এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > ভুয়ো ভ্যাকসিন কাণ্ডে পুলিসের জালে দেবাঞ্জন ঘনিষ্ঠ আরও এক সন্দেহভাজন

ভুয়ো ভ্যাকসিন কাণ্ডে পুলিসের জালে দেবাঞ্জন ঘনিষ্ঠ আরও এক সন্দেহভাজন


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – ভুয়ো ভ্যাকসিন কাণ্ড নিয়ে ক্রমশ তৎপর হয়ে উঠেছে পুলিশ। এবার ভ্যাকসিন কাণ্ডে অভিযুক্ত দেবাঞ্জন দেবের নিরাপত্তাকর্মী অরবিন্দ বৈদ্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল রাতে সোনারপুর থেকে তাকে পুলিশ গ্রেপ্তার করে। গতকাল নিরাপত্তাকর্মী অরবিন্দ বৈদ্যর সঙ্গে রাজ্যপাল জগদীপ ধনকরের ছবি সামনে এনেছেন তৃণমূল সাংসদ সুখেন্দুশেখর রায়। তিনি অভিযোগ করেছেন, এই নিরাপত্তাকর্মীর যোগ রয়েছে রাজ্যপালের। এরপর গতকাল রাতেই পুলিশ তাকে গ্রেপ্তার করেছে।

গতকাল তৃণমূল ভবনে এক সাংবাদিক বৈঠকে দেবাঞ্জন দেবের নিরাপত্তারক্ষী অরিন্দম বৈদ্যের সঙ্গে রাজ্যপাল জগদীপ ধনকরের ঘনিষ্ঠতা আছে বলে, অভিযোগ করেছেন তৃণমূল সাংসদ সুখেন্দুশেখর রায়। এ সম্পর্কে দুটি ছবি প্রকাশ্যে এনেছেন তিনি। একটি ছবিতে দেখা যাচ্ছে দেবাঞ্জন দেবের সঙ্গে নিরাপত্তারক্ষী অরবিন্দ বৈদ্যকে, অপর একটি ছবিতে অরবিন্দের সঙ্গে দেখা যাচ্ছে সস্ত্রীক রাজ্যপালকে। এই ছবি দেখানোর পর রাজ্যপালের সঙ্গে দেবাঞ্জন দেবের যোগ আছে বলে, অভিযোগ করেছেন রাজ্যসভার তৃণমূল সাংসদ সুখেন্দুশেখর রায়।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

পুলিশের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে, দেবাঞ্জন দেবের অত্যন্ত বিশ্বস্ত সঙ্গী হলো অরবিন্দ বৈদ্য। তার সমস্ত রকম প্রতারণার বিষয়ে জানেন তিনি। বিভিন্ন প্রতারণায় দেবাঞ্জনকে সাহায্য করেছেন তিনি। সোনারপুরে যে ভ্যাকসিনেশন ক্যাম্পের আয়োজন করা হয়েছিল, সেখানে অরবিন্দ বৈদ্যর ছিল গুরুত্বপূর্ণ ভূমিকা। একারণে গ্রেপ্তার করা হয়েছে অরবিন্দ বৈদ্যকে।

পুলিশের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে, পুরসভার নথি জাল করতে দেবাঞ্জনকে সাহায্য করতেন অরবিন্দ। সরকারের নথি জাল করে তাকে ব্যক্তিগত দেহরক্ষী হিসেবে নিয়োগ করা হয়েছিল। গ্রেপ্তার করার পর অরবিন্দ বৈদ্যকে জেরা করতে শুরু করেছে পুলিশ। তাকে জেরা করে দেবাঞ্জন দেব সম্পর্কে অনেক তথ্য সামনে উঠে আসবে বলে, মনে করছেন পুলিশ ও গোয়েন্দারা।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!