এখন পড়ছেন
হোম > জাতীয় > বিদেশে বিপুল পরিমান অঘোষিত সম্পত্তির তদন্তে এবার মুখ্যমন্ত্রী পরিবারের এই সদস্যকে ডাক ইডির

বিদেশে বিপুল পরিমান অঘোষিত সম্পত্তির তদন্তে এবার মুখ্যমন্ত্রী পরিবারের এই সদস্যকে ডাক ইডির


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – মোদি সরকার ক্ষমতায় আসার পর ঘোষণা করেছিলেন বিদেশে যে সমস্ত কালো টাকা পড়ে রয়েছে, তা তিনি ভারতে নিয়ে আসার জন্য সমস্ত রকম চেষ্টা করবেন। এছাড়া কিছুদিন আগে সুইস ব্যাংকের তরফে বিদেশে থাকা বিভিন্ন মানুষের ব্যাংকিং তথ্য সরকারের হাতে তুলে দেওয়া হয়েছিল বলে জানা গেছে। সেই নিয়ে দেশে কালো টাকা উদ্ধারের যে কার্যপ্রণালী মোদি সরকার শুরু করেছিলেন, তাতে যে খানিকটা জোয়ার লাগবে সে কথাই মনে করেছিলেন অর্থনীতিবিদরা।

সম্প্রতি পাঞ্জাবের মুখ্যমন্ত্রী রনিন্দর সিংকে জিজ্ঞাসাবাদের জন্য ইডি নোটিশ পাঠিয়েছে বলে জানা গেছে। তিনি ক্যাপ্টেন অমরেন্দ্র সিং এর ছেলে হিসেবেও পরিচিত। আগামী মঙ্গলবার সকাল বেলায় তাঁকে পাঞ্জাবের জলন্ধর অফিসে জিজ্ঞাসাবাদের জন্য ইডি নোটিশ পাঠিয়েছে বলে জানা গেছে।

অন্যদিকে তাঁর বিরুদ্ধে ফেমা আইন লঙ্ঘনের অভিযোগ রয়েছে বলেও জানা গেছে। সেই সঙ্গে বিদেশি সম্পদ সম্পর্কে আয়কর বিভাগকে লিখিতভাবে মিথ্যা তথ্য সরবরাহ করার অভিযোগ রয়েছে তাঁর বিরুদ্ধে। তাই ইডি তাঁর বিরুদ্ধে মামলা দায়ের করেছে বলেও জানা যায়।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

২০০৫-২০০৬ এবং ২০০৬ থেকে ২০০৭ এই অর্থবর্ষে তাঁর আয়ের বিবরণ সহ সমস্ত সম্পদ সম্পর্কিত যে তথ্য তিনি আয়কর বিভাগে জমা দিয়েছিলেন, তা মিথ্যা বলে দাবি করেছে ইডি। তিনি দেশের বাইরে বিদেশে প্রচুর পরিমাণে স্থাবর-অস্থাবর সম্পত্তি লুকিয়ে রেখেছেন বলেও জানানো হয়েছে।

যদিও গত কয়েক বার আয়কর দপ্তর থেকে তাঁর নোটিশ পাঠানো হয়েছিল, কিন্তু তিনি সে ক্ষেত্রে সহযোগিতা করেনি বলেই জানা যায়। এরপর আয়কর দপ্তর তাঁর বিরুদ্ধে মামলার সিদ্ধান্ত নেয়। আয়কর দপ্তরের এক আধিকারিকের কথায়, সংযুক্ত আরব আমিরশাহী ও ব্রিটেনে তাঁর অনেক সম্পত্তি আছে বলে ইডি জানতে পেরেছে।

এই নিয়েই তাঁর জিজ্ঞাসাবাদ করা হবে বলেও জানা যায়। শুধু তাই নয়, এর সঙ্গে তাঁর বক্তব্য লিখিত আকারে গ্রহণ করা হবে বলেও জানিয়েছে আয়কর দপ্তর এবং সেই বিবৃতি নিচে তাঁকে দিয়ে স্বাক্ষর করানো হবে বলেও জানা গেছে। আর সেই তথ্য এবং বয়ান আদালতে গুরুত্বপূর্ণ তথ্য প্রমাণ হিসেবে পেশ করবেন বলেও জানানো হয়েছে আয়কর দপ্তরের তরফে।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!