এখন পড়ছেন
হোম > অন্যান্য > অবশেষে নিজের ভুল বুঝতে পারল চীন! আর তাই ভারতকে কি ফিরিয়ে দিল তারা?

অবশেষে নিজের ভুল বুঝতে পারল চীন! আর তাই ভারতকে কি ফিরিয়ে দিল তারা?


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট- চীনের সঙ্গে ভারতের কিছু মাস ধরে বিরোধ লেগেই রয়েছে। সেই নিয়ে এ দেশের পরিস্থিতি কম উত্তাল হয়নি। কোথাও চীনা দ্রব্য বর্জনের ডাক, আবার কোথাও প্রধানমন্ত্রীর ডাকে হয়েছে চিনা অ্যাপ এর বিরুদ্ধে ডিজিটাল স্ট্রাইক। সব কিছু সামলেও ভারতীয় সেনা বারবার চীনের অস্থিরতাকে মেনে নেওয়ার চেষ্টা করেছে। কিন্তু সেইসঙ্গে জবাব দিতেও তারা ছাড়েনি। ইতিমধ্যেই ভারত ও চীনের প্রতিরক্ষা মন্ত্রীদের বৈঠক চলছিল মস্কোতে। কিন্তু সেই সময়ে হঠাৎ করে এক চাঞ্চল্যকর খবরে পরিস্থিতি আবারও উত্তাল হয়।

জানা যায়, চীন সীমান্তের অন্তর্গত এলাকায় অরুণাচলের ৫ গ্রামবাসী নিখোঁজ হয়েছে। তবে এর কারণ স্বরূপ চীনের বিরুদ্ধেই সেই ঘটনার দায়ভার চাপায় নিখোঁজ যুবকদের পরিবার। যদি সে সময় চীন এই অভিযোগ অস্বীকার করে। এরপর জানা যায় হটলাইনে ভারতীয় সেনার মেসেজের জবাবে চীনের পিপলস লিবারেশন আর্মি তাদের ভুল স্বীকার করে নিয়েছে। এবং এরপর তাঁরা নিজেদের ভুল শুধরে নেয়ার অঙ্গীকার করেছে।

[content_block id=39107

আর সেই ঘটনার সূত্র ধরে, সম্প্রতি জানা গেছে ১২ দিন পর সেই নিখোঁজ যুবকরাই ফিরে এসেছে তাদের নিজেদের গ্রামে। এদিন ভারতীয় সেনাবাহিনীর সূত্রের তরফে জানানো হয়েছে এই খবর। প্রথমে নিজেদের ভুল স্বীকার করতে না চাইলেও পরে এই ৫ জন গ্রামবাসীকে ফিরিয়ে দিয়েছে পিপলস লিবারেশন আর্মি। বস্তুত বর্ডার পেরিয়ে অরুণাচলের ভারতের সেনাবাহিনীর একটি প্রতিনিধি দল আর তাদের সঙ্গে এই যুবকরা ফিরে এসেছে বলে জানা গেছে।

এদিন সকালে কেন্দ্রীয় মন্ত্রী কিরন রিজিজু সোশ্যাল মিডিয়ায় টুইট করে এই খবরটি জানিয়েছেন। সেইসঙ্গে এদিনের ভোরের আলো ফোটার সঙ্গে সঙ্গে নিখোঁজ যুবকদের পরিবারের মানুষের জীবনেও আলো ফিরে এসেছে। খবর নিয়ে জানা গেছে এরা প্রত্যেকেই অরুণাচলের বাসিন্দা এবং শিকারি। এলাকার আপান সুবানসিরি প্রকৃত নিয়ন্ত্রণ রেখার (LAC) কাছ থেকে এরা হারিয়ে যান। সেসময় কারণ হিসেবে ভুল করে সীমান্ত পেরিয়ে ফেলেছিলেন বলেই বিবৃতি দিয়েছিল ভারতীয় সেনা। তবে এই পাঁচজনকে চিনেই পাওয়া গিয়েছে বলে গত ৮ই সেপ্টেম্বর স্বীকার করে নেয় চিন। আর তাদেরই প্রত্যাবর্তন ঘটেছে।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!