এখন পড়ছেন
হোম > রাজনীতি > কংগ্রেস > বিধানসভা নির্বাচনের বাম-কংগ্রেসের জোটের মুখ্যমন্ত্রীর মুখ হবেন কি কংগ্রেসের এই হেভিওয়েট? কি বলছেন বাম, কংগ্রেসের নেতারা? জেনে নিন

বিধানসভা নির্বাচনের বাম-কংগ্রেসের জোটের মুখ্যমন্ত্রীর মুখ হবেন কি কংগ্রেসের এই হেভিওয়েট? কি বলছেন বাম, কংগ্রেসের নেতারা? জেনে নিন


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – দীর্ঘকাল ধরে পশ্চিমবঙ্গ ছিল বাম শাসিত। তার পূর্বে কংগ্রেস রাজত্ব চলেছিল পশ্চিমবঙ্গে দীর্ঘকাল ধরে। তবে, পশ্চিমবঙ্গে সম্প্রতি বাম ও কংগ্রেস অনেকটাই দুর্বল হয়ে পড়েছে। এই দুই দল পশ্চিমবঙ্গে আগামী বিধানসভা নির্বাচনে জোটবদ্ধ হয়ে লড়াইয়ের সিদ্ধান্ত নিয়েছে। এই দুই দল জোট করলে রাজ্যের বেশকিছু আসনের ফলাফল বিপরীত দিকে ঘুরে যেতে পারে বলে, মতামত দিয়েছেন অনেকেই।

আগামী বিধানসভা নির্বাচনে বাম কংগ্রেস-জোট এর ব্যাপারে প্রথম প্রস্তাব রেখেছিলেন প্রয়াত প্রদেশ কংগ্রেস সভাপতি সোমেন মিত্র। এরপর প্রদেশ কংগ্রেস সভাপতি রূপে অধীর চৌধুরী রাজ্যে কংগ্রেসের দায়িত্ব নেবার পর এই জোটের ব্যাপারে এগিয়ে আসেন তিনি। এরপর থেকে বেশ কিছু বিষয়ে বাম-কংগ্রেস নেতৃত্ব ঐক্যবদ্ধ ভাবে রাজনৈতিক কর্মসূচি পালন করেছে। এদিকে গতকাল বৃহস্পতিবার আগামী বিধানসভা নির্বাচনে বাম কংগ্রেস জোটের বিষয়টিতে সবুজ সংকেত দেয়া হলো কংগ্রেসের শীর্ষ নেতৃত্বের পক্ষ থেকে।

গতকাল বাম-কংগ্রেস জোটের বিষয়ে কংগ্রেসের শীর্ষ নেতৃত্বের সবুজ সঙ্কেত দেবার কথা টুইট করে জানালেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী। অধীর চৌধুরীর এই টুইটের পর পুরুলিয়া জেলার বাঘমুন্ডির বিধায়ক নেপাল মাহাতো ট্যুইট করে জানিয়েছেন যে, এবারের বিধানসভা নির্বাচনে বাম- কংগ্রেসের মুখ্যমন্ত্রী মুখ হতে চলেছেন অধীর চৌধুরী। তিনি লিখেছেন, ” এই জোটের মুখ্যমন্ত্রী মুখ হিসেবে অধীর রঞ্জন চৌধুরী মহাশয় ! ” তারপর থেকেই শোরগোল শুরু হল রাজ্যের রাজনীতি মহলে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

প্রসঙ্গত, অধীর রঞ্জন চৌধুরী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোর বিরোধী বলে পরিচিত। একাধিকবার তিনি মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে নানা অভিযোগ ও কটাক্ষ করেছেন। এদিকে গান্ধী পরিবারের সঙ্গে তাঁর সম্পর্ক দীর্ঘকালের। সবকিছু চিন্তা করেই বিধানসভা নির্বাচনের প্রাক্কালে তাঁকে প্রদেশ কংগ্রেস সভাপতির দায়িত্ব দেয়া হয়েছে কংগ্রেসের কেন্দ্রীয় নেতৃত্বর পক্ষ থেকে। এবার তিনি যদি আগামী বিধানসভা নির্বাচনে বাম- কংগ্রেস জোটের মুখ হন। তবে আগামী বিধানসভা নির্বাচনে ঝড় তুলতে পারে এই বিরোধী জোট। এমনটাই মনে করছেন রাজ্যের বিভিন্ন রাজনৈতিক বিশ্লেষকেরা।

তবে, অধীর চৌধুরীকে জোটের মুখ্যমন্ত্রী পদপ্রার্থী করা হবে কিনা? সে বিষয়ে এখনো পরিষ্কার ভাবে কিছু জানান নি বাম, কংগ্রেসে নেতৃত্ব। সিপিএম নেতৃত্বের পক্ষ থেকে এ বিষয়ে কিছু বলা না হলেও, বামফ্রন্টের বেশকিছু শরিকদল এ বিষয়ে কিছুটা আপত্তি জানিয়েছে। এ প্রসঙ্গে সিপিআইয়ের রাজ্য সম্পাদক স্বপন বন্দোপাধ্যায় জানালেন যে, এ বিষয়টি নিয়ে আগে থেকে ভাবার সময় এখনো আসেনি।

আবার বালুরঘাটের বিধায়ক তথা আরএসপিএর রাজ্য সম্পাদক বিশ্বনাথ চৌধুরী এ বিষয়টি নিয়ে আপত্তি করেছেন। অন্যদিকে ফরওয়ার্ড ব্লকের নেতা নরেন চট্টোপাধ্যায় জানালেন যে, এ বিষয় নিয়ে তিনি কোনো বক্তব্য রাখতে চান না, যা কিছু বলার তা বলবেন বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু। তবে, বিষয়টি নিয়ে তিনি যে বিরক্ত, তা তাঁর কথাতেই প্রকাশ পেয়েছে। আবার, অনেকে মনে করছেন যে, বাঘমুন্ডির বিধায়ক নেপাল মাহাতো অধীর চৌধুরীর ঘনিষ্ঠ বলে পরিচিত বলেই তাঁকে তিনি মুখ্যমন্ত্রী পদপ্রার্থী করার দাবি তুলেছেন। তবে, এখনই এই বিষয়ে কোন চূড়ান্ত সিদ্ধান্ত নেয়নি বাম-কংগ্রেস জোট।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!