এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > তুমুল অশান্তি তৃণমূল পরিবারে! দলের বিরুদ্ধে একাধিক বিস্ফোরক অভিযোগ, বিদায়ের পথে হেভিওয়েট MLA

তুমুল অশান্তি তৃণমূল পরিবারে! দলের বিরুদ্ধে একাধিক বিস্ফোরক অভিযোগ, বিদায়ের পথে হেভিওয়েট MLA


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট- কিছুদিন আগেই তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের কথা সামনে এসেছিল এবং সেখানে তৃণমূলের ঘনিষ্ঠ শুভেন্দু অধিকারী যে দল ছাড়তে চলেছেন সেই জল্পনা সামনে এসেছিল বহুবার। এবং সেইসঙ্গে তাঁর বিজেপিতে যোগ দেওয়া নিয়ে বেশ সরগরম হয় রাজ্য রাজনীতি। এমন প্রসঙ্গে সম্প্রতি আবারও রাজনীতি থেকে নির্বাসনের কথা ঘোষণা করলেন বারাকপুরে তৃণমূল বিধায়ক শীলভদ্র দত্ত।

গতকাল ব্যারাকপুর গার্লস স্কুল সংলগ্ন একটি অনুষ্ঠান বাড়িতে নিজের উদ্যোগে আয়োজন করা একটি বিজয়া সম্মিলনীর অনুষ্ঠানে তিনি এমন মন্তব্য করেছেন বলে জানা গেছে। আর সেই সঙ্গে তাঁর বিজেপিতে যোগদানের সম্ভাবনা থাকলেও তিনি যে এখনি বিজেপিতে যোগদান করছেন না, সে কথাও স্পষ্ট করে জানিয়ে দিয়েছেন তিনি।

তাঁর কথায়, তৃণমূলের সাধারণ কর্মী হিসেবে তিনি দলে থাকতে চান। এদিন বিজয় সম্মেলন অনুষ্ঠানে তিনি বলেন কারো সন্তান ভাই বা কোন আত্মীয়তার সূত্রে তিনি রাজনীতিতে আসেন নি। বরঞ্চ নিচ থেকে ধীরে ধীরে সিঁড়ি ভাঙতে ভাঙতে উপরে উঠে এসেছেন তিনি। সেই সঙ্গে তাঁর রাজনৈতিক জীবনে কোন অর্থনৈতিক দুর্নীতির খবরও পাওয়া যায়নি বলেই জানিয়েছেন তিনি।

তাঁর মতে, এমন পরিস্থিতিতে দলের মধ্যে কাজ করতে গিয়ে কিছু প্রতিকূলতা তৈরি হয়েছিল ঠিকই এবং সেই নিয়ে দলের নেতৃত্বকে তিনি অনেকবার জানিয়েছিলেন। তবে সেভাবে ব্যবস্থা নেওয়া না হওয়ায় তিনি আপাতত ভোটে দাঁড়ানোর সিদ্ধান্ত নিচ্ছেন না বলেই জানিয়েছেন তিনি। তবে দলের সাধারণ কর্মী হিসেবে তিনি থাকতে চান বলেই জানা গেছে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

এদিন দলীয় নেতৃত্বের বিরুদ্ধে বলার সঙ্গে সঙ্গে পিকে এবং তাঁর কৌশলীদের সম্পর্কেও বলতে শোনা গেছে তাঁকে। তাঁর কথায় বাংলার রাজনীতি মানুষ আবেগ দিয়ে করেন।কোন বাজারি সংস্থাকে পয়সা দিয়ে ভিন রাজ্য থেকে নিয়ে এসে ভোটের কাজ করানো এবং তারা এসে রাজনৈতিক জ্ঞান দিয়ে যাবে একথা মেনে নেওয়া যায় না বলেই মনে করেন তিনি।

সেইসঙ্গে দীর্ঘ সময় ধরে বাংলায় রাজনীতি করার পরেও এমন কোন সংস্থার কেউ এসে ভোট নিয়ে জল্পনা করবে একথা তাঁর কাছে যথেষ্ট অপমানজনক বলেই জানিয়েছেন তিনি। তাঁর মতে তাই সম্মানহানি করে রাজনীতি করার চেয়ে এই সিদ্ধান্ত নেওয়ায় বেশি ফলপ্রসূ বলে মনে করেছেন তিনি। তবে এখনো পর্যন্ত দলকে লিখিতভাবে কিছু জানাননি বলেই জানা গেছে।

তবে সেক্ষেত্রে যদি দল থেকে তাঁকে পদত্যাগ করতে বলা হয়, তবে তিনি সেটাও করবেন বলেও জানিয়েছেন তিনি। আর যদি তা না হয়, তবে আগামী মে মাস পর্যন্ত তিনি বিধায়ক পদে থাকবেন বলেও জানা যায়। কিন্তু নতুনভাবে ভোটের জন্য তিনি দাঁড়াবেন না একথা স্পষ্ট করে বুঝিয়ে দিয়েছেন তিনি।

তবে এরই সঙ্গে বিধায়ক না থাকলেও টিটাগড়ের এবং ব্যারাকপুরের মানুষের পাশে তিনি সবসময় থাকবেন বলেই দাবি করেছেন। অন্যদিকে, সৌগত রায়কে এ বিষয়ে জিজ্ঞেস করা হলে তিনি বলেন অসুস্থতার জন্য শীলভদ্র বাবু রাজনীতি থেকে বিরতি নিতে চাইছেন। তবে এর পেছনে অন্য কোনো কারণ আছে কিনা এখনো পর্যন্ত তিনি স্পষ্ট করে জানেন না বলেই জানিয়েছেন তিনি। তবে এতকিছুর মধ্যে যে তৃণমূলের গোষ্ঠী কোন্দলের আভাস পাওয়া যাচ্ছে, সে কথাই কিন্তু মনে করছেন অনেক কূটনীতিবিদ।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!