এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > ‘বিভাজনের রাজনীতি চলছে’ ! ফের রাজ্যপালের নিশানায় মুখ্যমন্ত্রী মমতা !

‘বিভাজনের রাজনীতি চলছে’ ! ফের রাজ্যপালের নিশানায় মুখ্যমন্ত্রী মমতা !


প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট- একুশে বিধানসভায় ভোট পরবর্তী হিংসা, সন্ত্রাস নিয়ে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে প্রথম থেকেই অভিযোগ তুলেছিল বিরোধী দল বিজেপি যেখানে বিরোধী দল বিজেপির পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে ব্যাপক ভোট লুট সন্ত্রাস হয়েছে এবারে বিধানসভা নির্বাচনে ।এমকি ভোট-পরবর্তী হিংসা ও সন্ত্রাসে প্রচুর বিজেপি পরিবারের সদস্যরা শহীদ হয়েছেন বলে অভিযোগ বঙ্গ বিজেপির। এই  প্রতিবাদে পথে নেমেছে বিজেপি যার আঁচ পৌঁছল এবার  রাজভবন পর্যন্ত ।

ভোট-পরবর্তী সন্ত্রাসে নিহত শহিদ পরিবারের সদস্যদের নিয়ে মঙ্গলবার রানি রাসমণি অ্যাভিনিউয়ে অবস্থানে বসেন রাজ্য বিজেপির শীর্ষ নেতারা। সেখানে উপস্থিত ছিলেন দলের রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার, বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী মত বিজেপির প্রথম সারির নেতারা । ধর্নার পরে বিজেপি নেতারা শহিদ পরিবারের লোকজনকে নিয়ে রাজভবনে ‌গেলে রাজভবনের অলিন্দে তাঁদের অবস্থানে বসার অনুমতি দেওয়া হয়েছিল রাজ্যপালের দফতর থেকে।

পরবর্তিতে রাজ্যপাল জগদীপ ধনখড়ও তাঁর বাসভবন থেকে বেরিয়ে এসে ‘শহিদ’ পরিবারগুলিকে সান্ত্বনা দেন। সেই সঙ্গেই তিনি এক প্রকার মুখ্যমন্ত্রীকে নিশানা করে  বলেন ”ভোট-পরবর্তী সন্ত্রাসে বাংলার মুখ পুড়েছে। বগটুইয়ে ক্ষতিপূরণ দেওয়া হয়েছে অথছ এই পরিবারগুলিকে ক্ষতিপূরণ দেওয়া হয়নি। রাজ্যে বিভাজনের রাজনীতি চলছে। মৃতদের পরিবার বিচার পাচ্ছে না। মুখ্যমন্ত্রীকে দলের ঊর্ধ্বে উঠে ব্যবস্থা নিতে হবে।”  রাজ্যপালের পাশাপাশি রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু বলেন, ”বগটুইয়ে চাকরি হয়েছে, ভাল কথা। এ বার এই পরিবারগুলির জন্যও চাকরি ও ক্ষতিপূরণের ব্যবস্থা করতে হবে।” যদিও এর পাল্টা জবাবে  রাজ্যের মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য জানান  ”ক্ষতিপূরণের বিষয়ে উনি (শুভেন্দু) কী বললেন, ওঁর জ্ঞান নেওয়ার মধ্যে আমরা নেই , মুখ্যমন্ত্রী জানেন কোথায় কী করতে হবে।”

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!