এখন পড়ছেন
হোম > রাজ্য > বিদায় নিলেন লতা, শোক প্রকাশ মমতার ! জেনে নিন!

বিদায় নিলেন লতা, শোক প্রকাশ মমতার ! জেনে নিন!


প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট- বাগদেবীর আরাধনার পরের দিনই সকলকে কাঁদিয়ে সুরের জগত থেকে বিদায় নিলেন সুর সম্রাজ্ঞী লতা মঙ্গেশকর। ইতিমধ্যেই গোটা দেশে শোকের আবহ তৈরি হয়েছে। রাষ্ট্রপতি থেকে শুরু করে প্রধানমন্ত্রী, সকলেই নিজেদের শোক জ্ঞাপন করতে শুরু করেছেন। আর এই পরিস্থিতিতে এবার লতা মঙ্গেশকরের প্রয়াণে শোক জ্ঞাপন করলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

সূত্রের খবর, এদিন একটি টুইট করেন মমতা বন্দ্যোপাধ্যায়। যেখানে তিনি লেখেন, “ভারতের প্রথম ভারতরত্ন লতা মঙ্গেশকরকে আমার অন্তরের শ্রদ্ধা। তাঁর পরিবার ও গোটা বিশ্বে তার কোটি কোটি অনুরাগীদের আন্তরিক সমবেদনা। প্রতিভার নিরিখে তিনি সঠিক অর্থেই ভারতের নাইটিঙ্গেল। তার মৃত্যুতে গভীরভাবে শোকাহত। এই গ্রহে তার সমস্ত ভক্ত এবং অনুরাগীদের মতো আমিও তার কণ্ঠস্বরে মুগ্ধ ছিলাম।”

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

বলা বাহুল্য, আজ সকালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন লতা মঙ্গেশকর। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল 92 বছর। সুর সম্রাজ্ঞীর এভাবে চলে যাওয়া কেউ মেনে নিতে পারছেন না। আর সেই শোকের আবহের মধ্যেই নিজের শোক প্রকাশ করলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!