এখন পড়ছেন
হোম > রাজ্য > বর্ধমান > ভুয়ো হিসেব দেখিয়ে সরকারি অর্থ আত্মসাৎ, একাধিক সমবায় সমিতির বিরুদ্ধে কঠোর পদক্ষেপ সরকারের

ভুয়ো হিসেব দেখিয়ে সরকারি অর্থ আত্মসাৎ, একাধিক সমবায় সমিতির বিরুদ্ধে কঠোর পদক্ষেপ সরকারের


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – কৃষকদের কাছ থেকে সহায়ক মূল্যে ধান কেনায় ব্যাপক অসঙ্গতির অভিযোগ উঠেছে পূর্ব বর্ধমান জেলার ছটি সমবায় সমিতির বিরুদ্ধে। এই সমবায় সমিতিগুলি কাটোয়া ও কালনা মহকুমার অন্তর্গত। অভিযোগ উঠেছে, কৃষকদের থেকে ধান না কিনে, চালকলের কাছ থেকে নেওয়া ভুয়ো হিসেব দেখিয়ে রাজ্য সরকারের কাছ থেকে অর্থ আত্মসাৎ করেছে এই ছটি সমবায় সমিতি। এদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে প্রশাসন। সরকারের কাছে মিথ্যা তথ্য দেয়ার অভিযোগে এই ছয় সমিতির একাধিক পদাধিকারীকে গ্রেপ্তার পর্যন্ত করতে পারে পুলিশ।

প্রসঙ্গত, রাজ্যের কৃষকদের কাছ থেকে সরকারি সহায়ক মূল্যে ধান কেনার ব্যবস্থা করা হয়েছে সরকারের পক্ষ থেকে। এই উদ্দেশ্যে সমবায় সমিতি, খাদ্য দপ্তর, চালকল কর্তৃপক্ষের সঙ্গে চুক্তির পর সরাসরি কৃষকদের কাছ থেকে সমবায় সমিতিগুলিকে ধান কেনার নির্দেশ দেয়া হয়েছে। একাধিক এজেন্সির দাড়াও এ কাজ করে থাকে সমবায় সমিতি। সমবায় সমিতির সদস্যরা সরাসরি কৃষকদের কাছ থেকে সহায়ক মূল্য ধান কিনে নেন। কৃষকের ধানের মূল্য মিটিয়ে নেবার পর সরকারের কাছে সমস্ত ধান ও তার হিসেব দেওয়া হয়। সেই হিসেব অনুযায়ী সরকার টাকা মিটিয়ে থাকে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

এই পরিস্থিতি পূর্ব বর্ধমান জেলার ছটি সমবায় সমিতির বিরুদ্ধে অভিযোগ উঠেছে যে,কৃষকদের কাছ থেকে কোনরকম ধান না কিনে, সরকারের কাছে মিথ্যে হিসেব দেখিয়ে সরকারি অর্থ আত্মসাৎ করেছে এই সমিতিগুলি।  এমনই বিস্ফোরক অভিযোগ উঠেছে পূর্ব বর্ধমান জেলার ছটি সমবায় সমিতির বিরুদ্ধে। এই সমবায় সমিতি গুলি কাটোয়া ও কালনা মহকুমার অন্তর্গত। সমিতিগুলির মধ্যে অন্যতম হলো সুদপুর সমবায় সমিতি, শ্রীখন্ড সমবায় সমিতি, ন’নগর সমবায় সমিতি, ঝামাটপুর সমবায় সমিতি ইত্যাদি।

কাটোয়া ও কালনা মহকুমাতে মোট ৭২ টি সমবায় সমিতি রয়েছে। অভিযুক্ত সমবায় সমিতিগুলির বিরুদ্ধে কঠোর শাস্তিমুলক ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে প্রশাসন। এ প্রসঙ্গে রাজ্য সমবায় দফতরের পূর্ব বর্ধমানের রেঞ্জ-২ এর সহ-নিয়ামক বিমলকৃষ্ণ মজুমদার বলেছেন যে, এই ছটি সমবায় সমিতি সরকারি নির্দেশ মেনে কৃষকদের কাছ থেকে সরাসরি ধান না কিনে, চালকল কর্তৃপক্ষের সঙ্গে গোপন আঁতাত করে ধান কেনার মিথ্যে হিসেবে সরকারের কাছে পেশ করেছে। প্রাথমিক তদন্তে বিষয়টি প্রমাণিত হয়েছে। এবার এই সমবায় সমিতির পদাধিকারীদের প্রশাসনের পক্ষ থেকে শোকজ করা হয়েছে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশ এলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!