এখন পড়ছেন
হোম > জাতীয় > বিধানসভা ভোটের রণবাদ্যে নাদ তুলতে আজ রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী

বিধানসভা ভোটের রণবাদ্যে নাদ তুলতে আজ রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট –আগামী বিধানসভা নির্বাচনের দিনক্ষণ ইতিমধ্যেই ঘোষণা হওয়ার সম্ভাবনা আছে। নির্বাচনের চূড়ান্ত প্রস্তুতি নিয়ে ফেলেছে রাজ্যের বিভিন্ন রাজনৈতিক দল। আগামী বিধানসভা নির্বাচনে বাংলাকে পাখির চোখ করেছে বিজেপি। বিজেপির শীর্ষ নেতারা বারবার আসছেন পশ্চিমবঙ্গে। গতকাল পরিবর্তন যাত্রার সূচনা করতে রাজ্যে এসেছিলেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডা। মালদা থেকে তৃণমূল সরকারকে টাটা করে দেবার আহ্বান জানিয়েছেন তিনি। আজ রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। আজ হলদিয়াতে সরকারি প্রকল্পের পাশাপাশি রাজনৈতিক সভাতেও যোগদান করতে যাচ্ছেন প্রধানমন্ত্রী।

আজ হলদিয়াতে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। আগামী বিধানসভা নির্বাচনের প্রথম রাজনৈতিক কর্মসূচি আজ প্রধানমন্ত্রীর। রাজনৈতিক কর্মসূচির সঙ্গে সঙ্গে একাধিক সরকারি প্রকল্পের শিলান্যাস করবেন প্রধানমন্ত্রী। গত ২৩ সে জানুয়ারি শেষবারের মত রাজ্যে এসেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে, সেদিনের অনুষ্ঠান ছিল সরকারি অনুষ্ঠান, রাজনৈতিক অনুষ্ঠান ছিল না। তবে আজ সরকারি অনুষ্ঠানের সঙ্গে সঙ্গে রয়েছে তাঁর রাজনৈতিক অনুষ্ঠান।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

বিজেপি সূত্রের খবর, আজ হলদিয়ার হেলিপ্যাড ময়দানে পেট্রোলিয়াম মন্ত্রকের সরকারি অনুষ্ঠানে আসছেন প্রধান মন্ত্রী। আর এই ময়দানের পাশেই রাজনৈতিক সভাও করতে চলেছেন প্রধানমন্ত্রী। আজ প্রধানমন্ত্রীর আগমনকে কেন্দ্র করে হলদিয়াতে একদিকে যেমন সাজ সাজ রব বিজেপির। অন্যদিকে তেমনি নিরাপত্তার চাদরে মুড়ে দেয়া হয়েছে। প্রধানমন্ত্রীর ফ্লেক্স, ব্যানার, কাট আউট লক্ষ্য করা যাচ্ছে সর্বত্র।

আজ হলদিয়ার শোধনাগারে আইওসির দ্বিতীয় ক্যাটালিটিক আইসো-ডিওয়াক্সিং ইউনিটের শিলান্যাস করতে চলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এই প্রকল্পের আনুমানিক ব্যয় ১ হাজার ১৯ কোটি টাকা। এই প্রকল্প রূপায়ণে ২২০০ মানুষের কর্মসংস্থান হবার সম্ভাবনা। অন্যদিকে আজ প্রধানমন্ত্রী উদ্বোধন করতে চলেছেন বিপিসিএলের এলপিজি ইমপোর্ট টার্মিনাল। যার ব্যয় ১১০০ কোটি টাকা। প্রধানমন্ত্রী উদ্বোধন করবেন ৪১ নম্বর জাতীয় সড়কের চার লেনের উড়ালপুল। আবার, প্রাকৃতিক গ্যাস প্রকল্প প্রধানমন্ত্রী উর্জা গঙ্গা গ্যাস প্রকল্পে ঝাড়খন্ড থেকে দুর্গাপুর পর্যন্ত বিস্তৃত হবে পাইপলাইন। যে প্রকল্পের আনুমানিক ব্যয় ২৪০০ কোটি টাকা। যার উদ্বোধন হতে চলেছে। এই প্রকল্পের মাধ্যমে ১১ লক্ষ শ্রমদিবস তৈরি হবার সম্ভাবনা রয়েছে।

প্রসঙ্গত, আগামী বিধানসভা নির্বাচনে বাড়তি গুরুত্ব পেতে চলেছে পূর্ব মেদিনীপুর। কারণ, এই পূর্ব মেদিনীপুর হলো শুভেন্দু অধিকারির গড়। আবার নন্দীগ্রাম থেকে প্রার্থী হওয়ার কথা জানিয়েছেন মুখ্যমন্ত্রী। এই সমস্ত কারণেই পূর্ব মেদিনীপুরকে অধিক গুরুত্ব দিচ্ছে বিজেপি। এমনটাই মনে করছেন একাধিক বিশ্লেষক। অন্যদিকে আজ আমন্ত্রণ পেলেও প্রধানমন্ত্রীর সভায় যোগদান করবেন না মুখ্যমন্ত্রী। নবান্নের পক্ষ থেকে পিএমওকে চিঠিও দেয়া হয়েছে। আজ প্রধানমন্ত্রীর সরকারি অনুষ্ঠানে যোগদান করতে চলেছেন তৃণমূল সাংসদ দিব্যেন্দু অধিকারি। যাকে নিয়ে ক্রমশ বাড়ছে জল্পনা।

 

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!