এখন পড়ছেন
হোম > অন্যান্য > বিবাহ পরবর্তী সময় কেমন কাটবে তাই নিয়ে টেনশনে আছেন? জ্যোতিষরা গুণ বিচারে কি জানাচ্ছেন?

বিবাহ পরবর্তী সময় কেমন কাটবে তাই নিয়ে টেনশনে আছেন? জ্যোতিষরা গুণ বিচারে কি জানাচ্ছেন?


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট –
বিবাহ কেবল দুটি মানুষ বা আত্মার মিলন নয়। বিবাহ বলতে দুটি পরিবার তথা পরবর্তী প্রজন্মের সূচনা। তাই বিবাহ যে কেবল বিবাহবন্ধনে আবদ্ধ হতে চলা দুটি মানুষের নয়, তাদের পরিবারেরও মেলবন্ধন।

তবে বিবাহের আগে সাধারণত সবার মনে আসে কিছু প্রশ্ন। যেমন –
বিয়ে হবে কবে?
কোথায় হবে?
জীবনসঙ্গী কেমন হবে?ইত্যাদি। তবে আপনি যদি জেনে নিন জ্যোতিষ শাস্ত্র কি বলছে এই বিষয়ে তাহলে পেতে পারেন ভালো ফল।আসুন জেনে নিন

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

সাধারণত রাশিচক্রের সপ্তম স্থান নির্দেশ করে বিবাহের যোগ। পঞ্চম, সপ্তম বা নবম রাশিতে বৃহস্পতি থাকেন তা আপনার বিবাহ যোগ কে নির্দেশ করে।

বিবাহিত জীবনে সুখী হতে গেলে জন্ম ছকের সপ্তম ও লগ্নে অবস্থানকারী গ্রহের মধ্যে থাকতে হবে সুসম্পর্ক। রবি বা মঙ্গলের প্রভাবেও হতে পারে আপনার জীবন শুভ।

তবে রাহুর প্রভাবে সংসারে আসতে পারে অশান্তি। শুক্র মঙ্গলের বিরোধেও হতে পারে এমন সম্ভাবনা।

নারীর ক্ষেত্রে রবির প্রভাবে আর পুরুষের ক্ষেত্রে চন্দ্রের প্রভাবে বিবাহে বিলম্ব হয়। যাদের মেষ রাশি, তাদের শুক্রের প্রভাবে বিবাহে দেরি হয়।

তবে শুক্র, বৃহস্পতি দুর্বল হলে সেক্ষেত্রে বিবাহ যোগ থাকে না বলেই ধরে নেওয়া হয়। তাই আপনার জীবনেও যদি থাকে এরকম সমস্যা তাহলে এক্ষেত্রে আপনিও নিতে পারেন সম্ভাব্য প্রতিকারের উপায়।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!