এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > ভুয়ো ভ্যাকসিন কাণ্ডে তৃণমূলের বিরুদ্ধে বিস্ফোরক গেরুয়া শিবির, বড়সড় পদক্ষেপের জল্পনা রাজনীতি মহলে

ভুয়ো ভ্যাকসিন কাণ্ডে তৃণমূলের বিরুদ্ধে বিস্ফোরক গেরুয়া শিবির, বড়সড় পদক্ষেপের জল্পনা রাজনীতি মহলে


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – সম্প্রতি ভুয়ো ভ্যাকসিন কাণ্ডে তোলপাড় হয়ে উঠেছে রাজ্য রাজনীতি। সরকার, প্রশাসনকে অজ্ঞাত রেখে, কিভাবে এই প্রতারণা চক্র চলেছে? তার বিরুদ্ধে সরব হলো গেরুয়া শিবির। সম্প্রতি বিজেপির পক্ষ থেকে সোশ্যাল মিডিয়াতে একটি ছবি পোস্ট করা হয়েছে। যেখানে লেখা হয়েছে, এই ছবিতে থাকা এই ব্যক্তি হলেন দেবাঞ্জন দেব, ভুয়ো আইএস অফিসার, জাল ভ্যাকসিন কাণ্ডে গ্রেফতার এই ব্যক্তি। শাসক দল ও প্রশাসনের মদত না থাকলে এই জালিয়াতি করা কি সম্ভব? চাল, ত্রিপল জালিয়াতির পর এবার কি ভ্যাকসিন নিয়েও জালিয়াতি? মানুষের বিশ্বাসের এই মর্যাদা দিচ্ছে তৃণমূল?

অন্যদিকে, ভুয়ো ভ্যাকসিন কাণ্ডে অভিযুক্ত দেবাঞ্জন দেবের বিরুদ্ধে এফআইআর করেছেন চৌরঙ্গীর তৃণমূল বিধায়ক নয়না বন্দ্যোপাধ্যায়। তাঁর বিরুদ্ধে তালতলা থানায় অভিযোগ দায়ের করেছেন তিনি গতকাল। প্রসঙ্গত, তালতলায় রবীন্দ্রনাথ ঠাকুরের একটি মূর্তির তলায় থাকা ফলকে বিধায়কের নাম সহ একাধিক তৃণমূল নেতৃত্বের নাম ছিল। এই ঘটনার পরই থানায় অভিযোগ করেছেন বিধায়ক নয়না বন্দ্যোপাধ্যায়।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

এই ফলকে উদ্বোধনের তারিখ লেখা আছে ২৬ সে ফেব্রুয়ারি ২০২১। এখন এতে কেউ কালি ফেলে দিয়েছে। তবে এখনো ফলকে থাকা নামগুলি স্পষ্ট দেখা যাচ্ছে। ফলকের দেবাঞ্জন দেবের নাম ছাড়াও তৃণমূল সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়, বিধায়ক নয়না বন্দ্যোপাধ্যায়, ফিরহাদ হাকিম, তাপস রায় অতীন ঘোষ প্রমুখের নাম রয়েছে। এখানে লেখা আছে যুগ্ম সচিব, পশ্চিমবঙ্গ সরকার। তবে কিভাবে তাঁর নাম লেখা হলো? সে বিষয়টি তিনি জানেন না বলেই, তৃণমূল বিধায়ক নয়না বন্দ্যোপাধ্যায়ের দাবি।

তবে, এই ঘটনা সামনে আসার পরই তৃণমূলের বিরুদ্ধে বিস্ফোরক হয়ে উঠেছে গেরুয়া শিবির। এ বিষয়ে তৃণমূলকে তীব্র কটাক্ষ করেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। গতকাল রাতে একটি টুইট করেছেন তিনি। যেখানে তিনি জানিয়েছেন যে, রাজ্যের একজন সাংসদ এই ভ্যাকসিন জালিয়াতির শিকার হচ্ছেন, সেখানে সাধারণ মানুষের সুরক্ষা কোথায় আছে?

অন্যদিকে বিজেপি সাংসদ লকেট চট্টোপাধ্যায় অভিযোগ করেছেন যে, অতিমারীর সময় মানুষের জীবন নিয়ে খেলছে তৃণমূল। আবার, বিজেপি সাংসদ সৌমিত্র খাঁর কটাক্ষ, ভুয়ো আইএস অফিসারের সঙ্গে ভুয়ো তৃণমূল নেতারা। এভাবেই ভুয়ো ভ্যাকসিন কাণ্ডে তৃণমূলের বিরুদ্ধে তীব্র ভাবে সরব হলো বিজেপি। এবার এই বিষয়ে বিজেপি কি পদক্ষেপ গ্রহণ করে? সেদিকে দৃষ্টি থাকবে রাজনৈতিক মহলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!