এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > ভুয়ো ভ্যাকসিন কাণ্ডের প্রতিবাদ জানিয়ে এবার বৃহত্তর আন্দোলনে নামতে চলেছে বিজেপি

ভুয়ো ভ্যাকসিন কাণ্ডের প্রতিবাদ জানিয়ে এবার বৃহত্তর আন্দোলনে নামতে চলেছে বিজেপি


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – ভুয়ো ভ্যাকসিন কাণ্ডের প্রতিবাদে আগামীকাল বৃহত্তর আন্দোলনে নামতে চলেছে বিজেপি। এর প্রতিবাদ জানিয়ে আগামীকাল কলকাতা পুরসভা ঘেরাও করার পরিকল্পনা নিয়েছে বিজেপি। করোনা সংক্রমনের কারণে লকডাউন থাকার কারণে লোকাল ট্রেন বন্ধ রয়েছে। এ কারণে বাইরে থেকে কর্মী, সমর্থক আনা প্রায় অসম্ভব। তাই উত্তর ও দক্ষিণ কলকাতার জেলা সংগঠনের সদস্যদের নিয়ে আগামীকাল কলকাতা পুরসভা ঘেরাও করার সিদ্ধান্ত নিয়েছে বিজেপি।

এই কর্মসূচি নিয়ে ইতিমধ্যেই বিজেপির রাজ্য সম্পাদক সায়ন্তন বসু উত্তর ও দক্ষিণ কলকাতার জেলা নেতৃত্বের সঙ্গে আলোচনা করেছেন। জানা গেছে, বিজেপির যুব ও মহিলা মোর্চার সদস্যরা এ বিষয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে চলেছেন। রাজ্যে এখনো লকডাউন থাকার কারণে রাজনৈতিক সমাবেশের ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। এ কারণেই সমাবেশের পরিবর্তে ঘেরাও কর্মসূচি পালন করতে চলেছে বিজেপি। এই কর্মসূচিতে পুলিশের বাধা আসতে পারে। এ কারণে প্রশাসনকে না জানিয়েই এই কর্মসূচির সিদ্ধান্ত নেয়া হয়েছে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

বিজেপির পক্ষ থেকে জানানো হয়েছে যে, যদি পুলিশকে জানানো হয়, তবে পুলিশ তার অনুমতি দেবে না। তাই পুলিশকে না জানিয়েই এই কর্মসূচি গ্রহণ করা হয়েছে। এদিকে ভোটের ফলাফলের অল্প কিছুদিন পরই রাজ্যে লকডাউন ঘোষণা করা হয়েছে। তাই ভোট পরবর্তী হিংসা নিয়ে বিজেপি বড় কোন আন্দোলনে নামতে পারেনি। তাই, এবার ভুয়ো ভ্যাকসিন কাণ্ড নিয়ে আন্দোলনে নামার সিদ্ধান্ত নিয়েছে বিজেপি। যে কারণে আগামীকাল কলকাতা পুরসভা ঘেরাও করার সিদ্ধান্ত নেয়া হয়েছে। তবে কোন পথে আন্দোলনে নামবে বিজেপি? তা এখনও জানা যায়নি।

তবে, কর্মসূচির সমস্ত ব্লুপ্রিন্ট ইতিমধ্যেই তৈরি করে ফেলেছে বিজেপি। জানা গেছে, আগামীকাল মহিলারা সামনের সারিতে থাকবেন। তার ফলে পুলিশের বাধা এলেও, তা কিছুটা কম হতে পারে। বেশ কিছু নেতার সঙ্গে আলোচনার পর আগামীকালের কর্মসূচি চূড়ান্ত করা হয়েছে। বিজেপির পক্ষ থেকে বারবার অভিযোগ করা হয়েছে যে, ভ্যাকসিন কাণ্ডে তৃণমূলের একাধিক দাপুটে নেতা জড়িত আছেন। তৃণমূলের মদত না থাকলে এই কাণ্ড কখনোই সম্ভব হতো না। এদিকে ভ্যাকসিন কাণ্ডে বিধানসভায় সরব হওয়ার সিদ্ধান্ত নিয়েছেন বিজেপির বিধায়কেরা।

 

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!