এখন পড়ছেন
হোম > রাজ্য > উত্তরবঙ্গ > ভুয়ো পরিচয় দিয়ে প্রতারণা, কেন্দ্রের লোগো দেওয়া গাড়ি সহ আটক হেভিওয়েট তৃণমূল নেতা

ভুয়ো পরিচয় দিয়ে প্রতারণা, কেন্দ্রের লোগো দেওয়া গাড়ি সহ আটক হেভিওয়েট তৃণমূল নেতা


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – ভুয়ো পরিচয় দিয়ে প্রতারণার অভিযোগে উত্তর দিনাজপুর জেলার প্রাথমিক বিদ্যালয় সংসদের প্রাক্তন চেয়ারম্যান ও তৃণমূল নেতা বেঞ্জামিন হেমব্রমকে গ্রেফতার করল পুলিশ। গতকাল সন্ধে বেলায় রায়গঞ্জের চন্ডীতলা থেকে তাকে গ্রেপ্তার করেছে পুলিশ। বহু মানুষকে প্রতারণার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। তার কাছ থেকে জাতীয় মানবাধিকার কমিশনের স্টিকার লাগানো একটি গাড়ি পাওয়া গেছে।

পেশায় স্কুল শিক্ষক বেঞ্জামিন হেমব্রম বহু মানুষকে ভুয়ো পরিচয় দিয়ে প্রতারণা করেছেন বলে, অভিযোগ উঠেছে। হেমতাবাদ আদর্শ হাই স্কুলের সহ শিক্ষক তিনি। কয়েকবছর আগে তাকে উত্তর দিনাজপুর ডিপিএসসির চেয়ারম্যান করা হয়েছিল। তবে দু’বছর আগে অপসারণ করা হয় তাকে। এরপর থেকে ভুয়ো পরিচয় দিয়ে কেন্দ্রীয় সরকারের একাধিক কমিশনের লোগো দেওয়া গাড়িতে করে তাকে ঘুরে বেড়াতে দেখা যায়। বহু মানুষকে তিনি প্রতারণা করেছেন বলে অভিযোগ উঠেছে। আবার এক সময় হেমতাবাদ ছেড়ে পুরুলিয়ার একটি স্কুলে তিনি বদলি হন বলে জানা গিয়েছিল। তারপর আবার হেমতাবাদ আদর্শ হাই স্কুলে ফিরে আসতে দেখা যায় তাকে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

স্থানীয় সূত্রে জানা গেছে, হেমতাবাদে দুটি বিলাসবহুল দোতলা বাড়ি করেছেন তিনি। দুটি মূল্যবান গাড়ি রয়েছে তার। গতকাল তাকে আটক করা হয়। এরপরে রায়গঞ্জ থানার নিয়ে যাওয়া হয় তাকে। এ প্রসঙ্গে থানার আইসি সুরজ থাপা জানিয়েছেন যে, বেঞ্জামিন হেমব্রমকে আটক করার পর তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। জাতীয় মানবাধিকার কমিশনের ভাইস চেয়ারম্যানের পরিচয় দেওয়া বেঞ্জামিনের সমস্ত প্রমাণপত্র পরীক্ষা করছে পুলিশ। আবার, এ প্রসঙ্গে রায়গঞ্জের পুলিশ সুপার সুমিত কুমার জানিয়েছেন যে, ভারত সরকারের ভুয়ো স্টিকার লাগানোর সন্দেহে তাকে আটক করে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ।

অন্যদিকে, সিবিআই অফিসার বলে পরিচয় দেওয়া এক ব্যক্তিকে দিল্লির তাজ হোটেল থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। যার নাম শুভদীপ বন্দ্যোপাধ্যায়। দিল্লি পুলিশের সহযোগিতায় হাওড়া সিটি পুলিশ তাকে গ্রেপ্তার করেছে। চাকরি পাইয়ে দেওয়ার নাম করে লক্ষ লক্ষ টাকা প্রতারণা করেছেন তিনি। সম্প্রতি, দিল্লিতে তিনি আত্মগোপন করেছিলেন। তাকে ধরতে দিল্লির উদ্দেশ্যে রওনা দেয় হাওড়া সিটি পুলিশের একটি দল। গতকাল তাজ হোটেল থেকে গভীর রাতে পুলিশ গ্রেপ্তার করেছে তাকে।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!