এখন পড়ছেন
হোম > আন্তর্জাতিক > বিদেশ সফরে বাধা মুখ্যমন্ত্রী ! রাজনৈতিক তর্জা তুঙ্গে !

বিদেশ সফরে বাধা মুখ্যমন্ত্রী ! রাজনৈতিক তর্জা তুঙ্গে !


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট –  মুখ্যমন্ত্রীর বিদেশ সফরের আগেই বাধা ,  ছাড়পত্র দিল না বিদেশমন্ত্রক  । নেপালি কংগ্রেসের তরফে ১০ থেকে১২ই ডিসেম্বরে কাঠমন্ডুতে একটি কনভয় আয়োজন করা করা হয়েছিল আর সেই দেশের কনভয়ে যোগ দেওয়ার জন্য আমন্ত্রণ জানানো হয়েছিল রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আর এখানেই বাঁধা পড়ল ।  নিয়ম অনুযায়ী সফরের অনুমোদন চেয়ে বিদেশমন্ত্রকের দ্বারস্থ হয় নবান্ন  কিন্তু বিদেশমন্ত্রক থেকেই এই অনুমোদন বাতিল করা হয়েছে যদিও এর আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রোমে যাওয়ার আমন্ত্রণ পেয়েও যেতে পারেন নি । আর বিদেশমন্ত্রক থেকে এবারের সফরের অনুমোদন না পাওয়াকে কেন্দ্র করেই রাজনৈতক চাপানউতর শুরু হয়েছে । উদ্দেশ্যপ্রণোদিতভাবে তাঁকে বাধা দেওয়া হয়েছে বলেও অভিযোগ , তবে মুখ্যমন্ত্রীর নেপাল সফর বাতিল প্রসঙ্গে এখনও নবান্নের তরফে কিছু জানানো হয়নি।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!