এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > বিধানসভা নির্বাচনে অভূতপূর্ব ফল লাভের পর আইপ্যাকের সঙ্গে দীর্ঘমেয়াদি চুক্তিতে তৃণমূল

বিধানসভা নির্বাচনে অভূতপূর্ব ফল লাভের পর আইপ্যাকের সঙ্গে দীর্ঘমেয়াদি চুক্তিতে তৃণমূল


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – রাজ্যে তৃতীয়বারের জন্য তৃণমূল সরকারকে ক্ষমতায় ফিরিয়ে আনতে বিশেষ গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করেছিল ভোট কুশলী পিকের সংস্থা আইপ্যাক। তবে ইতিপূর্বে প্রশান্ত কিশোর জানিয়েছিলেন যে, রাজনৈতিক পরামর্শদাতা হিসেবে তিনি আর কাজ করবেন না। কিন্তু, জানা যাচ্ছে, এবার আইপ্যাকের সঙ্গে তৃণমূলের দীর্ঘমেয়াদি চুক্তি হয়েছে। ২০২৬ সালে পর্যন্ত তৃণমূলের রাজনৈতিক পরামর্শদাতা থাকবে এই সংস্থা। তাই, আগামী লোকসভাতো বটেই, এমনকি আগামী বিধানসভা নির্বাচনেও তৃণমূলের রাজনৈতিক পরামর্শদাতা হিসেবে থাকতে চলেছে এই সংস্থা। তবে, প্রশান্ত কিশোরের অবস্থান নিয়ে উঠেছে নানা প্রশ্ন।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

কারণ, ইতিপূর্বে প্রশান্ত কিশোর নিজেই জানিয়ে দিয়েছেন যে, রাজনৈতিক পরামর্শদাতা হিসেবে তিনি আর কাজ করতে ইচ্ছুক নন। পরিবর্তে নতুন কিছু করতে চান তিনি। সে ক্ষেত্রে তৃণমূলের সঙ্গে নতুন চুক্তির পর পরামর্শদাতার ভূমিকায় তিনিই থাকবেন? নাকি তাঁর পরিবর্তে অন্য কেউ এই ভূমিকা গ্রহণ করবেন? তা নিয়ে প্রশ্ন উঠেছে। এমনও শোনা যাচ্ছে যে, তৃণমূল থেকে রাজ্যসভার পাঠানো হতে পারে তাঁকে। আবার অনেকে মনে করছেন, তৃতীয় ফ্রন্ট করে তোলা ও তাকে শক্তিশালী করে তোলার কাজে গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারেন প্রশান্ত কিশোর।

আবার, সম্প্রতি পাঞ্জাবে কংগ্রেসের সঙ্গে পিকের সংস্থা আইপ্যাকের চুক্তি হয়েছে। এদিকে, মহারাষ্ট্রে এনসিপি প্রধান শারদ পাওয়ারের সঙ্গে কিছুদিন আগেই বৈঠক হয়েছে প্রশান্ত কিশোরের। এই পরিস্থিতিতে সংস্থার মূল দায়িত্বে তিনি নিজেই থাকবেন? নাকি অন্য কোন কেউ এই দায়িত্ব নেবেন? তা নিয়ে উঠেছে নানা প্রশ্ন। এদিকে, একাধিক রাজ্যে বড়োসড়ো সাফল্যের পর রাজনৈতিক ক্ষেত্রে ক্রমশ প্রভাব বাড়ছে প্রশান্ত কিশোরের। তবে তিনি কোন পথে এগোবেন? তা একমাত্র তিনিই জানেন।

 

 

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!