এখন পড়ছেন
হোম > জাতীয় > বিধানসভা নির্বাচনের পূর্বে বিজেপির গুরুত্বপূর্ণ বৈঠকে যোগদান করছেন স্বয়ং প্রধানমন্ত্রী

বিধানসভা নির্বাচনের পূর্বে বিজেপির গুরুত্বপূর্ণ বৈঠকে যোগদান করছেন স্বয়ং প্রধানমন্ত্রী


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – আজ দিল্লিতে এক বিশেষ বৈঠকের আয়োজন করেছে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব। আর এই বৈঠকে যোগদান করেছেন স্বয়ং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সম্প্রতি পশ্চিমবঙ্গ ছাড়াও বেশকিছু রাজ্যে বিধানসভা নির্বাচন রয়েছে। নির্বাচনের পূর্বে বিজেপি কর্মীদের বিশেষ বার্তা দিতে, নির্বাচনের রণকৌশন নির্ধারণ করতে আজ এই বৈঠকের আয়োজন করা হয়েছে। আজ দিল্লির এনডিএমসি কনভেনশন সেন্টারে এই বৈঠকের আয়োজন করা হয়েছে। বৈঠকে সভাপতিত্ব করতে চলেছেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জগত প্রকাশ নাড্ডা।

সম্প্রতি রয়েছে অত্যন্ত গুরুত্বপূর্ণ রাজ্য পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচন। পশ্চিমবঙ্গের শাসন ক্ষমতা দখলে তৎপর হয়ে উঠেছে বিজেপি। তাই বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব বারবার আসছেন পশ্চিমবঙ্গে। তবে, সামনেই পশ্চিমবঙ্গর বিধানসভা নির্বাচন ছাড়াও কেরালা ও তামিলনাড়ুতে বিধানসভা নির্বাচন রয়েছে। যদিও, কেরালা, তামিলনাড়ু নিয়ে খুব বেশি আশাবাদী নয় বিজেপি। তবে, তামিলনাড়ুতে এআইএডিএমকের সঙ্গে বিজেপির বোঝাপড়া ইতিমধ্যে হয়ে গেছে। দুই দলের জোট করার একটা সম্ভাবনা আছে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

তবে, আসাম নিয়ে বিজেপি যথেষ্ট আশাবাদী। আবার, বিজেপির সর্বভারতীয় সভাপতি হিসেবে জে পি নাড্ডার দায়িত্বভার গ্রহণের পর আজ প্রথম বিজেপির কেন্দ্রীয় বৈঠক হতে চলেছে। করোনা সংক্রমনের কারণে দীর্ঘ সময় ধরে বিজেপির কেন্দ্রীয় বৈঠক স্থগিত রাখা হয়েছিল। আজ একাধিক রাজ্যের নির্বাচন নিয়ে এই বৈঠকে গুরুত্বপূর্ণ আলোচনা হতে চলেছে। এই বৈঠকে নির্বাচনের রননীতি নির্ধারণের সঙ্গে সঙ্গে বিজেপি কর্মীদের উজ্জীবিত করতে বিশেষ বার্তা দিতে পারেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

ইতিপূর্বে, গতকাল বিজেপির একাধিক রাজ্যের রাজ্য সভাপতির সঙ্গে বিজেপির সর্বভারতীয় সভাপতির বৈঠক বসেছিল। এই রাজ্যগুলিতে বিজেপির পরিস্থিতি, বিজেপির জনপ্রিয়তা, দলের অবস্থান সম্পর্কে গতকাল খোঁজ খবর নিয়েছিলেন জে পি নাড্ডা। আগামী নির্বাচনের প্রস্তুতি বিষয়েরও খবর নিয়েছিলেন তিনি। অন্যদিকে, মনে করা হচ্ছে আগামী মাসেই পশ্চিমবঙ্গতে বিধানসভা নির্বাচনের দিনক্ষণ ঘোষণা হয়ে যাবে। তার পূর্বেই বিজেপির এই বৈঠক যথেষ্ট গুরুত্বপূর্ণ বলেই রাজনৈতিক মহলের ধারণা।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!