এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > ভুয়ো ভ্যাকসিন কাণ্ডে শুভেন্দু অধিকারীর পদক্ষেপে কি অসন্তুষ্ট তৃণমূল? নবান্নের বিশেষ নির্দেশে বাড়ছে জল্পনা

ভুয়ো ভ্যাকসিন কাণ্ডে শুভেন্দু অধিকারীর পদক্ষেপে কি অসন্তুষ্ট তৃণমূল? নবান্নের বিশেষ নির্দেশে বাড়ছে জল্পনা


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – তৃতীয়বারের জন্য তৃণমূল সরকার গঠনের পর সরকারের অস্বস্তি বাড়িয়ে দিয়েছে ভুয়ো ভ্যাকসিন কান্ড। এই কাণ্ডের মূল অভিযুক্ত দেবাঞ্জন দেবের সঙ্গে তৃণমূলের একাধিক নেতা-মন্ত্রীর ছবি অস্বস্তি বহুগুণে বাড়িয়ে দিয়েছে। এই ঘটনা নিয়ে প্রবলভাবে সরব হয়ে উঠেছে বিজেপি। বিজেপির তৎপরতা চাপের মুখে ঠেলে দিচ্ছে তৃণমূলকে, এমনটাই মনে করছেন একাধিক রাজনৈতিক বিশ্লেষক। গত শুক্রবার এই ঘটনার বিরুদ্ধে প্রতিবাদ জানাতে স্বাস্থ্যভবনে এসেছিলেন শুভেন্দু অধিকারী। সেদিন তিনি স্বাস্থ্য সচিব নারায়ণ স্বরূপ নিগমের সঙ্গে সাক্ষাৎ করেন। তাঁর এই পদক্ষেপে ক্ষুব্ধ হয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

গত শুক্রবার ভ্যাকসিন কান্ডের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে বিজেপির বেশকিছু বিধায়ককে সঙ্গে নিয়ে স্বাস্থ্য ভবনে গিয়েছিলেন শুভেন্দু অধিকারী। বিরোধী দলনেতার এই পদক্ষেপ মুখ্যমন্ত্রী তথা রাজ্যের শাসক দল তৃণমূলকে খুব্ধ করেছে। তৃণমূলের অভিযোগ, বিরোধী দলের পক্ষ থেকে স্মারকলিপি জমা দেওয়া বা কোনো প্রতিবাদ জানানো কোন অস্বাভাবিক ব্যাপার নয়, কিন্তু তার একটা শিষ্টাচার থাকা উচিত। কিন্তু যা করেছেন শুভেন্দু অধিকারী, তা সমস্ত কিছুর উর্ধে চলে গেছে। নবান্নে না জানিয়েই তিনি এই পদক্ষেপ নিয়েছেন। যদিও এ ব্যাপারে এখনও স্বাস্থ্যসচিব এখনো পর্যন্ত তেমন কোন বক্তব্য রাখেন নি। তবে, নবান্নের পক্ষ থেকে স্বাস্থ্য ভবনের সমস্ত নিরাপত্তা কর্মীদের কঠোর নির্দেশ দেওয়া হয়েছে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

সেদিন কেন কাউকে না জানিয়ে শুভেন্দু অধিকারী গিয়েছিলেন স্বাস্থ্য ভবনে? এর কারণ হিসেবে অনেকে মনে করছেন, তাঁর এই পদক্ষেপের দ্বারা শুভেন্দু অধিকারী স্পষ্ট বোঝাতে চাইছেন যে, বিরোধী দলনেতা হিসেবে তিনি দুর্বল নন। বিরোধী দলনেতা হিসেবে কঠোর ভূমিকা তিনি পালন করবেন। সেদিন স্বাস্থ্য ভবন থেকে বেরিয়ে আসার পর তিনি জানিয়েছিলেন যে, কলকাতার আশেপাশের বিধায়কদের খবর দিয়েছিলেন তিনি স্বাস্থ্য ভবন যাবার জন্য। নবান্নে না জানিয়ে তিনি স্বাস্থ্য ভবনে গিয়েছিলেন, যদি জানাতেন তাহলে স্বাস্থ্যসচিব পালিয়ে যেতেন। তিনি জানতেন, সেদিন নবান্নে তেমন কিছু ছিল না, তাই স্বাস্থ্য সচিব থাকবেন স্বাস্থ্য ভবনে।

অন্যদিকে, ভুয়ো ভ্যাকসিন কাণ্ডে গতকাল প্রতিবাদ জানাল কংগ্রেস নেতৃত্ব। ভুয়ো ভ্যাকসিন কাণ্ডে হাইকোর্টের কর্মরত কোন বিচারপতিকে দিয়ে বিচার বিভাগীয় তদন্তের দাবি জানানো হয়েছে কংগ্রেসের পক্ষ থেকে। গতকাল কংগ্রেসের পক্ষ থেকে কসবা থানায় এফআইআর দায়ের করার পদক্ষেপ নেয়া হয়েছিল, কিন্তু পুলিশ তা গ্রহণ করেনি। এরপর থানার সামনে প্রদেশ কংগ্রেস নেতা আশুতোষ চট্টোপাধ্যায়, দক্ষিণ কলকাতা জেলা কংগ্রেস সভাপতি প্রদীপ প্রসাদের নেতৃত্বে বিক্ষোভ দেখালেন দলের নেতাকর্মীরা। আজ কসবা থানার সামনে বিক্ষোভ দেখবেন বাম নেতৃত্ব।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!