এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > ভয় জাগাচ্ছে করোনা, বন্ধ হল কলকাতার স্বনামধন্য ধর্মীয় প্রতিষ্ঠানের দরজা

ভয় জাগাচ্ছে করোনা, বন্ধ হল কলকাতার স্বনামধন্য ধর্মীয় প্রতিষ্ঠানের দরজা


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – করোনার দ্বিতীয় ঢেউয়ে দেশের সঙ্গে সঙ্গে রাজ্যেও ক্রমশ টালমাটাল পরিস্থিতির সৃষ্টি হচ্ছে। গত ২৪ ঘণ্টায় প্রায় ১০ হাজার মানুষ করোনা আক্রান্ত হয়েছেন। এই পরিস্থিতিতে আগামীকাল থেকে বেলুড় মঠে দর্শক ও ভক্তদের প্রবেশ বন্ধ করে দেয়া হলো। যতদিন না রাজ্যের করোনা পরিস্থিতির উন্নতি ঘটবে, ততদিন বন্ধ থাকবে বেলুড় মঠের দরজা।

প্রসঙ্গত, প্রায় এক বছর ধরে ভক্ত ও দর্শকের জন্য বন্ধ ছিল বেলুড় মঠের দরজা। মঠে নিয়ম মেনে পূজা পার্বণ হলেও, সাধারণ মানুষের প্রবেশে নিষেধাজ্ঞা জারি করা হয়েছিল। গত বছর লকডাউন জারির সময় থেকেই বেলুড় মঠ বন্ধ রাখা হয় দীর্ঘসময় ধরে। দুর্গাপূজার সময়ও বেলুড়মঠে সাধারণ মানুষকে প্রবেশ করতে দেয়া হয়নি। দীর্ঘ সময় বন্ধ থাকার পর চলতি বছরের ফেব্রুয়ারী মাসে বেলুড়মঠে প্রবেশের অনুমতি দেয়া হয় সাধারণ মানুষকে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

তবে, বেশ কিছু বিধিনিষেধ জারি করে বেলুড়মঠে জনগণকে প্রবেশের অনুমতি দেয়া হয়েছিল। মঠের একাধিক মন্দিরে স্যানিটাইজার টানেল বসানো হয়েছিল। মানুষের সংখ্যা বেঁধে দেয়া হয়েছিল। যেভাবে হোক জনসমাগম রোখার চেষ্টা করা হয়েছিল। প্রবেশের সময় বেঁধে দেয়া হয়েছিল সকাল সাড়ে আটটা থেকে বেলা এগারোটা পর্যন্ত ও দুপুর সাড়ে তিনটে থেকে বিকেল পাঁচটা পর্যন্ত।

তবে, করোনা সংক্রমনের কারণে বেশ কিছু ধর্মীয় বিষয় বা রীতি বন্ধ রাখা হয়েছিল। যার মধ্যে ছিল প্রসাদ বিতরণ, আরতি দর্শন, ধ্যানের মত বিষয়গুলি। কিন্তু করোনা সংক্রমণ আবার তীব্র আকার ধারণ করায় আগামীকাল থেকে বন্ধ হয়ে যাচ্ছে বেলুড় মঠের দরজা। এমনই কঠোর সিদ্ধান্ত নিয়েছে মঠ কর্তৃপক্ষ। যতদিন না রাজ্যের করোনা পরিস্থিতি স্বাভাবিক হবে, ততদিন পর্যন্ত বন্ধ থাকবে বেলুড় মঠের দরজা।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!