এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > ভুয়ো ভ্যাকসিন কাণ্ডে অভিযুক্তের সঙ্গে এক ফলকে বহু হেভিওয়েট নেতা- মন্ত্রীর নাম, তীব্র অস্বস্তিতে রাজ্যের শাসক দল

ভুয়ো ভ্যাকসিন কাণ্ডে অভিযুক্তের সঙ্গে এক ফলকে বহু হেভিওয়েট নেতা- মন্ত্রীর নাম, তীব্র অস্বস্তিতে রাজ্যের শাসক দল


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – ভুয়ো ভ্যাকসিন কাণ্ড নিয়ে ক্রমশ সরব হয়ে উঠছে বিজেপি শিবির। তৃতীয়বারের সরকার গঠনের পর ভুয়ো ভ্যাকসিন কান্ড রাজ্য সরকারকে ক্রমশ কোণঠাসা করে দিচ্ছে বলেই, মনে করছেন একাধিক রাজনৈতিক বিশ্লেষক। আবার, এই কাণ্ডে অভিযুক্তর সঙ্গে পাওয়া গেছে ফিরহাদ হাকিম, সুদীপ বন্দ্যোপাধ্যায়, নয়না বন্দ্যোপাধ্যায়, অতীন ঘোষ, তাপস রায় প্রমুখদের নাম, ফলে বিষয়টি নিয়ে আরও বেশি সরব হয়ে উঠেছে গেরুয়া শিবির।

রবীন্দ্র মূর্তির ফলকে থাকা রাজ্যের একাধিক হেভিওয়েট নেতা মন্ত্রীর ছবি বিজেপি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছে। যদিও বিষয়টি সামনে আসতেই ফলকের গায়ে কালি লেপে দেওয়া হয়েছে। কিন্তু নামগুলি এখনও স্পষ্ট বোঝা যাচ্ছে। এবার এ বিষয় নিয়ে একটি পোস্ট করেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এ প্রসঙ্গে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী হর্ষবর্ধনকে তিনি জানিয়েছেন, রাজ্যের স্বাস্থ্যব্যবস্থা ভয়ানক হয়ে উঠেছে। তিনি কটাক্ষ করেছেন, একজন সাংসদ যেখানে জাল ভ্যাকসিন পাচ্ছেন, সেখানে রাজ্যের সাধারণ মানুষের নিরাপত্তা কোথায়?

আবার বিজেপির পক্ষ থেকে সোশ্যাল মিডিয়াতে ভ্যাকসিন কাণ্ডে অভিযুক্ত দেবাঞ্জন দেবের সঙ্গে রাজ্যের একাধিক নেতা, মন্ত্রীর ছবি পোস্ট করা হয়েছে। যেখানে লেখা হয়েছে যে, ছবিতে থাকা ব্যক্তিটি হলেন দেবাঞ্জন দেব, যিনি ভুয়ো আইএস অফিসার, জাল ভ্যাকসিন কাণ্ডে তিনি গ্রেফতার হয়েছেন। শাসক দল ও প্রশাসনের মদত না থাকলে এই জালিয়াতি করা সম্ভব? চাল, ত্রিপল জালিয়াতির পর এবার কি ভ্যাকসিন নিয়ে জালিয়াতি? মানুষের বিশ্বাসের এই মর্যাদা দিচ্ছে তৃণমূল?

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ট্যুইট করে জানিয়েছেন যে, কসবার ভুয়ো ভ্যাকসিন কেন্দ্রের আয়োজন করেছিল একজন অসৎ ব্যক্তি, তিনি নিজেকে আবার আইএএস অফিসার বলে দাবি করেছেন। আর সেই টিকা কেন্দ্র থেকে টিকা নিয়েছেন একজন সাংসদ। তাহলে মানুষের সুরক্ষা কোথায়? আবার বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ একটি ছবি টুইট করেছেন। যেখানে তিনি জানিয়েছেন, ভুয়ো আইএএস অফিসারের এর সঙ্গে ভুয়ো তৃণমূল নেতারা।

এই টিকাকরণ কেন্দ্র থেকে তৃণমূল সাংসদ মিমি চক্রবর্তী সহ অনেকেই সেদিন টিকা নিয়েছিলেন। প্রত্যেককেই ভুয়ো ভ্যাকসিন দেওয়া হয়েছিল বলে আশঙ্কা করা হচ্ছে। এ প্রসঙ্গে কলকাতা পুরসভার প্রশাসক মন্ডলীর সদস্য অতীন ঘোষ জানিয়েছেন যে, সেদিন যে ভ্যাকসিন দেয়া হয়েছে তা আসলে যে ভুয়ো, তা বেশ কিছু লক্ষণ দেখে পুরসভার অনুমান করেছে। এই ভ্যাকসিনের গায়ে লেখা ছিল কোভ্যাকসিন রিকম্বিনেন্ট বা কোভিশিল্ড রিকম্বিনেন্ট। শিশির গায়ে এক্সপায়ারি ডেট বা ব্যাচ নম্বর লেখা ছিল না। ফরেনসিক রিপোর্ট এলে চূড়ান্ত তথ্য পাওয়া যাবে।

আর, এই ইস্যু সামনে আসতেই তৃণমূলের বিরুদ্ধে একেবারে তেড়ে-ফুঁড়ে নেমেছে বিজেপি শিবির। বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ জানিয়েছেন যে, এই রাজ্যে সমস্ত কিছু বেআইনিভাবে চলে। তা থেকে টাকা কামানো হয় । এসবের মধ্যে তৃণমূল নেতারা যুক্ত আছেন। একজন সাংসদ কিভাবে এসব খোঁজ খবর না নিয়ে সেখানে গেলেন? তবে তৃণমূল মুখপাত্র কুনাল ঘোষ জানিয়েছেন যে, কলকাতা সহ সারা রাজ্যে টিকাদানের কাজ সন্তোষজনক। একজন অপরাধ করেছে, পুলিশ তার ব্যবস্থা নেবে। নেতাদের সঙ্গে ছবি কোন কিছুই প্রমাণ করে না। তাহলে সামাজিক অনুষ্ঠানে গিয়ে সবার পরিচয় পত্র যাচাই করে দেখতে হবে।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!