের পীরজাদা আব্বাস সিদ্দিকী শাসক দল তৃণমূলের বিরুদ্ধে কার্যত যুদ্ধ ঘোষণা করেছেন। গতকাল মঙ্গলবার শাসকদল তৃণমূলের বিরুদ্ধে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন তিনি। আবার গতকালই তিনি ঘোষণা করেছেন যে, আর কিছুদিনের মধ্যেই একটি নতুন রাজনৈতিক দল তিনি ঘোষণা করবেন। এই আবহে গতকাল ভাঙ্গরে আয়োজিত এক ধর্মীয় জলসায় ভাইপো আব্বাস সিদ্দিকীর বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করলেন ফুরফুরা শরীফের পীরজাদা ত্বহা সিদ্দিকী। পরোক্ষভাবে আব্বাস সিদ্দিকীর প্রতি তার মন্তব্য, “ভোটের নামে কুড়ি থেকে ত্রিশ কোটি টাকা তুলেছো!” যা শুনে, অনেকে মনে করছেন যে, আব্বাস সিদ্দিকীকে রোখার জন্য ত্বহা সিদ্দিকীকে ব্যবহার করতে শুরু করলো রাজ্যের শাসক দল তৃণমূল।

গতকাল আব্বাস সিদ্দিকী নতুন দল গড়ার ঘোষণা করেছেন। তিনি নিজের রাজনৈতিক প্রভাব ক্রমশ বাড়াচ্ছেন। তারপর গতকালই তার শক্ত ঘাঁটি ভাঙ্গরে ত্বহা সিদ্দিকী তাঁর বিরুদ্ধে তীব্র ক্ষোভ প্রকাশ করলেন। আবার গতকাল ফুরফুরা শরীফের আব্বাস সিদ্দিকীর সঙ্গে দেখা করেছিলেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী ও বিধানসভার বিরোধী দলনেতা আব্দুল মান্নান প্রমুখরা। গতকাল আব্বাস সিদ্দিকীর উদ্দেশ্যে ত্বহা সিদ্দিকীকে বলতে শোনা গেল, ” তুমি মাঠে ফুটবল খেলতে নামলে অন্য দলের ফুটবলাররা ফাউল করবে। তখন তুমি পিরের বংশধর বলে চিৎকার করবে, তা হবে না। রাজনীতি করতে নামলে তোমাকে এ সব সহ্য করতে হবে।’’

প্রসঙ্গত শাসকদল তৃণমূল সংখ্যালঘুদের কোনো উন্নতি করেনি, তাদের স্রেফ রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার করেছে। এমন অভিযোগ শাসকদলের বিরুদ্ধে বারবার এনেছেন আব্বাস সিদ্দিকী। অনেকে অভিযোগ করেছেন, সংখ্যালঘু ভোট ভাগ করে তিনি বিজেপিকে সাহায্য করছেন। যদিও আব্বাস সিদ্দিকী এই অভিযোগ অস্বীকার করেছেন। গতকাল ভাইপো আব্বাস সিদ্দিকীর বিরুদ্ধে ত্বহা সিদ্দিকী যেভাবে কথা বললেন, তা শুনে অনেকে মনে করছেন যে, এবার আব্বাস সিদ্দিকীকে ব্যবহার করছে তৃণমূল। গতকাল ধর্মীয় জলসাতে ত্বহা সিদ্দিকী জানালেন যে, আগামী বিধানসভা নির্বাচনে তৃণমূল সরকার আবার ক্ষমতায় আসবে। যদিও তিনি এটাও বলেছেন যে, তিনি তৃণমূলের দালালী করতে আসেননি।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

প্রসঙ্গত গতকাল হুগলির ফুরফুরা শরীফে আব্বাস সিদ্দিকীর সঙ্গে দেখা করেছিলেন অধীর চৌধুরী ও আবদুল মান্নান। তাঁদের মধ্যে বৈঠকও হয়েছিল। এ প্রসঙ্গে অধীর চৌধুরীর বক্তব্য, ফুরফুরা শরীফ রাজ্যের সমস্ত ধর্মের মানুষের কাছে ধর্মনিরপেক্ষতার পীঠস্থান। এমন একটি তীর্থস্থানের যাঁরা পরিচালক, তাঁদের কাছে বাংলার মানুষের জন্য তিনি আশীর্বাদ চাইতে গিয়েছিলেন। তবে এ প্রসঙ্গে আব্বাস সিদ্দিকীর বক্তব্য, তাঁদের এই সাক্ষাৎ মূলত সৌজন্যমূলক সাক্ষাৎ ছিল। সমস্ত রাজনৈতিক দলের নেতারাই এখানে আসেন, তিনিও এসেছেন। এ প্রসঙ্গে তিনি আরো জানান যে, আগামী ডিসেম্বরে তিনি রাজনৈতিক দল ঘোষণা করতে চলেছেন। কংগ্রেস, সিপিএম, তৃণমূল সহ সমস্ত দলকে তিনি বিজেপির বিরুদ্ধে লড়াই করার জন্য পাশে চাইছেন।

প্রসঙ্গত, আগামী বিধানসভা নির্বাচনে রাজ্যের মোট ৪৪ টি আসনের প্রার্থী দেওয়ার কথা ঘোষণা করেছেন আব্বাস সিদ্দিকী। সম্প্রতি তিনি ভাঙ্গর, ক্যানিং পূর্ব বিধানসভা এলাকাসহ বিভিন্ন স্থানে ধর্মীয় জলসা করছেন ও তার মধ্যদিয়েই রাজনৈতিক প্রচার করছেন। এরমধ্যে তাঁর অনুগামীদের সঙ্গে তৃণমূল সদস্যদের সংঘর্ষ বেধে যায়। আব্বাস সিদ্দিকী গতকাল শাসকদল তৃণমূলের বিরুদ্ধে একাধিক ক্ষোভ প্রকাশ করে যখন নতুন দল গড়ার কথা বলছিলেন। সেই সময় ভাঙ্গরের ধর্মীয় জলসা থেকে তাঁকে তীব্র ভাষায় আক্রমণ করলেন ত্বহা সিদ্দিকী। রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন আব্বাস সিদ্দিকীকে রোধ করার জন্য ত্বহা সিদ্দিকীকে কাজে লাগাচ্ছে শাসকদল তৃণমূল।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!