এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > ভুবনেশ্বরের উদ্দেশ্যে রওনা পার্থ, সফলতার আশায় কেন্দ্রীয় সংস্থা!

ভুবনেশ্বরের উদ্দেশ্যে রওনা পার্থ, সফলতার আশায় কেন্দ্রীয় সংস্থা!


প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট- ব্যাঙ্কশাল আদালতের নির্দেশে এসএসকেএমে ভর্তি ছিলেন পার্থ চট্টোপাধ্যায়। কিন্তু তিনি শারীরিকভাবে সুস্থ রয়েছেন বলে প্রথম থেকেই দাবি করতে দেখা গিয়েছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকদের। অবশেষে তারা এর বিরুদ্ধে মামলা করে। আর সেই মামলার পরিপ্রেক্ষিতেই আদালতের পক্ষ থেকে নির্দেশ দেওয়া হয়, এসএসকেএম নয়, ভুবনেশ্বরের এইমসে চিকিৎসা করানো হবে পার্থ চট্টোপাধ্যায়ের। আর সেই মতো করেই আজ এসএসকেএম হাসপাতাল থেকে তাকে বের করা হয়। যেখানে এয়ার অ্যাম্বুলেন্সের মধ্য দিয়ে পার্থ চট্টোপাধ্যায়কে নিয়ে যাওয়া হচ্ছে ভুবনেশ্বরে।

সূত্রের খবর, আজ সকাল সাড়ে সাতটায় পার্থ চট্টোপাধ্যায়কে এসএসকেএম থেকে হুইল চেয়ার করে বের করা হয়। আর তারপরেই তাকে এয়ার অ্যাম্বুলেন্সে বসানো হয়। যেখানে সোজা তাকে ভুবনেশ্বরে যাওয়ার জন্য বিমানবন্দরে নিয়ে যাওয়া হবে। ইতিমধ্যেই গোটা বিষয়ে ইডি আধিকারিকরা অবশ্য তাদের সফলতার আভাস পেতে শুরু করেছেন। তাদের বক্তব্য ছিল, যাতে হেফাজতে রেখে পার্থ চট্টোপাধ্যায়কে সমস্ত জিজ্ঞাসাবাদ করা যায়। কিন্তু এসএসকেএমে থাকার কারণে তা সম্ভব হয়নি।

তাই এবার ভুবনেশ্বরের এইমসে পার্থ চট্টোপাধ্যায়ের শারীরিক পরীক্ষা নিরীক্ষা করালেই সঠিক তথ্য বেরিয়ে আসবে এবং তাতে ইডি আধিকারিকদের কাজটা অনেকটা সহজ হবে বলেই মনে করছেন একাংশ‌‌। সব মিলিয়ে ভুবনেশ্বরের এইমস পার্থ চট্টোপাধ্যায়ের শারীরিক সুস্থতার ব্যাপারে কি রিপোর্ট দেয়, সেদিকেই নজর থাকবে সকলের‌।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!