এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > ভুয়ো ভ্যাকসিন কাণ্ডের প্রতিবাদে পুরসভা অভিযান বিজেপির, ব্যর্থ করতে উদ্যোগী পুলিশ

ভুয়ো ভ্যাকসিন কাণ্ডের প্রতিবাদে পুরসভা অভিযান বিজেপির, ব্যর্থ করতে উদ্যোগী পুলিশ


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – ভুয়ো ভ্যাকসিন কাণ্ডের প্রতিবাদে আজ পথে নামতে চলেছে বিজেপি। ভুয়ো ভ্যাকসিন কাণ্ডের অভিযোগে আজ কলকাতা পুরসভা ঘেরাও করার সিদ্ধান্ত নিয়েছে বিজেপি। জানা গেছে, আজ দুপুর ১ টার সময় হিন্দ সিনেমার সামনের সুবোধ মল্লিক স্কয়ার থেকে বিজেপির বিক্ষোভ মিছিল শুরু হবে। যে মিছিলের নেতৃত্ব দেবার কথা বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ, বিজেপি নেতা সায়ন্তন বসু, বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ, বিধায়ক অগ্নিমিত্রা পাল সহ বেশকিছু গুরুত্বপূর্ণ নেতা-নেত্রীর। এস এন ব্যানার্জি রোড হয়ে এই মিছিল এগিয়ে যাবে পুরসভার দিকে। কলকাতা ও হাওড়ার থেকে আরও বেশকিছু মিছিল পুরসভার দিকে এগিয়ে আসার সম্ভাবনা রয়েছে। অনেকে গাড়ি, বাইক নিয়েও এগিয়ে আসতে পারেন পুরসভার দিকে। আর বিজেপির বিক্ষোভ বন্ধের সমস্ত রকম প্রস্তুতি নিয়েছে পুলিশ।

বিজেপির এই অভিযান ব্যর্থ করে দিতে অতিরিক্ত পুলিশ কমিশনার, যুগ্ম পুলিশ কমিশনার, আটজন ডিসি বিশেষ দায়িত্ব নিতে চলেছেন। এক হাজার পুলিশ মোতায়েন করা হবে বলে জানা যাচ্ছে। সেই সঙ্গে জলকামান, কাঁদানে গ্যাসের বন্দোবস্ত থাকছে। কর্পোরেশনের সামনে পৌঁছাবার আগেই মিছিল রুখে দেওয়া হতে পারে। পুলিশের পক্ষ থেকে এই অভিযানের অনুমতি দেয়া হয়নি। পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, জমায়েত করলে মহামারী আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে। পুলিশের পক্ষ থেকে বিষয়টি বিজেপি নেতৃত্বকে চিঠি দিয়ে জানানো হয়েছে বলে, পুলিশ সূত্রের খবর।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

তবে, পুলিশের অনুমতি না পেলেও আন্দোলন থেকে সরে আসছে না বিজেপি। এ প্রসঙ্গে বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ জানিয়েছেন যে, পুলিশকে জানানো হয়েছে যে, শান্তিপূর্ণভাবে আন্দোলন করা হবে। যদি পুলিশ বাধা দেয়, তখন দেখা যাবে। যদি পুলিশ বাড়াবাড়ি করে, যদি আইন-শৃঙ্খলার অবনতি হয়, তাহলে তার পরিণাম তাদের ভুগতে হবে। তিনি জানিয়েছেন, কর্মসূচি হবেই, তাঁরা মানুষের পাশে থাকবেন, পুলিশ পুলিশের কাজ করবে, তাঁরা তাঁদের কাজ করবেন। বিজেপির অভিযোগ, পুরসভার মদত ছাড়া কোনভাবেই দেবাঞ্জন দেবের এই বাড়বাড়ন্ত সম্ভব নয়। এর প্রতিবাদেই পুরসভা ঘেরাও করার কর্মসূচি নিয়েছে বিজেপি।

বিধানসভা নির্বাচনের পর আজই প্রথম বড় কর্মসূচি নিয়েছে বিজেপি। ইতিপূর্বে কড়া লকডাউন থাকার কারণে ভোট পরবর্তী হিংসা নিয়ে কোন বড়োসড়ো আন্দোলন করতে পারেনি বিজেপি। তাই এবার ভ্যাকসিন কাণ্ড নিয়ে বড়োসড়ো আন্দোলনে নামার সিদ্ধান্ত নিয়েছে বিজেপি। বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ জানিয়েছেন, আইন পুলিশের জন্য, তাঁরা আন্দোলন করবেনই। ভ্যাকসিন নিয়ে যে ধরনের কেলেঙ্কারি চলেছে, তা নিয়ে তাঁরা সাধারণ মানুষের হয়ে আন্দোলন করবেন। দেবাঞ্জন দেবের সঙ্গে তৃণমূলের যে সমস্ত বড় বড় নেতাদের ছবি পাওয়া গেছে, সেই সমস্ত নেতাদের গ্রেফতার করা হোক।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!