এখন পড়ছেন
হোম > বিশেষ খবর > ভুয়ো আইএএস, ভুয়ো আইপিএসের পর এবার পুলিসের জালে ভুয়ো সাংবাদিক, শোরগোল এলাকাজুড়ে

ভুয়ো আইএএস, ভুয়ো আইপিএসের পর এবার পুলিসের জালে ভুয়ো সাংবাদিক, শোরগোল এলাকাজুড়ে


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – ভুয়োর তান্ডবে প্রাণ ওষ্ঠাগত পুলিশ ও প্রশাসনের। ভুয়ো ভ্যাকসিন কাণ্ডে ভুয়ো আইএএস অফিসার দেবাঞ্জন দেবের ধরা পড়ার পর থেকেই একের পর এক ভুয়ো ব্যক্তি ধরা পড়তে শুরু করেছে। কখনো ভুয়ো আইএস কখনো, ভুয়ো আইপিএস অফিসার, ভুয়ো মানবাধিকার কমিশনের আধিকারিক, ভুয়ো পুলিশ, এমনকি ভুয়ো ডাক্তার পর্যন্ত পাওয়া গেছে। এবার এই তালিকায় যুক্ত হলো ভুয়ো সাংবাদিক।

সম্প্রতি, পশ্চিম মেদিনীপুরের খড়্গপুরে রাহুল দাস নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে খরগপুর টাউন থানার পুলিশ। নিজেকে ভুয়ো সাংবাদিক বলে পরিচয় দিয়ে একটি সর্বভারতীয় বৈদ্যুতিন সংবাদমাধ্যমের লোগো ব্যবহার করে, বুম ব্যবহার করে বহু মানুষকে আর্থিক প্রতারণা করেছে এই ব্যক্তি। চাকরি দেওয়ার নাম করে যেমন বহু মানুষের কাছ থেকে অর্থ আত্মসাৎ করেছে, তেমনি নিজেকে সাংবাদিক বলে হুমকি দিয়েও অর্থ আত্মসাৎ করেছে। একের পর এক প্রতারণার সঙ্গে জড়িত ছিল এই ব্যক্তি।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

বহু মানুষকে প্রতারণা করেছে রাহুল দাস। খড়্গপুর সহ গোটা পশ্চিম মেদিনীপুর জুড়েই ছিল তার দাপাদাপি। তার বিরুদ্ধে একেরপর এক অভিযোগ রয়েছে। সম্প্রতি একটি সর্বভারতীয় বৈদ্যুতিন সংবাদমাধ্যম তার বিরুদ্ধে পুলিশের দ্বারস্থ হয়। তার বিরুদ্ধে প্রতারণা ও জালিয়াতির মামলা করা হয়েছে। এরপর পুলিশ তাকে গ্রেপ্তার করেছে। গ্রেফতারের সময় তার কাছে পাওয়া গেছে একটি মোটর বাইক। যা বাজেয়াপ্ত করেছে পুলিশ। এছাড়া বৈদ্যুতিক সংবাদমাধ্যমের লোগো, বুম সহ বেশ কিছু সামগ্রী ও নানা সরঞ্জাম পাওয়া গেছে।

গ্রেফতার করার পর আদালতে তোলা হয়েছিল তাকে। কিছু দিন তাকে পুলিশের হেফাজতে রাখা হবে বলে, জানা গেছে। রাহুল দাসের বাড়ি ঘাটাল থানার আরগড়া এলাকায়। নিজেকে ভুয়ো সাংবাদিক বলে পরিচয় দিয়ে আর্থিক প্রতারণা করা ছিল তার পেশা। বহু মানুষ তার কাছে প্রতারিত হয়েছেন। একের পর এক অনৈতিক কাজকর্মের অভিযোগ রয়েছে রাহুল দাসের বিরুদ্ধে।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!