এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > ভূতের খেলা শুরু হয়েছে তৃণমূলের অন্দরে, ফেসবুক পোস্টে বিস্ফোরক তৃণমূল নেতা!

ভূতের খেলা শুরু হয়েছে তৃণমূলের অন্দরে, ফেসবুক পোস্টে বিস্ফোরক তৃণমূল নেতা!

প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – সম্প্রতি পুরুলিয়া পুরসভার প্রশাসকমণ্ডলীতে বেশ কিছু রদবদল করা হলো। গত মঙ্গলবার এই পুরসভার প্রশাসক সামিমদাদ খানকে অপসারিত করে প্রাক্তন তৃণমূল সাংসদ মৃগাঙ্ক মাহাতোকে পুরুলিয়া পুরসভার প্রশাসক করা হয়েছে। গত শুক্রবার পুরুলিয়ায় বিদায়ী পুরপ্রশাসক সামিমদাদ খান ক্ষুব্ধ হয়ে এ বিষয়ে একটি ফেসবুক পোস্ট করেছেন। এই ফেসবুক পোস্টে তিনি জানিয়েছেন যে, অকস্মাৎ কেন পুরসভায় এই রদবদল ঘটানো হলো? তা নিয়ে প্রশ্ন করছেন অনেকেই। কিন্তু এর কোনো উত্তর জানা নেই তাঁর কাছে। এ প্রসঙ্গে তিনি লিখলেন, ” সবাই একই কথা বলছে, আমি কিছু জানি না। তা হলে কি ভূতের খেলা শুরু হয়েছে আমাদের পার্টিতে? ” কিন্তু তাঁর বক্তব্য, এর যদি উত্তর না পাওয়া যায়, তবে মানুষের বিশ্বাসটাই নষ্ট হয়ে যাবে। সেই সাথে দলের জন্য যারা নিজেদের জীবন উৎসর্গ করছেন, তারাও এর পর এ বিষয়ে চিন্তা করবেন।

প্রসঙ্গত রাজ্যেরপুর ও নগরোন্নয়ন দফতরের পক্ষ থেকে পুরুলিয়ার পুরসভার প্রশাসক সামিমদাদ খানকে অপসারিত করে মৃগাঙ্ক মাহাতোকে সে পদে আনা হয়েছে। মঙ্গলবার এই বিষয়টি পুরুলিয়া পুরসভাকে জানায় রাজ্যের পুর ও নগরোন্নয়ন দফতর। এর সঙ্গে সঙ্গেই পুরপ্রশাসকমণ্ডলীর তিনজন সদস্যকে অপসারিত করে নতুন সদস্য আনা হয়েছে। এই প্রসঙ্গে বিদায়ী পুরপ্রশাসক সামিমদাদ খান জানালেন যে, সেদিন তিনি পুরসভায় কাজ করছিলেন। সেদিন বিকেলে রাজ্যের পুর ও নগরোন্নয়ন দফতরের পক্ষ থেকে এ বিষয়ে একটি মেইল আসে। যেখানে জানানো হয়েছে যে, তাঁকে অপসারিত করা হয়েছে। এই মেইল আসার ৫ মিনিট আগেও এ বিষয়ে তিনি কিছুই জানতেন না। অন্যদিকে পুর প্রশাসকের দায়িত্ব পাওয়ার পর প্রাক্তন তৃণমূল সাংসদ মৃগাঙ্ক মাহাতো জানালেন যে, এই বিষয়টিও তিনি হঠাৎ করেই জানতে পেরেছেন।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

অন্যদিকে তৃণমূল নেতা সামিমদাদ খান হলেন পুরুলিয়া জেলা তৃণমূলের অন্যতম সংখ্যালঘু মুখ। তিনি জেলা কমিটির সহ-সভাপতি। পুর বোর্ডের মেয়াদ শেষ হবার আগে তিনি ছিলেন পুর প্রধান। মেয়াদ শেষ হলে তাঁকে পুর প্রশাসকের দায়িত্ব দেওয়া হয়। তাঁর ঘনিষ্ঠ এক তৃণমূল নেতা জানালেন যে, গত ২০১৯ এর লোকসভা নির্বাচনে পুরুলিয়া শহরের ২৩ টি ওয়ার্ডের মধ্যে ৩টি ওয়ার্ডে তৃণমূল এগিয়ে গিয়েছিল। এর মধ্যে একটি হলো সামিমদাদ খানের ২২ নম্বর ওয়ার্ড। তাঁর সময়ে পুরসভা অনেক কাজ-কর্মও করেছে। অন্যদিকে, তাঁর ফেসবুক পোস্ট সম্পর্কে সামিমদাদ খান জানালেন, ” ঘটনার আকস্মিকতায় আমি আহত। কীসের ভিত্তিতে এই সিদ্ধান্ত, জেলা নেতৃত্বের কাছে জনে-জনে জানতে চেয়েছি। এটুকু জানার অধিকার আমার রয়েছে বলেই মনে করি। কিন্তু সবাই আমাকে জানিয়েছেন, তাঁরা কিছুই জানেন না। তাই ফেসবুকে লিখেছিলাম।’’

পুরুলিয়া পুরসভার প্রশাসক মন্ডলীর রদবদল নিয়ে একাধিক প্রশ্ন উঠতে শুরু করেছে। সামিমদাদ খানের অপসারণ সহ প্রশাসক মন্ডলীতে নতুন তিন সদস্যকে আনা নিয়েও নানা প্রশ্ন উঠেছে। এ প্রসঙ্গে পুরুলিয়া জেলা তৃণমূল কমিটির সাধারণ সম্পাদক বিমান সরকার জানালেন যে, প্রশাসকমণ্ডলীর মধ্যে এমন একজনকে আনা হয়েছে, যিনি পুরসভার ঠিকাদারি কাজের সঙ্গে যুক্ত আছেন। এদিকে সামনে নির্বাচন, অনেক কর্মী পুরসভার এই রদবদল নিয়ে এবং যাদের আনা হলো তাদের নিয়ে প্রশ্ন তুলেছেন। এ কারণে তাঁরা জেলা নেতৃত্বের কাছে বিষয়টি জানতে চেয়েছেন। কেন এই রদবদল করা হলো? সে বিষয়টি জানার অধিকার আছে দলের কর্মীদের। অন্যদিকে এ প্রসঙ্গে তৃণমূলের জেলা সভাপতি গুরুপদ টুডু জানালেন যে, পুরপ্রশাসকমণ্ডলীতে রদবদলকে নিয়ে দলের বেশ কিছু কর্মী অনেক প্রশ্ন তুলেছেন। এই বিষয়টি তাঁরা রাজ্যকে জানিয়েছেন।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!