এখন পড়ছেন
হোম > জাতীয় > ভয় ধরাচ্ছে ডেল্টা প্লাস, আনলক পর্ব পিছিয়ে আবার জারি হলো বিধি নিষেধ

ভয় ধরাচ্ছে ডেল্টা প্লাস, আনলক পর্ব পিছিয়ে আবার জারি হলো বিধি নিষেধ


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – বিশেষজ্ঞ, চিকিৎসকদের দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়াচ্ছে করোনার নতুন স্টেইন ডেল্টা প্লাস। একাধিক রাজ্যের ডেল্টা প্লাস এর সন্ধান পাওয়া গেছে। এই অবস্থায় ৮টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে মাইক্রো কনটেনমেন্ট জোন করার নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় সরকার। যেখানে কঠোর বিধি-নিষেধ আরোপ করা হবে ও করোনা পরীক্ষা, টিকাকরণ দ্রুত চালানো হবে। আবার মহারাষ্ট্রের বেশকিছু জেলায় পাওয়া গেছে ডেল্টা প্লাস। রাজ্যের এক বৃদ্ধার মৃত্যু ঘটেছে ডেল্টা প্লাস সংক্রমণে। তাই, সংক্রমণ কমে এলেও মহারাষ্ট্রে আনলক পর্বের পরিবর্তে আবার নতুন করে বিধিনিষেধ জারি করা হলো।

সম্প্রতি, মহারাষ্ট্রের মুখ্যসচিব সীতারাম কুন্তে জানিয়েছেন যে, ভৌগলিক অবস্থান অনুযায়ী করোনা যেভাবে তার চরিত্র বদল করছে, তাতে সংক্রমণ ও রোগ প্রতিরোধ ক্ষমতা লোপ পাওয়ার সম্ভাবনা রয়েছে। এ কারণে সাপ্তাহিক সংক্রমণের হার কম থাকলেও, হাসপাতালে বেডের অভাব না থাকলেও পরবর্তী নির্দেশ না আসা পর্যন্ত ত্রিস্তর বিধি নিষেধ জারি থাকবে। সমস্ত জেলাকে ত্রিস্তরীয় বিধিনিষেধ কার্যকর করার ব্যাপারে নির্দেশ দেওয়া হয়েছে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

মহারাষ্ট্র সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে যে, রাজ্যের রেস্তোরাঁ, শরীরচর্চার কেন্দ্রগুলি, স্পা, স্যালো বিকেল ৪ টা পর্যন্ত খোলা রাখা যাবে। তবে, সেখানে ৫০ শতাংশ গ্রাহক প্রবেশ করতে পারবেন। বেসরকারি দপ্তরগুলো ৫০% কর্মী নিয়ে কাজ করতে পারবে। বিয়ে, শ্রাদ্ধের অনুষ্ঠানে ৫০ জনের বেশি অতিথি আসতে পারবেন না। শপিংমল, সিনেমাহল বন্ধ রাখা হবে।

এদিকে, গতকাল কেন্দ্রীয় স্বাস্থ্য সচিব রাজেশ ভূষণ জানিয়েছেন যে, সম্প্রতি তামিলনাড়ু, রাজস্থান, কর্ণাটক, পাঞ্জাব, অন্ধপ্রদেশ, গুজরাট, হরিয়ানা সরকারকে ও জম্মু-কাশ্মীর প্রশাসনকে চিঠি দিয়ে মাইক্রো কনটেইনমেন্ট জোন কার্যকর করার নির্দেশ দেয়া হয়েছে। এই রাজ্যগুলোর যে সমস্ত জেলায় ডেল্টা প্লাস ভেরিয়েন্ট পাওয়া গেছে, সেগুলোর উপর অধিক পরিমাণে গুরুত্ব দেয়া হবে। এই রাজ্যগুলিতে জনসমাগম নিষিদ্ধ করতে হবে, টিকা করন প্রক্রিয়াতে গতি আনতে হবে, বাড়াতে হবে করোনার পরীক্ষা।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!