এখন পড়ছেন
হোম > জাতীয় > ভয়াবহ দেশের করোনা পরিস্থিতি! একদিনে ফের রেকর্ড সংখ্যক সংক্রমণ

ভয়াবহ দেশের করোনা পরিস্থিতি! একদিনে ফের রেকর্ড সংখ্যক সংক্রমণ


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – করোনার দ্বিতীয় ঢেউ আছড়ে পড়ার পর থেকেই, দেশের সার্বিক করোনা পরিস্থিতি ক্রমশ যেন নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে। গত এক সপ্তাহ থেকে প্রতিদিন লক্ষাধিক মানুষ নতুন করে করোনা আক্রান্ত হচ্ছেন। গত ২৪ ঘন্টায় ভয়াবহভাবে বৃদ্ধি পেয়েছে করোনা সংক্রমণ। গত ২৪ ঘন্টায় দেশের প্রায় ১ লক্ষ ৬৯ হাজার মানুষ করোনা আক্রান্ত হলেন। গত ২৪ ঘণ্টায় ৯০০ এরও বেশি মানুষের মৃত্যু হয়েছে করোনাতে। তুলনায়, দৈনিক সুস্থতার সংখ্যা হ্রাস পেয়েছে। যা যথেষ্ট উদ্বেগজনক।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের তথ্য অনুযায়ী গত ২৪ ঘন্টায় করোনা আক্রান্ত হলেন ১ লক্ষ ৬৮ হাজার ৯১২ জন। অন্যদিকে গত ২৪ ঘন্টায় করোনায় মৃত্যু ঘটেছে দেশের মোট ৯০৪ জন মানুষের। গত ২৪ ঘন্টায় করোনা মুক্ত হয়েছেন ৭৫ হাজার মানুষ। সম্প্রতি দেশের মোট করোনা আক্রান্ত ১ কোটি ৩৫ লক্ষ ২৭ হাজার ৭১৭ জন। যাদের মধ্যে করোনা মুক্ত হয়েছেন ১ কোটি ২১ লক্ষ ৫৬ হাজার ৫২৯ জন। সম্প্রতি দেশে করোনা আক্রান্ত হয়ে চিকিৎসাধীন ১২ লক্ষ ১ হাজার ৯ জন। করোনায় মৃত্যু হয়েছে ১ লক্ষ ৭০ হাজার ১৭৯ জন মানুষের।

মহারাষ্ট্রের পরিস্থিতি সবচেয়ে উদ্বেগজনক অবস্থায় পৌঁছে গেছে। গত ২৪ ঘন্টায় মহারাষ্ট্রে করোনা আক্রান্ত হয়েছেন ৬৩ হাজার ২৯৪ জন। অন্যদিকে, গত ২৪ ঘন্টায় মহারাষ্ট্রে করোনায় মৃত্যু ঘটেছে ৩৪৯ জন মানুষের। মহারাষ্ট্রের সমস্ত বড় বড় শহরে উদ্বেগজনক ভাবে বাড়ছে করোনা সংক্রমণ। এই পরিস্থিতিতে মহারাষ্ট্রে পূর্ণ লকডাউন জারির সম্ভাবনা বাড়ছে। আগামী ১৪ ই এপ্রিল লকডাউন জারির ব্যাপারে সিদ্ধান্ত নিতে চলেছেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী উদ্ভব ঠাকরে। তবে, ইতিমধ্যে মহারাষ্ট্রে নাইট কারফিউ জারি হয়েছে। শনি-রবিবার চলছে লকডাউন।

 

 

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!