এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > ভুয়ো আইএএস, ভুয়ো সিআইডির পর, এবার ভুয়ো সিবিআই অফিসার, ভুয়োর দৌরাত্বে নাজেহাল প্রশাসন

ভুয়ো আইএএস, ভুয়ো সিআইডির পর, এবার ভুয়ো সিবিআই অফিসার, ভুয়োর দৌরাত্বে নাজেহাল প্রশাসন


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – ভুয়ো ভ্যাকসিন কাণ্ডের পর থেকে একের পর এক ভুয়ো ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। দেবাঞ্জন দেব ছিলেন ভুয়ো আইএএস অফিসার, এরপর ভুয়ো মানবাধিকার কমিশনের আধিকারিক, ভুয়ো সিআইডি অফিসারের খোঁজ পাওয়া গেছে, আর এবার খোঁজ পাওয়া গেল ভুয়ো সিবিআই অফিসারের। গতকাল রাতে সিঁথি এলাকা থেকে সনাতন রায়চৌধুরী নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। সিবিআই স্টিকার লাগানো নীলবাতির গাড়ি ব্যবহার, নিজেকে রাজ্য সরকারের স্ট্যান্ডিং কাউন্সিল ও সিবিআইয়ের বিশেষ কৌঁসুলি বলে দাবি করতেন তিনি।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

পুলিশের হাতে ধৃত বরানগরের বাসিন্দা সনাতন রায়চৌধুরী পেশায় হলেন কলকাতা হাইকোর্টের আইনজীবী। তাঁর বিরুদ্ধে গড়িয়াহাট থানা এলাকায় জমি প্রতারণার অভিযোগ আছে। অভিযোগ উঠেছে, নিজের ভুয়ো পরিচয় দিয়ে বেআইনিভাবে ১০ কোটি টাকা মূল্যের জমি-জায়গা দখল করে রেখেছেন তিনি। গতকাল পুলিশ তাঁকে গ্রেপ্তার করেছে। তার গাড়ি আটকে রাখা হয়েছে গড়িয়াহাট থানায়। আরো কোন অপকর্মের সঙ্গে তিনি যুক্ত আছেন কিনা? তার সন্ধান করছে পুলিশ।

আজই তাকে আদালতে তোলার সম্ভাবনা রয়েছে। পুলিশের অভিযোগ, নিজেকে রাজ্য সরকারের স্ট্যান্ডিং কাউন্সিল ও সিবিআইয়ের বিশেষ কৌঁসুলি বলে বলে পরিচয় দিয়ে প্রতারণা করেছেন সনাতন রায়চৌধুরী। প্রতারণার অভিযোগে প্রথমে তাঁকে জিজ্ঞাসাবাদ করতে চায় পুলিশ। অসঙ্গতি মেলায় তাকে আটক করা হয়। এরপর পুলিশ গ্রেপ্তার করে তাকে। দেবাঞ্জন দেবের গ্রেফতার হবার পর একের পর এক ভুয়ো আধিকারিক সামনে আসায় নাজেহাল হয়ে পড়ছে রাজ্য প্রশাসন।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!