এখন পড়ছেন
হোম > রাজ্য > পুরুলিয়া-ঝাড়গ্রাম-বাঁকুড়া > বিভীষণের বাড়িতে তৃণমূল যেতেই টনক নড়লো বিজেপির, বাড়িতে হাজির সংসদ, নিলেন বড়সড় সিদ্ধান্ত!

বিভীষণের বাড়িতে তৃণমূল যেতেই টনক নড়লো বিজেপির, বাড়িতে হাজির সংসদ, নিলেন বড়সড় সিদ্ধান্ত!


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – সম্প্রতি বঙ্গ সফর করে গেলেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। গত বৃহস্পতিবার স্বরাষ্ট্রমন্ত্রী বাঁকুড়া জেলায় সফর করেছিলেন। সেদিন বাঁকুড়া জেলার চচতুরডিহি গ্রামে জনৈক আদিবাসী বিভীষণ হাঁসদার বাড়িতে মধ্যাহ্ন ভোজন করেছিলেন তিনি। বিভীষণ হাঁসদার মেয়ে ডায়াবেটিসে আক্রান্ত, এ কথা জানতে পেরেই স্বরাষ্ট্রমন্ত্রী তার চিকিৎসার দায়িত্ব নেওয়ার আশ্বাস দিয়েছিলেন। স্বরাষ্ট্রমন্ত্রীর নির্দেশ অনুযায়ী আজ রবিবার সকালে বাঁকুড়ার বিভীষণ হাঁসদার বাড়িতে গেলেন বিজেপি সাংসদ চিকিত্‍সক সুভাষ সরকার। তার চিকিৎসা সমস্ত কাগজপত্র তিনি ভালোভাবে খতিয়ে দেখেন। আজ দুপুরেই তার রক্ত পরীক্ষা করানো হবে বলে জানা গেছে।

বাঁকুড়ার চতুরডিহি গ্রামের আদিবাসী বিভীষণ হাঁসদার মেয়ে রচনা হাঁসদা দ্বাদশ শ্রেণীতে পাঠরতা। দীর্ঘ সময় ধরে রচনা ডায়বেটিস ইনসিপিডাসে আক্রান্ত। তার চিকিৎসা চলছে। নিয়মিত ইন্সুলিন নিতে হয় তাকে। এ কারণেই তার চিকিৎসা করাতে প্রতিমাসে বিভীষণ হাঁসদার খরচ হচ্ছে ৫ থেকে ৭ হাজার টাকা। মেয়ের চিকিৎসার এই খরচ জোগাড় করতে প্রচন্ড সমস্যায় পড়তে হচ্ছে তাকে। কারণ, আর্থিক স্বচ্ছলতা তার নেই।

স্বরাষ্ট্রমন্ত্রী তাঁর বাড়িতে মধ্যাহ্ন ভোজন করতে আসবেন, একথা জানার পরেই তিনি স্থির করেছিলেন যে, স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে মেয়ের চিকিৎসার জন্য তিনি সরকারি সাহায্যের আবেদন জানাবেন। কিন্তু, উপযুক্ত সময়ে স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে নিজের ইচ্ছা তিনি জানাতে পারেননি। তবে পরবর্তীকালে এ বিষয়টি জানতে পেরেছিল স্বরাষ্ট্রমন্ত্রী। বিষয়টি জানার সঙ্গে সঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রীর আশ্বাস দিয়েছিলেন যে, এ বিষয়ে খরচ গ্রহণ করবে বিজেপি। এরপর বিজেপি সাংসদ চিকিত্‍সক সুভাষ সরকারকে এ বিষয়ে দায়িত্ব গ্রহণের নির্দেশ দিয়েছিলেন স্বরাষ্ট্র মন্ত্রী। তাঁর নির্দেশে আজ সকালে বিভীষণ হাঁসদার বাড়ি গেলেন চিকিত্‍সক সুভাষ সরকার।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

আজ রচনার স্বাস্থ সংক্রান্ত সমস্ত রিপোর্ট গুলি পুঙ্খানুপুঙ্খ ভাবে দেখলেন চিকিৎসক সুভাষ সরকার। এ প্রসঙ্গে তিনি বিভীষণ হাঁসদাকে আশ্বাস দিয়েছেন যে, প্রয়োজন হলে AIMS হাসপাতালে নিয়ে গিয়ে মেয়ের চিকিৎসা করানো হবে। বিজেপির এই সহযোগিতায় যথেষ্ট আনন্দিত বিভীষণ হাঁসদা। এর ফলে তিনি আশার আলো দেখছেন। দীর্ঘদিন ধরে অসুস্থ থাকা তাঁর মেয়ে এবার সুস্থ হবে বলে তিনি আশা রাখতে শুরু করেছেন।

এদিকে বিভীষণ হাঁসদাকে নিয়ে দড়ি টানাটানি শুরু করেছে তৃণমূল ও বিজেপি। এ বিষয়ে বিভীষণ হাঁসদা জানালেন যে, তাঁকে নিয়ে যেন কোন রাজনীতি না করা হয়। এ প্রসঙ্গে তিনি জানালেন যে, একজন সাধারন মানুষ হিসেবেই তার মেয়ের চিকিৎসার জন্য আবেদন করেছিলেন তিনি স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে। কোন রাজনৈতিক দলের কর্মী হিসেবে তিনি আবেদন করেননি। তাই দয়া করে কোন রাজনীতির সঙ্গে যেন তাঁকে জড়ানো না হয়। এমনটাই তাঁর আর্জি। প্রসঙ্গত এরমধ্যেই বিভীষণ হাঁসদার বাড়িতে চাল, দল সহ আর্থিক সাহায্য নিয়ে উপস্থিত হয়েছিল তৃণমূল। এরপরই তাঁর বাড়িতে বিজেপির যাওয়াকে কেন্দ্র করে গুঞ্জন ছড়ালো

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!