এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > ভুয়ো ভ্যাকসিন কাণ্ডে তৃণমূলের বিরুদ্ধে একের পর এক বিস্ফোরক অভিযোগ দিলীপ ঘোষের

ভুয়ো ভ্যাকসিন কাণ্ডে তৃণমূলের বিরুদ্ধে একের পর এক বিস্ফোরক অভিযোগ দিলীপ ঘোষের


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – ভুয়ো ভ্যাকসিন কাণ্ডে রাজ্যের শাসক দল তৃণমূলকে একহাত নিলেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। গতকাল এ বিষয়ে একটি টুইট করেছেন বিজেপির রাজ্য সভাপতি। টুইটে তিনি একটি ছবি পোস্ট করেছেন। যে ছবিতে একদিকে রয়েছেন সারদার কর্ণধার সুদীপ্ত সেন, অন্যদিকে ভুয়ো ভ্যাকসিন কাণ্ডের মূল অভিযুক্ত দেবাঞ্জন দেব। টুইটে তিনি লিখেছেন যে, সুদীপ্ত সেনকে ঢাল করে তৃণমূলের অনেক ছোট-বড় নেতা কোটি কোটি টাকা আত্মসাৎ করেছেন। এরকম ভাবেই মানুষের জীবনকে বিপন্ন করে দিয়ে দেবাঞ্জন দেবকে ব্যবহার করে দেশের কাছে রাজ্যকে ভুয়ো ভ্যাকসিন হাব রূপে প্রতিষ্ঠা করে সাধারণ মানুষের কাছ থেকে কাট মানি হিসেবে টাকা নিচ্ছে রাজ্যের শাসক দল তৃণমূল।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

আবার, আজ ভুয়ো ভ্যাকসিন কান্ড প্রসঙ্গে বিস্ফোরক বক্তব্য রেখেছেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। এ প্রসঙ্গে তিনি জানিয়েছেন যে, সারদা কেলেঙ্কারির সময় সিট্ গঠন করা হয়েছিল। যার উদ্দেশ্য ছিল নেতাদেরকে বাঁচানো, ঘটনাকে চাপা দেওয়া। প্রত্যেকবারই এমন করা হয়। ঘটনা হাতের বাইরে চলে গেলে, মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই নেমে পড়েন। কাল থেকে তিনি ব্যাটিং শুরু করেছেন। ভুয়ো ভ্যাকসিন কান্ডকে লঘু করে দিতে চাইছেন তিনি, সরিয়ে দিতে চাইছেন মানুষের দৃষ্টি। গুরুত্ব সরিয়ে দিতে তিনি রাজ্যপালকে নিশানা করেছেন। তাঁর কোথায় দুর্নীতি খুঁজে পেয়েছেন তিনি। আর তৃণমূল দলই পাঁকের মধ্যে ডুবে যাচ্ছে। পুরো পশ্চিমবঙ্গই ডুবে যাচ্ছে, কিন্তু তা নিয়ে মুখ্যমন্ত্রীর কোন চিন্তাই নেই।

এদিকে, ভুয়ো ভ্যাকসিন কাণ্ডে এবার কলকাতা পুলিশের কাছে বেশ কিছু তথ্য জানতে চেয়েছে ইডি। ধৃত দেবাঞ্জন দেবের নামে কোন কোন থানায় এখনো পর্যন্ত কটি এফআইআর দায়ের করা হয়েছে? সে বিষয়ে জানতে চেয়েছে ইডি। কলকাতা পুলিশের তদন্তে কি পাওয়া গেছে? সে কথাও জানতে চেয়েছে ইডি। কলকাতা পুলিশের কাছে এ বিষয়ে একটি মেল করা হয়েছে। সমস্ত তথ্য দেখার পর দেবাঞ্জন দেবের বিরুদ্ধে আর্থিক প্রতারণার মামলা করার সম্ভাবনা আছে। ইতিপূর্বে, বিজেপির পক্ষ থেকে ভ্যাকসিন কাণ্ডে কেন্দ্রীয় সংস্থা দিয়ে তদন্তের দাবি উঠেছে।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!