এখন পড়ছেন
হোম > আন্তর্জাতিক > আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচনে হেরে গিয়েও ‘বাজিগর’ হবেন ট্রাম্প? উল্টে যাবে সব সমীকরণ?

আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচনে হেরে গিয়েও ‘বাজিগর’ হবেন ট্রাম্প? উল্টে যাবে সব সমীকরণ?


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – মার্কিন যুক্তরাষ্ট্রের নির্বাচনে ডোনাল্ড ট্রাম্পকে পিছনে ফেলে ডেমোক্রেটিক প্রার্থী জো বাইডেন এগিয়ে যাচ্ছে দেখে গতকাল হোয়াইট হাউস থেকে লাইভ বক্তৃতা রাখতে দেখা গিয়েছিল ডোনাল্ড ট্রাম্পকে। কিন্তু সেই বক্তৃতা অপ্রাসঙ্গিক বলে সম্প্রচার মাঝখানেই বন্ধ করে দিয়েছিল বিভিন্ন আন্তর্জাতিক সংবাদমাধ্যম। বস্তুত ডোনাল্ড ট্রাম্পের অভিযোগ ছিল দুর্নীতি করে জিতছেন জো বাইডেন। বস্তুত সেই ভোট তাদের প্রাপ্য বলেই জানিয়েছিলেন তিনি।

প্রসঙ্গত উল্লেখ্য, পরিসংখ্যান অনুযায়ী জানা গিয়েছিল, জো বিডেন ২৬৪টি ইলেক্টোরাল ভোট পেয়েছেন।যেখানে ডোনাল্ড ট্রাম্পের ঝুলিতে এসেছে ২১৪টি ভোট। এমন পরিস্থিতিতে নির্বাচন শেষে যদিও ৫৩৮ আসনের ইলেকট্রোরাল কলেজের ম্যাজিক ফিগার ২৭০ কেউই ছুঁতে পারেননি। কিন্তু এর কাছাকাছি আছেন বিডেনই। আমেরিকার ৫০টি প্রদেশের মধ্যে রিপাবলিকান ও ডেমোক্র্যাট প্রার্থীদের ক্ষেত্রে গেম চেঞ্জার হিসেবে সামনে এসেছে ফ্লোরিডা, জর্জিয়া, পেনসিলভেনিয়া, নর্থ ক্যারোলিনা, মিশিগান ও উইসকনসিনের মতো সুইং স্টেটগুলির নাম।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

সেইসঙ্গে, মিশিগানে ১৬টি আসন ও উইসকনসিনে ১০টি আসন দখল করে নেন বিডেন। আর এর ফলেই ভোটের দৌড়ে অনেকটাই এগিয়ে যান তিনি। আন্তর্জাতিক সংবাদ সংস্থার মতে, বিদেন এখনও পর্যন্ত উইসকনসিন, মিশিগান, নিউ মেক্সিকো, নিউ হ্যাম্পশায়ার, নিউইয়র্ক, ম্যাসাচুসেটস, নিউ জার্সি, মেরিল্যান্ড, ভারমন্ট, কানেক্টিকাট, ডেলাওয়ার ও কলোরাডোতে জিতেছেন। হাওয়াই, ওয়াশিংটন, ক্যালিফোর্নিয়া এবং ইলিনেও জয় হয়েছে তাঁর।

অন্যদিকে, সেইসঙ্গে ইতিমধ্যেই বারাক ওবামার রেকর্ড ভেঙে মার্কিন রাষ্ট্রপতি নির্বাচনের ইতিহাসে সর্বাধিক ভোট পাওয়া ডেমোক্র্যাট প্রার্থী বিডেন। প্রায় ৫০.৫ শতাংশ ভোট পেয়েছেন তিনি। অন্যদিকে, ট্রাম্প ৪৭.৯ শতাংশ ভোট পেয়েছেন বলে জানা গেছে। অ্যারিজোনা, মিশিগান, উইসকনসিন এবং নিউ হ্যাম্পশায়ার গিয়েছেন বাইডেনের পক্ষে আর ফ্লোরিডা, আইওয়া, ওহাইও এবং টেক্সাস গিয়েছে ট্রাম্পের পক্ষে।

তবে, পেনসিলভেনিয়া, জর্জিয়া ও নাভেডাতে কম ব্যবধানেই এগিয়ে ডেমোক্র্যাট প্রার্থী বাইডেন। জর্জিয়াতে চার হাজারেরও কম ভোটের ব্যবধানে এগিয়ে রয়েছেন তিনি। আর এমত পরিস্থিতিতে, টুইট করে মার্কিন প্রেসিডেন্ট জানিয়েছেন, জো বাইডেনের প্রেসিডেন্টের দফতর দখলের মিথ্যা দাবি করা উচিত নয়। এই দাবি তিনিও করতে পারেন। কিন্তু সেই সঙ্গে আইনি প্রক্রিয়া যে শুরুর মুখে, সেই হুঁশিয়ারিও দিয়েছেন তিনি। অর্থাত্‍ ভোটে কারচুপির অভিযোগে এখনও মেনে নিচ্ছেন তিনি সেটা আলাদা করে বলে দিতে হয় না। তাই আগের মতোই আবারও আদালতে দ্বারস্থ হওয়ার হুমকি দিয়েছেন তিনি।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!