এখন পড়ছেন
হোম > রাজ্য > পুজোয় কি হবে বঙ্গে? প্রবল বৃষ্টির সম্ভাবনা?নিম্নচাপের দেখা মেলায় ভ্রূকুটি আবহাওয়া দপ্তরের

পুজোয় কি হবে বঙ্গে? প্রবল বৃষ্টির সম্ভাবনা?নিম্নচাপের দেখা মেলায় ভ্রূকুটি আবহাওয়া দপ্তরের


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – সম্প্রতি বঙ্গোপসাগরে নতুন করে একটি নিম্নচাপের সৃষ্টি হয়েছে। এই নিম্নচাপের ফলে উড়িষ্যা, অন্ধ্র প্রদেশ, ঝাড়খন্ড, অসম, মনিপুর, অরুণাচল প্রদেশ, ত্রিপুরা, মিজোরাম ও পশ্চিমবঙ্গে বজ্রবিদ্যুৎ সহ মাঝারি থেকে ভারী বৃষ্টি দেখা দেবে বলে আবহাওয়া দপ্তর থেকে জানানো হয়েছিল। গত বৃহস্পতিবার থেকেই আকাশ মেঘলা হবে রাজ্যজুড়ে শুরু হবে বৃষ্টি। আবহাওয়া দপ্তরের এই আগাম বার্তা পুরোপুরি সত্যি হল। বৃহস্পতিবার থেকে আকাশ মেঘলা ও শুক্রবার থেকেই শুরু হল বৃষ্টি।

কলকাতাসহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জায়গাতে বজ্রবিদ্যুৎ-সহ মাঝারি ও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে আগামী তিন চারদিন ধরে। সেইসঙ্গে সমগ্র রাজ্যজুড়েই চলবে বজ্রবিদ্যুৎ-সহ মাঝারি থেকে ভারি বৃষ্টি। প্রসঙ্গত আগামী ১১ ই অক্টোবর রাজ্য থেকে পুরোপুরি বর্ষা বিদায় নিতে চলেছে। এর আগেই বর্ষার শেষ দাপট দেখিয়ে দিল।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

গতকাল শুক্রবার থেকে নিম্নচাপের প্রভাবে রাজ্যের বিভিন্ন স্থানে বৃষ্টি শুরু হয়েছে। আজ সকালেও নিম্নচাপের কারণে দক্ষিণবঙ্গে আদ্র বাতাসের আনাগোনা শুরু হয়। যার ফলে সকাল থেকেই মেঘাচ্ছন্নতা ও বৃষ্টিপাত দেখা যায়।

এভাবে, একেবারে পুজোর মুখে বৃষ্টিস্নাত হলো কলকাতাসহ দক্ষিণবঙ্গের একাধিক জেলা। তবে কিছুদিন ধরে গরম যেভাবে বাড়ছিল, তার থেকে অনেকটা রেহাই পেলেন রাজ্যবাসী। রাজ্যের সর্বোচ্চ তাপমাত্রা ৩২ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে রয়েছে। অন্যদিকে সর্বনিম্ন তাপমাত্রা ২৬ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। আজ সকাল থেকেই রাজ্যের বিভিন্ন স্থানে বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত বৃষ্টির সৃষ্টি হল। এর ফলে গরম কমে গিয়ে কিছুটা আরামদায়ক আবহাওয়ার সৃষ্টি হয়েছে।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!