এখন পড়ছেন
হোম > জাতীয় > উপনির্বাচন লাইভ রেজাল্ট: ১২:১৫ টা – বিধানসভাতে জয়জয়কার গেরুয়া শিবিরের

উপনির্বাচন লাইভ রেজাল্ট: ১২:১৫ টা – বিধানসভাতে জয়জয়কার গেরুয়া শিবিরের


আজ মহারাষ্ট্র ও হরিয়ানার বিধানসভা সাধারণ নির্বাচনের ফল প্রকাশের পাশাপাশি – গোটা দেশের ১৭ টি রাজ্যের ২ টি লোকসভা ও ৫১ টি বিধানসভা আসনের উপনির্বাচনের গণনাও চলছে। সেই খবর এক ঝলকে –

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

একনজরে অরুণাচলপ্রদেশ উপনির্বাচনের ফলাফল ও ট্রেন্ড –
১. খোঁসা-পশ্চিম – এগিয়ে নির্দল প্রার্থী আবো চাকাত, পিছিয়ে অপর নির্দল প্রার্থী আজেট হোমটক – ১,৮৮৭ ভোট

একনজরে আসাম উপনির্বাচনের ফলাফল ও ট্রেন্ড –
১. রাতাবাড়ি – এগিয়ে বিজেপি, পিছিয়ে কংগ্রেস – ৮,৭৪১ ভোট
২. জানিয়া – এগিয়ে এআইইউডিএফ, পিছিয়ে কংগ্রেস – ৬,৫৪৯
৩. রাঙাপাড়া – এগিয়ে বিজেপি, পিছিয়ে কংগ্রেস – ২৬,১৬৮ ভোট
৪. সোনারি – এগিয়ে বিজেপি, পিছিয়ে কংগ্রেস – ২,৩৪৪ ভোট
(মোট ৪ আসনে বিজেপি জোট এগিয়ে ৩, পিছিয়ে ১)

একনজরে কেরালা উপনির্বাচনের ফলাফল ও ট্রেন্ড –
১. মঞ্জেশ্বর – এগিয়ে মুসলিম লীগ, পিছিয়ে বিজেপি – ৯,৫৪১ ভোট
২. এর্নাকুলাম – এগিয়ে কংগ্রেস, পিছিয়ে নির্দল প্রার্থী মানু রয় – ৩,৬৭৩ ভোট
৩. আরুর – এগিয়ে কংগ্রেস, পিছিয়ে সিপিএম – ২,০৬৮ ভোট
৪. কন্নি – এগিয়ে সিপিএম, পিছিয়ে কংগ্রেস – ১০,০৩১ ভোট
৫. ভাটিউরকাভু – এগিয়ে সিপিএম, পিছিয়ে কংগ্রেস – ১৩,৩০৫ ভোট
(মোট ৫ আসনে কংগ্রেস এগিয়ে ২, সিপিএম এগিয়ে – ২, মুসলিম লীগ এগিয়ে – ১)

একনজরে পন্ডিচেরী উপনির্বাচনের ফলাফল ও ট্রেন্ড –
১. কামরাজনগর – এগিয়ে কংগ্রেস, পিছিয়ে এনআর কংগ্রেস – ৭,১৭০ ভোট

একনজরে উত্তরপ্রদেশ উপনির্বাচনের ফলাফল ও ট্রেন্ড –
১. গাঙ্গ – এগিয়ে কংগ্রেস, পিছিয়ে বিজেপি – ৯,২২৬ ভোট
২. রামপুর – এগিয়ে সপা, পিছিয়ে বিজেপি – ১৯,৩৩৩ ভোট
৩. ইগলাস – এগিয়ে বিজেপি, পিছিয়ে বসপা – ১০,২৮৫ ভোট
৪. লক্ষ্নৌ ক্যান্টনমেন্ট -এগিয়ে বিজেপি, পিছিয়ে সপা – ১৭,২৩৫ ভোট
৫. গোবিন্দনগর – এগিয়ে বিজেপি, পিছিয়ে কংগ্রেস – ৫,১৩৬ ভোট
৬. মানিকপুর – এগিয়ে বিজেপি, পিছিয়ে সপা – ৮,৮৫০ ভোট
৭. প্রতাপগড় – এগিয়ে আপনা দল (বিজেপি জোট সঙ্গী), পিছিয়ে কংগ্রেস – ৫,৩৭৫ ভোট
৮. জাঈদপুর – এগিয়ে সপা, পিছিয়ে বিজেপি – ৮,০৩৪ ভোট
৯. জালালপুর – এগিয়ে বসপা, পিছিয়ে বিজেপি – ৪,১৭৮ ভোট
১০. বালহা – এগিয়ে বিজেপি, পিছিয়ে সপা – ১৬,৭৯১ ভোট
১১. ঘোষি – এগিয়ে বিজেপি, পিছিয়ে নির্দল প্রার্থী সুধাকর সিং – ২,৯৬৮ ভোট
(মোট ১১ আসনে বিজেপি জোট এগিয়ে ৭, পিছিয়ে ৪)

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!