বিচারব্যবস্থাকে ফের অসম্মান, গাড্ডায় পড়লো মমতার সিভিক পুলিশ! তৃণমূল রাজনীতি রাজ্য July 2, 2024 প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট- আদালতের নির্দেশ ছিল যে, আইন-শৃঙ্খলা রক্ষার কাজে সিভিক পুলিশকে লাগানো যাবে না। কিন্তু তারপরেও সেই সিভিকদের দিয়ে সব জায়গায় মাতব্বরি করছে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশাসন। গতকাল ন্যাশনাল মেডিকেল কলেজে একটি ঘটনা ঘটেছে। যেখানে এক সিভিক পুলিশ লাঠিচার্জ করেছে বলে অভিযোগ উঠেছে। স্বাভাবিক ভাবেই বিচারব্যবস্থাকে অসম্মান এবং চ্যালেঞ্জ করার অভিযোগ উঠেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশাসনের বিরুদ্ধে। আর তার পরিপ্রেক্ষিতেই রাজ্যকে কড়া ভাষায় আক্রমণ করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। প্রসঙ্গত, এদিন এই ব্যাপারে শুভেন্দুবাবুকে একটি প্রশ্ন করা হয়। আর সেই প্রশ্নের উত্তর দিতে গিয়ে তিনি বলেন, “এরা বিচার ব্যবস্থাকেই তো মানে না। ওবিসি নিয়ে আদালত রায় দিয়েছে, সেটাকে বলেছে, আমরা মানি না. এরা বিচারকে প্রতি মুহূর্তে চ্যালেঞ্জ করে। সুতরাং এদেরকে কি বলার আছে।” একাংশ বলছেন, মমতা বন্দ্যোপাধ্যায় তো এই সিভিক পুলিশ তৈরি করেছেন নিজের দলের কাজ করবার জন্য। এমনিতেই তো গোটা প্রশাসনটা দলীয় কাজে ব্যবহার হচ্ছে। তার মধ্যে সিভিকদের আইন শৃঙ্খলা রক্ষার কাজে লাগানোর ক্ষেত্রে আদালতের নিষেধাজ্ঞাকে উড়িয়েও বিচারব্যবস্থাকে যেভাবে অপমান করছে এই রাজ্যের সরকার, তাতে সত্যিই হতাশ রাজ্যবাসী। দিনের শেষে তেমনটাই বলছেন রাজনৈতিক সমালোচকরা। আপনার মতামত জানান -