এখন পড়ছেন
হোম > জাতীয় > ভয়াবহ করোনা, মোদীর “মন কি বাত” নিয়ে কটাক্ষ মমতার!

ভয়াবহ করোনা, মোদীর “মন কি বাত” নিয়ে কটাক্ষ মমতার!


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – যুযুধান দু’পক্ষের মধ্যে লড়াই লেগেই রয়েছে। বাংলায় যখন নির্বাচন চলছে, তখন সেই নির্বাচনে অন্যতম ইস্যু হয়ে দাঁড়িয়েছে করোনা ভাইরাস। ভয়াবহ এই ভাইরাসের দ্বিতীয় ঢেউ বর্তমানে ভারতবর্ষে আছড়ে পড়েছে। স্বাভাবিক ভাবেই বাংলা তার থেকে বাদ যায়নি। নির্বাচন চলার কারণে দিনকে দিন বাড়তে শুরু করেছে করোনা ভাইরাসের প্রকোপ। আর এই পরিস্থিতিতে বারবার কেন্দ্রের বিরুদ্ধে সরব হতে দেখা যাচ্ছে তৃণমূল নেত্রী তথা বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে।

বিভিন্ন রাজনৈতিক সভা, সমিতি থেকে কেন্দ্রের গা ঢিলেমি মনোভাবের জন্যই ভারতবর্ষে আবার করোনা ভাইরাস বৃদ্ধি পেয়েছে বলে অভিযোগ করেছেন তিনি। পাল্টা কেন্দ্রের পক্ষ থেকে যুক্তি দিয়ে তৃণমূল নেত্রীর সেই অভিযোগ খণ্ডন করা হচ্ছে। ইতিমধ্যেই রাজ্যকে বঞ্চনা করা হচ্ছে বলে অভিযোগ তুলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তবে রবিবার “মন কি বাত” অনুষ্ঠান থেকে সেই অভিযোগ সম্পূর্ণরূপে খারিজ করে দিয়েছেন প্রধানমন্ত্রী।

যেখানে সমস্ত রাজ্যকে করোনা ভাইরাস প্রতিরোধে এবং ভ্যাকসিন ব্যবহার করতে সর্বতোভাবে সাহায্য করা হচ্ছে বলে জানিয়ে দিয়েছে তিনি। তবে সপ্তম দফার নির্বাচন উপলক্ষে ভার্চুয়ালি বক্তব্য রাখতে গিয়ে নরেন্দ্র মোদির সেই “মন কি বাত” অনুষ্ঠান নিয়ে কড়া ভাষায় কটাক্ষ ছুড়ে দিলেন তৃণমূল নেত্রী তথা বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

সূত্রের খবর, করোনা পরিস্থিতির কারণে রবিবার মুর্শিদাবাদে ভার্চুয়াল বৈঠক করেন মমতা বন্দ্যোপাধ্যায়। আর সেখানেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর “মন কি বাত” অনুষ্ঠান নিয়ে কটাক্ষ করেন তিনি। তৃণমূল নেত্রী বলেন, “চারিদিকে অক্সিজেন নেই। এদিকে মোদী মন কি বাত করে চলেছেন। ওনার মনের কথা কে শুনতে চায়?” স্বাভাবিক ভাবেই নরেন্দ্র মোদী “মন কি বাত” অনুষ্ঠান থেকে যখন করোনা ভাইরাস নিয়ে বক্তব্য দিচ্ছেন, তখন মমতা বন্দ্যোপাধ্যায়ের সেই অনুষ্ঠান নিয়ে পাল্টা কটাক্ষ প্রধানমন্ত্রীকে কিছুটা হলেও চাপের মুখে ফেলে দিল বলেই মনে করছেন বিশেষজ্ঞরা।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

এক্ষেত্রে নির্বাচনী ময়দানে বারবার প্রধানমন্ত্রীর উদ্দেশে বাংলার পরিবর্তনের পক্ষে সওয়াল করেছেন। পাল্টা করোনা ভাইরাস যখন বৃদ্ধি পাচ্ছে, তখন কেন বাংলার দিকে নজর দেওয়া হচ্ছে না, তা নিয়ে প্রশ্ন তুলে দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। আর এবার করোনা ভাইরাস বৃদ্ধির সময় প্রধানমন্ত্রীর মনোভাব নিয়ে প্রশ্ন তুলে পাল্টা নরেন্দ্র মোদীকে অস্বস্তিতে ফেলে দিতে দেখা গেল তৃণমূল নেত্রীকে।

পর্যবেক্ষকরা বলছেন, বাংলায় “বহিরাগত” আসার কারণেই করোনা ভাইরাস বৃদ্ধি পাচ্ছে বলে কিছুদিন আগে সোচ্চার হয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। এক্ষেত্রে তিনি নিজের বক্তব্যের মধ্যে দিয়ে বুঝিয়ে দিতে চেয়েছিলেন, বিজেপির নেতারা রাজ্যে আসার কারণেই বাংলায় ভাইরাস বৃদ্ধি পাচ্ছে। আর এবার সরাসরি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে কাঠগড়ায় দাঁড় করালেন তিনি।

যেখানে মানুষের অস্বস্তি এবং চিন্তা যখন ভাইরাসকে নিয়ে বাড়ছে, তখন প্রধানমন্ত্রী “মন কি বাত” করছেন বলে তাকে আক্রমণ ছুড়ে দিলেন বাংলার মুখ্যমন্ত্রী। স্বাভাবিক ভাবেই বিধানসভা নির্বাচনের সপ্তম দফার আগে প্রধানমন্ত্রীকে কটাক্ষ করে মমতা বন্দ্যোপাধ্যায়ের এই আক্রমণ রাজনৈতিকভাবে যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলেই মনে করছেন বিশেষজ্ঞরা। সব মিলিয়ে গোটা পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়ায়, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!