এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > ভুয়ো ভ্যাকসিন কাণ্ডের আবহে এবার তাৎপর্যপূর্ণ পদক্ষেপ স্বাস্থ্য ভবনকে ঘিরে

ভুয়ো ভ্যাকসিন কাণ্ডের আবহে এবার তাৎপর্যপূর্ণ পদক্ষেপ স্বাস্থ্য ভবনকে ঘিরে


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – ভুয়ো ভ্যাকসিন কাণ্ডের আবহে স্বাস্থ্য ভবনকে নিয়ে এবার কঠোর পদক্ষেপ নিল প্রশাসন। এখন থেকে স্বাস্থ্য ভবন ও ভবন সংলগ্ন এলাকায় ১৪৪ ধারা জারি করা হলো। বিধান নগর পুলিশ কমিশনারেট এর পক্ষ থেকে এই নির্দেশ জারি করা হয়েছে। পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে যে, আগামী ২৮ সে আগস্ট পর্যন্ত এই বিধি কার্যকর থাকবে। এই সময় পর্যন্ত স্বাস্থ্য ভবন সংলগ্ন এলাকায় মিটিং, মিছিল, সমাবেশ যেমন করা যাবে না, তেমনি ৫ জনের বেশী মানুষ একসঙ্গে এই এলাকা দিয়ে চলাফেরা করতে পারবেন না।

স্বাস্থ্য ভবনে এই বিধি-নিষেধ জারির কারণ সম্পর্কে জানানো হয়েছে যে, সাম্প্রতিক কালে স্বাস্থ্য ভবন ও তার সংলগ্ন এলাকায় ব্যাপক হারে লোকসমাগম দেখা দিচ্ছে। বিভিন্ন রকম দাবি-দাওয়া নিয়ে বিক্ষোভ আন্দোলন দেখা যাচ্ছে স্বাস্থ্য ভবনে। এর ফলে অনেক ক্ষেত্রেই স্বাস্থ্য ভবন এর গুরুত্বপূর্ণ কাজ-কর্ম বিঘ্নিত হচ্ছে। স্বাস্থ্যমন্ত্রী, স্বাস্থ্যসচিব সহ বহু পদস্থ অফিসার এখানে আসেন। এর কারণে তাঁরা সমস্যায় পড়তে পারেন। তাই এবার এই কঠোর পদক্ষেপ গ্রহণ করা হলো। প্রসঙ্গত, রাজ্যের স্বাস্থ্য মন্ত্রক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতেই রয়েছে, তাই তাঁর নির্দেশে এই বিধি জারি হবারও সম্ভাবনা রয়েছে বলে, মনে করছেন অনেকে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

তবে, অনেকেই মনে করছেন উপরোক্ত কারণটি গৌণ, স্বাস্থ্য ভবনে ১৪৪ ধারা জারির পেছনে মূল কারণ হলো শুভেন্দু অধিকারী সহ বিরোধী দলকে চাপে ফেলার কৌশল। ভুয়ো ভ্যাকসিন বা অন্য কোন বিষয় নিয়ে বিরোধীদল যাতে স্বাস্থ্য ভবন ঘেরাও কর্মসূচি পালন করতে না পারে, সে কারণেই এই ব্যবস্থা নেয়া হয়েছে বলে, রাজনৈতিক বিশ্লেষকদের মতামত। গত সপ্তাহে স্বাস্থ্য ভবনে গিয়ে শুভেন্দু অধিকারী স্বাস্থ্যসচিব নারায়ন স্বরূপ নিগমের সঙ্গে সাক্ষাৎ করেছিলেন। ভুয়ো ভ্যাকসিন কাণ্ড নিয়ে অভিযোগ করেছিলেন। তাঁর এই পদক্ষেপ কিছুতেই ভালো ভাবে মেনে নেয়নি রাজ্য সরকার।

তৃণমূলের অভিযোগ, কাউকে না জানিয়ে স্বাস্থ্য সচিবের সঙ্গে দেখা করে প্রশাসনিক শিষ্টাচার বিরোধী কাজ করেছেন শুভেন্দু অধিকারী। এ প্রসঙ্গে তিনি জানিয়েছিলেন যে, যদি সকলকে জানিয়ে স্বাস্থ্য ভবনে যেতেন, তবে স্বাস্থ্য সচিবকে সেখানে পেতেন না তিনি। আবার যাতে তিনি এই ধরনের পদক্ষেপ না নিতে পারেন, সে কারণেই ১৪৪ ধারা জারি করা হলো স্বাস্থ্য ভবনে, এমনটাই একাধিক রাজনৈতিক বিশ্লেষকদের মতামত। এর সঙ্গে সঙ্গেই স্বাস্থ্য ভবনের নিরাপত্তাও বৃদ্ধি করা হয়েছে। পুলিশের সঙ্গে সঙ্গে বেসরকারি নিরাপত্তা এজেন্সিও স্বাস্থ্য ভবনের নিরাপত্তার দায়িত্বে আসতে চলেছে।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!