এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > ভুয়ো ভ্যাকসিন কাণ্ডের তদন্তে কঠোর পদক্ষেপ ইডির, শহরজুড়ে হানা দিলেন আধিকারিকরা

ভুয়ো ভ্যাকসিন কাণ্ডের তদন্তে কঠোর পদক্ষেপ ইডির, শহরজুড়ে হানা দিলেন আধিকারিকরা


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – গত জুন মাসে ভুয়ো ভ্যাকসিন কাণ্ডের অভিযোগ প্রথম সামনে আসে। কসবার একটি ভ্যাকসিন ক্যাম্প থেকে করোনার ভ্যাকসিন নিয়েছিলেন অভিনেত্রী ও তৃণমূল সাংসদ মিমি চক্রবর্তী। এরপর মোবাইলে কোন মেসেজ না আসাতে উদ্বিগ্ন হয়ে পুলিশের দ্বারস্থ হন তিনি। এরপর ভুয়ো ভ্যাকসিন কাণ্ডে অভিযুক্ত ভুয়ো আইএএস অফিসার দেবাঞ্জন দেবের নাম সামনে আসে। তার নাম সামনে আসতেই দ্রুত পুলিশ গ্রেফতার করে তাকে। এরপর ভুয়ো ভ্যাকসিন কাণ্ডের চার্জশিট পেশ করেছে পুলিশ। এদিকে আজ ভুয়ো ভ্যাকসিন কাণ্ডের তদন্তে শহরজুড়ে তল্লাশি চালালো ইডি।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

আজ কয়েকটি দলে ভাগ হয়ে সারা কলকাতা জুড়ে ইডির তল্লাশি চলে। আজ কলকাতার হালতু, চ্যাপেল রোড, আলিপুর, লেনিন সরনি, গড়িয়া, ওয়াটগঞ্জ সহ বহু জায়গায় হানা দেয় ইডি। ভুয়ো ভ্যাকসিনের কাণ্ডের তদন্ত ছাড়াও অক্সিজেনের কালোবাজারি, রেমডেসিভির কালোবাজারি নিয়েও তদন্ত করে ইডি। তবে, এগুলির মধ্যে ভূয়ো ভ্যাকসিন কাণ্ডই সর্বাধিক গুরুত্বপূর্ণ। তবে, দেবাঞ্জন দেবের বিরুদ্ধে আজই প্রথম তল্লাশি অভিযান চালালো ইডি। আজ মহিলা সিআরপিএফ দলকে সঙ্গে নিয়ে আলিপুরের আবাসনে তল্লাশি চলে। আবার কসবা এলাকায় তল্লাশির সময় ইডির সঙ্গে ছিল কসবা থানার পুলিশ।

দেবাঞ্জন দেবের বাড়িতেও অভিযান চালিয়েছে ইডি। করোনা সংক্রমণ কালে কালোবাজারি, ভুয়ো ওষুধের কারবার নিয়ে ইডির তদন্ত চলছে, যার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো কসবার ভুয়ো ভ্যাকসিন কান্ড। যার মূল অভিযুক্ত দেবাঞ্জন দেব। দেবাঞ্জন দেবের বিরুদ্ধে চার্জশিট পেশ করেছে পুলিশ। যেখানে দেবাঞ্জন ছাড়াও আরও ৮ জনের নাম রয়েছে। এরা সকলেই ভুয়ো ভ্যাকসিন কাণ্ডের সঙ্গে জড়িত বলে অভিযোগ করেছে পুলিশ। এখনো পর্যন্ত ১৩০ জনের সাক্ষ্য নিয়েছে পুলিশ ভুয়ো ভ্যাকসিন কাণ্ডে।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!