এখন পড়ছেন
হোম > জাতীয় > বিদেশে পালাতে গিয়ে শেষ পর্যন্ত দিল্লি থেকে গ্রেপ্তার রাজ্যের আরও এক ভুয়ো সিবিআই অফিসার

বিদেশে পালাতে গিয়ে শেষ পর্যন্ত দিল্লি থেকে গ্রেপ্তার রাজ্যের আরও এক ভুয়ো সিবিআই অফিসার


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – আজই নেপালে পালিয়ে যাবার প্ল্যান ছিল, সে উদ্দেশ্যে দিল্লি রওনা হয়েছিল হাওড়ার জগাছার বাসিন্দা শুভদীপ বন্দ্যোপাধ্যায়। নিজেকে সিবিআই অফিসার বলে পরিচয় দিয়ে বহু মানুষের কাছ থেকে প্রচুর টাকা হাতিয়ে ছিল এই শুভদীপ। নিজের আত্মীয়-স্বজনকেও ছেড়ে দেয়নি। তাদেরকেও চাকরি দেওয়ার নাম করে প্রতারণা করেছে। শেষ পর্যন্ত দিল্লির তাজ হোটেলে আত্মগোপন করে শুভদীপ বন্দ্যোপাধ্যায়। গতকাল দিল্লির উদ্দেশ্যে রওনা দেয় হাওড়া সিটি পুলিশের একটি দল। অবশেষে মাঝরাতে তাজ হোটেল থেকে গ্রেফতার করা হয় শুভদীপ বন্দ্যোপাধ্যায়কে।

ভুয়ো সিবিআই অফিসার সনাতন রায়চৌধুরীর পর এবার পাওয়া গেল ভুয়ো সিবিআই অফিসার শুভদীপ বন্দ্যোপাধ্যায়কে। তার বিরুদ্ধে অভিযোগ ছিল, কেন্দ্রীয় সরকারি চাকরি দেওয়ার নাম করে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিয়েছে সে। এমনকি নিজেকে ভুয়ো সিবিআই অফিসার পরিচয় দিয়ে প্রতারণা করে বিবাহ করেছিল শুভদীপ। পরে স্বামীর স্বরূপ জানতে পেরে বিবাহবিচ্ছেদের মামলা করেন তার স্ত্রী নয়না বন্দ্যোপাধ্যায়। এরপর তিনি লিখিতভাবে অভিযোগ জানান পুলিশের কাছে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

নয়না বন্দ্যোপাধ্যায়ের অভিযোগের ভিত্তিতে পুলিশ সচেষ্ট হয়। জানা গেছে, শুভদীপ বন্দ্যোপাধ্যায়ের মোবাইলের লোকেশন ট্র্যাক করে দিল্লি থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ। আজ তাকে দিল্লির আদালতে তোলা হয়েছিল। সেখানে তাকে রিমান্ডে নেওয়ার আবেদন করা হয়েছিল পুলিশের পক্ষ থেকে। তাকে তিনদিনের জন্য ট্রানজিট রিমান্ডে নেয়ার নির্দেশ দেওয়া হয়েছে আদালতের পক্ষ থেকে। তাকে জিজ্ঞাসাবাদ করে তার প্রতারণা চক্র সম্পর্কে জানতে চাইছে পুলিশ।

তার নামে অভিযোগ উঠেছে, লকডাউনের সুযোগ নিয়ে কেন্দ্রীয় সরকারের অধীনস্থ বিভিন্ন সংস্থায় চাকরি দেওয়ার নাম করে বহু মানুষকে প্রতারণা করেছে শুভদীপ বন্দ্যোপাধ্যায়। চাকরি প্রার্থীদের সঙ্গে সরাসরি সাক্ষাৎ না করে অনলাইনে ইন্টারভিউ নেওয়ার ব্যবস্থা করা হতো। এরপর সফল চাকরিপ্রার্থীদের থেকে টাকা নেয়া হতো। টাকা দিয়েও চাকরি না মেলায় অনেকেই অভিযোগ করেন। অনেকে তার বাড়িতে গিয়েও উপস্থিত হন। এরপর কিছু চাকরিপ্রার্থীর হাতে কিছু টাকা দিয়ে তাদের মুখ বন্ধ রাখে শুভদীপ বন্দ্যোপাধ্যায়। কিন্তু নিজের স্ত্রীর কাছে নিজের স্বরূপ লুকিয়ে রাখতে পারেনি। শেষ পর্যন্ত পুলিশের হাতে ধরা পরল ভুয়ো সিবিআই অফিসার শুভদীপ বন্দ্যোপাধ্যায়।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!