এখন পড়ছেন
হোম > বিশেষ খবর > ভুয়ো আইএএস অফিসারের পর, এবার ভুয়ো সিবিআই অফিসারকে নিয়ে চক্ষু চড়কগাছ অবস্থা পুলিশের

ভুয়ো আইএএস অফিসারের পর, এবার ভুয়ো সিবিআই অফিসারকে নিয়ে চক্ষু চড়কগাছ অবস্থা পুলিশের


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – ভুয়ো সিবিআই অফিসার সনাতন রায়চৌধুরীকে জেরা করতে গিয়ে একের পর এক চাঞ্চল্যকর তথ্য উঠে আসছে পুলিশের কাছে। ভুয়ো পরিচয় দিয়ে কোটি কোটি টাকার সম্পত্তি হাতিয়ে নিয়েছেন তিনি। সিবিআই এর স্টিকার লাগানো নীল বাতির গাড়ি ব্যবহার করতেন তিনি। একের পর এক মানুষের সঙ্গে প্রতারণা করেছেন তিনি। গড়িয়াহাট অঞ্চলে ১০ কোটির বেশি সম্পত্তি দখল করেছেন। তবে, এগুলো কিছুই নয়, জানা যাচ্ছে ভারতের বিদেশ মন্ত্রকের প্রতিনিধি হিসেবে আফ্রিকার ব্রিকস সামিটে পর্যন্ত যোগদান করেছিলেন তিনি।

পুলিশের জেরার সময়ে তিনি দাবি করেছেন, দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের প্রতিনিধি হয়ে ব্রিকস সম্মেলনে যোগদান করেছিলেন তিনি। আর যে সম্মেলনে উপস্থিত ছিলেন স্বয়ং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এছাড়াও তিনি বিদেশে গেছেন কেন্দ্রীয় সরকারের প্রতিনিধি সেজে। তিনি দাবি করেছেন, ২০১৩ সালে ভারতীয় প্রতিনিধি হিসেবে টোকিওতে ইন্দো-জাপান বিজনেস সামিটে অংশগ্রহণ করেছিলেন তিনি। এরপর ২০১৮ সালে দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গ শহরে ব্রিকস সম্মেলনে তিনি ছিলেন বিদেশমন্ত্রকের প্রতিনিধি হয়ে। যেখানে ব্রাজিল, রাশিয়া, চীন, দক্ষিণ আফ্রিকার প্রতিনিধিরা যোগদান করেছিলেন।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

আবার, পুলিশের জেরার কাছে তিনি স্বীকার করেছেন যে, গত ২০০৯ সালের লোকসভা নির্বাচনে দমদম থেকে লোক জনশক্তি পার্টির হয়ে নির্বাচনে লড়াই করেছিলেন তিনি। তবে, নির্বাচনে তিনি পরাজিত হন। তাঁর বক্তব্য শুনে চক্ষু চড়কগাছ অবস্থা পুলিশের। তিনি সত্যিই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের প্রতিনিধি হিসেবে ব্রিকস সম্মেলনে যোগদান করেছিলেন কিনা? কোন ভিসা তিনি বিদেশ ভ্রমণ করেছেন? এই বিষয়গুলি জানতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক ও বিদেশমন্ত্রকের কাছে চিঠি পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে কলকাতা পুলিশ। গোয়েন্দাদের অনুমান, তার প্রতারণার জাল বহুদূর পর্যন্ত বিস্তৃত রয়েছে। একাধিক ব্যক্তির সঙ্গে যুক্ত থাকতে পারেন তিনি। তার সহযোগীদের সন্ধান করছে পুলিশ ও গোয়েন্দারা।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!