এখন পড়ছেন
হোম > রাজ্য > লাইভ রেজাল্ট: ১০:৩০ টা – হরিয়ানার পাশাপাশি পন্ডিচেরী-কেরালাতেও ভালো ফল কংগ্রেসের

লাইভ রেজাল্ট: ১০:৩০ টা – হরিয়ানার পাশাপাশি পন্ডিচেরী-কেরালাতেও ভালো ফল কংগ্রেসের


আজ মহারাষ্ট্র ও হরিয়ানার বিধানসভা সাধারণ নির্বাচনের ফল প্রকাশের পাশাপাশি – গোটা দেশের ১৭ টি রাজ্যের ২ টি লোকসভা ও ৫১ টি বিধানসভা আসনের উপনির্বাচনের গণনাও চলছে। সেই খবর এক ঝলকে –

হারিয়ানাতে বিভিন্ন সমীক্ষার ফলাফল দেখে মনে করা হচ্ছিল, বিজেপির কাছে তা কেক-ওয়াক হতে চলেছে। কিন্তু বেলা গড়াতেই ঘুরে গেছে খেলা। এখনও এগিয়ে থাকলে, সংখ্যাগরিষ্ঠতা মেলে নি গেরুয়া শিবিরের।

একই সঙ্গে কংগ্রেসের জন্য ভালো খবর আসছে কেরালা ও পন্ডিচেরী থেকেও। পন্ডিচেরীর ফলাফল ও ট্রেন্ড –
কামরাজনগর – কংগ্রেস এনআর কংগ্রেসের থেকে ৩,৭৮২ ভোটে এগিয়ে

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

কেরালার ফলাফল ও ট্রেন্ড –
মঞ্জেশ্বর – মুসলিম লীগ বিজেপির থেকে ৮৩০ ভোটে এগিয়ে
এর্নাকুলাম – কংগ্রেস নির্দল প্রার্থীর থেকে ৭১০ ভোটে এগিয়ে
কন্নি – কংগ্রেস সিপিএমের থেকে ৫৩২ ভোটে এগিয়ে

তবে, হরিয়ানার পাশাপাশি ধাক্কার খবর আসছে উত্তরপ্রদেশ থেকেও। সেখানে ১০ টি আসনের উপনির্বাচন ছিল। এখনও পর্যন্ত ৪ টি আসনের ট্রেণ্ড সামনে এসেছে। সেখানে ১ টি মাত্র আসনে এগিয়ে বিজেপি, বাকি ৩ টিতেই এগিয়ে বিরোধীরা।

একনজরে উত্তরপ্রদেশ উপনির্বাচনের ফলাফল ও ট্রেন্ড –
গাঙ্গ – কংগ্রেস বিজেপির থেকে ৩২০ ভোটে এগিয়ে
ইগলাস – বসপা বিজেপির থেকে ৩,৮৪১ ভোটে এগিয়ে
লক্ষ্নৌ ক্যান্টনমেন্ট – বিজেপি সপার থেকে ১,০৩২ ভোটে এগিয়ে
জাঈদপুর – সপা বিজেপির থেকে ৩,৫০০ ভোটে এগিয়ে

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!