এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > বিচারপতি বদলের দাবিতে তৃণমূলকে প্রবল কটাক্ষ দিলীপ ঘোষের, নিম্নমানের রাজনীতির অভিযোগে বিদ্ধ তৃনমুল

বিচারপতি বদলের দাবিতে তৃণমূলকে প্রবল কটাক্ষ দিলীপ ঘোষের, নিম্নমানের রাজনীতির অভিযোগে বিদ্ধ তৃনমুল


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – নন্দীগ্রামে পুনর্গণনার সংক্রান্ত মামলায় বিচারপতি কৌশিক চন্দর উপরে বিশেষ অনাস্থা রাজ্যের শাসক দল তৃণমূলের। এজলাস থেকে তাঁকে সরিয়ে দেওয়ার দাবি জানিয়েছে তৃণমূল। আইনজীবী অভিষেক মনু সিংভি এ বিষয়ে তৃণমূলের হয়ে সওয়াল করেছেন। তৃণমূলের দাবি, আইনজীবী থাকার সময়ে বিজেপির হয়ে মামলা লড়েছিলেন বিচারপতি কৌশিক চন্দ। তবে, এ বিষয়ে বিচারপতি কৌশিক চন্দ স্পষ্ট জানিয়েছেন যে, নির্দিষ্ট কোনো রাজনৈতিক দলের পক্ষে মামলা করলে যে তাঁকে সেই রাজনৈতিক দলের কর্মী বা সমর্থক হতে হবে, এমনটা তাঁর জানা নেই।

এবার এ বিষয়ে রাজ্যের শাসক দল তৃণমূলকে প্রবল কটাক্ষ করেছেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। গতকাল ঘাটাল সাংগঠনিক জেলার কার্যকর্তাদের নিয়ে বৈঠক করেছিলেন দিলীপ ঘোষ। ভোট পরবর্তী হিংসা সহ একাধিক বিষয়ে এই বৈঠক চলে। বৈঠকের পর গণমাধ্যমের মুখোমুখি হয়েছিলেন বিজেপির রাজ্য সভাপতি। সেখানে তিনি জানিয়েছেন যে, তৃণমূল কি এটাও ঠিক করে দেবে যে, নির্বাচন কমিশনার কে হবেন? বিচারক কে হবেন? তিনি অভিযোগ করেছেন যে, বিচার ব্যবস্থা ও সংবিধানের ওপরে যাদের বিশ্বাস নেই, তারাই এ ধরনের কথা বলে থাকেন।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ আরও জানিয়েছেন যে, আজ যারা বিচারপতি, তাঁরা যখন উকিল ছিলেন, সে সময় তাঁরা বিভিন্ন সংগঠনের সঙ্গে যুক্ত ছিলেন। সেখানে অনেক রাজনৈতিক দলের পৃষ্ঠপোষক তাঁরা হতে পারেন। তবে, যেহেতু আজ তাঁরা বিচারপতি হিসেবে শপথ নিয়েছেন সংবিধানের, তাই তাঁদের ওপর তাঁদের পুরোপুরি ভরসা আছে। বিজেপির রাজ্য সভাপতি জানিয়েছেন, এই মামলায় তৃণমূল হেরে যাবে। তিনি অভিযোগ করেছেন, খুব নিম্নমানের রাজনীতি করছে তৃণমূল। সাধারণ মানুষের মনে বিচার ব্যবস্থা নিয়ে সন্দেহের বীজ বপন করছে তৃণমূল। তৃণমূলকে কটাক্ষ করে তিনি জানালেন, তারা থাপ্পড় খায়, আবার থাপ্পর খেয়েছে। এবার তাদের চেতনা হওয়া প্রয়োজন।

আবার, গতকাল এগরাতে বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ জানিয়েছেন যে, মমতা বন্দ্যোপাধ্যায়কে পাগল ছাড়া কেউ বিশ্বাস করেন না। তিনি জানিয়েছেন, নির্বাচন আগে প্রত্যেক মহিলাকে ৫০০ টাকা করে দেওয়ার কথা ছিল, একবার দিয়ে ভোট নেবার পর বলেছেন আর পয়সা নেই। আবার জঙ্গলমহল, আদিবাসীদের ১০০০ টাকা করে দেবার কথা ছিল, একবার দিয়ে ভোট নেওয়ার পর বলেছেন আর টাকা নেই। তাই, মমতা বন্দ্যোপাধ্যায়কে পাগল ছাড়া কেউ বিশ্বাস করেন না।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!